নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

লেখুন। প্রাণ খুলে।

০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৩



আপনারা লেখুন। যা মনে চায় লেখুন। নিজের ভাষাতে লেখুন। আপনার লেখার কোন ধরা বাধা নিয়ম নেই। নির্ভয় ভাবে লিখুন। কারন এখানে লেখলে আপনাকে মার্ক দেয়া হবে না।

আপানি লেখুন। আপনাকে যে রবীন্দ্রনাথ বা কাজী নজরুল হতে হবে তা নহে। আপনি না লেখলে আমিও লেখতে পারব না। কারন আপনি লিখলে আমার বর্তমান লেখা প্রথম পৃষ্ঠা থেকে চলে যাবে। ফলে আমি নতুন কিছু লিখতে পারবো।

মনের যত দুঃখ, ভালো লাগা মন্দ লাগা সব লেখেন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা লিখবাম ইংশাআল্লাহ কিন্তু আপনি তো আমার লেখা পড়েন না। এই দুষ্ক কারে কমু হুহ

২| ০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৯

জুল ভার্ন বলেছেন: লেখার নামে উল্টাপাল্ট অক্ষর আর শব্দ দিয়ে পৃষ্ঠা ভরে ফেললেও চলবে? :)

৩| ০৩ রা নভেম্বর, ২০২১ দুপুর ১:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আনন্দের জন্য ব্লগিং করটাই উচিত, তবে সেটা অবশ্যই এলোমেলো বা ফেসবুকিও স্টেটাসের মতো ৭-৫ লাইনে না হওয়াই ভালো। এটা আমার ব্যাক্তিগত মতামত।

৪| ০৩ রা নভেম্বর, ২০২১ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: চাইলেই সব লেখা যায় না। এডমিন আছেন। প্রান ভরে লিখতে গেলেই এডমিন গলা চেপে ধরে।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০২১ বিকাল ৩:১২

বিটপি বলেছেন: আমি প্রাণ খুলে অনেককিছু লিখতে চাই, কিন্তু মডারেশন সুযোগ দিচ্ছেনা। তাই কমেন্ট করে যাচ্ছি আপাতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.