নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

বিখ্যাত হওয়া। Tiktok. Likey.

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ৮:২০



আজকাল সবাই ভাইরাল হতে চায়। কিন্তু কেউ বিখ্যাত হতে চায় না। ভাইরাল হলে দুই একদিন দাম পাওয়া যায়। পরে যেই কি সেই।

আমি এটাকে বিখ্যাত হওয়া বলিবো, ভাইরাল হওয়া থেকে। ভাইরাল শব্দটি আমার পছন্দ না।

একটি বয়সে সবাই বিখ্যাত হতে চায়। তারা চায় তাদের সবাই চিনুক, তাদের জানুক, তাদের পাত্তা দিক। তাদের এই বিখ্যাত হবার চাহিদা পূরন করছে টিকটক, লাইকি, ও ফেসবুক। এই সব প্লাটফর্মে ভিডিও প্রকাশ করে। পরে ভিডিও তে উদ্ভট আচরন করলে বেশী দর্শক বাড়ে। অল্প দিনের মধ্যে উদ্ভট ভিডিও এর হিরো বিথ্যাত/কুখ্যাত হয়।

আমাকে বিখ্যাত হতেই হবে। এই আবেগ কে কাজে লাগিয়ে তরুন তরুনীদের জী্বন, টাকা এবং ইজ্জত নিয়ে খেলা করছে একদল প্রতারক। দুইটি স্কিন শর্ট দিলাম। আপনারা বাকিটা বুঝে নেন।

ভাইরাল হবার চেয়ে বিখ্যাত হওয়া ভালো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.