নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

আক্কেল জ্ঞানহীন জনগণ।

১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৪



০১। এটা বেশ অনেক দিন আগের কথা। আমি ক্লস নাইনে পড়ি। ২০০৯ সালে। আমার ইংরেজী প্রাইবেট শুরু হয়ে যাচ্ছে। জোরে জোরে হাটতেছি। প্রাণ পণে চেষ্টা করছি সময় যাবার জন্য। এক ভদ্র মহিলা আমাকে দাড় করায়। আমি মনে করেছিলাম কোন ইমারজেজ্ঞি। রাস্তা চিনেনা, বা কারো বাসার ঠিকানা জিজ্ঞাস করবে।

ঐ মহিলা কোন ইমারজেজ্ঞি প্রশ্ন করে নাই। জিজ্ঞেস করেছিলো “নাহল, তুমি কি আবুল হোসেন স্যারের প্রাইবেটে এখানে গান গাইছিলা?”

আমার ঐ দিকে প্রাইবেটের সময় হয়ে যাচ্ছে। আমার খুব তাড়া। তার মধ্যে এমন ফালতু কাজের প্রশ্নের আমার গতি কমিয়ে দিলো। এটাই হচ্ছে আমাদের দেশের জনগণের আক্কেল।


০২। আমি বাজারে যাচ্ছি। হাতে বাজারের ব্যাগ। রিক্সা নেই নাই কারণ হাতে সময় অনেক। বাজার থেকে ফেরৎ আসার সময় রিক্সা নিবো। এক মুরব্বি (যদির তার ব্যাক্তিত্ব নাই।, তার পরেও সম্মান দিলাম) আমাকে কহিলো “কি? কই হাটতাছো? হাটো হাটো। হাটলে শরীল ভালো থাকে।” এই মুরব্বির কি দরকার ছিলো অহেতুক কথা বলার।

০৩। আমি আমার এক কাজে খালার বাসায় যাচ্ছিলাম। বেশী দূর না। হেটেই যাওয়া যায়। ঐ মুরব্বিও আমাকে একই কথা বলে। “কি হাটতাছো.......?”

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:০৩

ফুয়াদের বাপ বলেছেন: মনে আছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যায় পুরোটা শিক্ষা জীবনের বেশির ভাগ সময়ই মাইলে পর মাইল হেঁটেছি আক্কেল ছাড়া বেক্কেলদের প্রশ্ন এড়াতে মূল রাস্তা ছেড়ে শাখা রাস্তা দিয়ে পথ চলতাম। অযাযিত প্রশ্ন একদিকে যেমন বিরক্ত করে তেমনই সময় ক্ষেপন করে।

তবুও মানিয়ে নিয়ে চলতে হয় সমাজের বিভিন্ন চরিত্রের সাথে।

২| ১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:১৫

জুল ভার্ন বলেছেন: যারা সামু ব্লগে লেখালেখি করেন তাদের মধ্যে এমন আর কাউকে দেখিনি সহজ সহজ শব্দের এমন দৃষ্টিকটু বানান ভুল লিখতে! বিরক্তিকর!

৩| ১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৭

চাঁদগাজী বলেছেন:


আবুল হোসেন স্যার আপনার কাছে কি শুধু ইংরেজীতে প্রাইভেট পড়তেন? ফাও হিসেবে, আপনি উনাকে বাংলাটাও শিখায়ে দিতে পারতেন!

৪| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত বানান ভুল

৫| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:২৭

হাসান রাজু বলেছেন: “ কি যে একটা অবস্থা” তৈরির জন্য, এমন একটা পোস্টই যথেষ্ট।

৬| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: কতজনে কত কথা বলে! সব কথায় বিরক্ত হলে চলে? এড়িয়ে যান সম্ভব হলে।

৭| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪৫

ঢাবিয়ান বলেছেন: বাস্তবে, ব্লগে সর্বত্র মুরুব্বীদের নিয়ে দেখি বেশ ঝামেলাতেই আছেন =p~

৮| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫১

জুল ভার্ন বলেছেন: চাঁদগাজী বলেছেন:


আবুল হোসেন স্যার আপনার কাছে কি শুধু ইংরেজীতে প্রাইভেট পড়তেন? ফাও হিসেবে, আপনি উনাকে বাংলাটাও শিখায়ে দিতে পারতেন

কমেন্টস অব দ্যা ইয়ার

৯| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ৮:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার লেখায় গভীরতা নেই। খেয়াল রাখুন যাতে গভীরতা থাকে বানান ভুলের জন্য সতর্ক হোন ‌। গুছিয়ে সাজিয়ে লেখার চেষ্টা করুন। নতুন ব্লগার হিসেবে লেখা পোস্ট খারাপ নয় কিন্তু সময়ের সাথে সাথে সব দিক খেয়াল রেখে আরো ভালো মানের পোস্ট পাঠক আশা করেন। ব্লগ যাত্রা সুন্দর ও শুভ হোক।

১০| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: লেখা পোষ্ট করার আগে আপনি নিজে একবার পড়ে নিবেন। তাহলে ভুল বানান চোখে পড়বে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.