নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

মনপুরা

১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪৬



মনপুরা একটি সিনেমার নাম। এই সিনেমাতে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, প্রভা এবং অন্যান। এই সিনেমা নিয়ে রিভিউ দিবো না। এই ফিল্ম আমাদের সিনেমা হলে আসে ২০০৯ সালে। তখন আমি নবম শ্রেনীতে পড়ি। আমাদের সিনেমা হলে শো শুরু হয়েছিলো ৩ টা বাজে। আর আমাদের স্কুল টিফিনের সময় সব ছাত্ররা স্কুল ফাকি দিয়ে সিনেমা দেখতে যায়।

আর মনপুরা সিনেমার গান গুলা সে সময়ে খুব হিট হয়। সবার মুখে মুখে “নিথুয়া পাথারে” “যাও পাখি বলো তারে” এসব গান বাজতে থাকে।

যাই হউক। একটি সিনেমার জন্য স্কুল ফাকি দেয়া ঠিক না। যারা সেদিন এই সিনেমা দেখার জন্য টিফিনের পরে স্কুল ফাকি দিয়েছিলো তাদের কি লাভ হয়েছিলো তা জানি না।

তবে একজনে এখন বিশাল ব্যাবসায়ী। বউ এবং সন্তান নিয়ে সুখেই আছে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:


না'হলো তরকারী, না'হলো ভাত

২| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ৮:২৯

নান্দনিক নন্দিনী বলেছেন: মনপুরা চলচ্চিত্রে প্রভা অভিনয় করেননি। এই সিনেমার নায়িকা ছিলেন ফারহানা মিলি।

৩| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৩৯

ঢাবিয়ান বলেছেন: এক মুরুব্বী আইসা পড়সে। বাকিরা কিন্ত আসতেসে =p~

তবে কে কি বলল তাতে কিছু যায় আসে না। আপনার লেখা আপনি লিখে যান। নতুন প্রজনমের ভনিতাবীহিন সহজ সরল বহিঃপ্রকাশ। । ভালই লাগে পড়তে।

৪| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৩৮

শেরজা তপন বলেছেন: আপনার লেখা পড়ে ভয়ানক টাসকি খাইলাম!!!
ব্লগ ও ব্লগিং-এর বর্তমান অবস্থা নিয়ে আমি ভীষন শঙ্কিত :(

৫| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: সিনেমাটা দেখেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.