নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

রেল ভ্রমণ। টিকেটের কালোবাজার।

০৩ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৬



আমি ২৭ নভেম্বর ২০২১ ইং তারিখে অনলাইনে টিকেট ক্রয় করি। ১ ডিসেম্বর ২০২১ ইং তারিখে ঢাকা তে আসি। আমি ২৭ নভেম্বর দুপুর ১ ঘটিকায় অনলাইনে টিকেট কাটার সময় দেখি, মাত্র ৭ টি টিকেট আছে। এখানেই বোঝা যাচ্ছে যে অধিকাংশ টিকেট কালোবাজারে চলে গেছে।

সকাল ১১ টা ৫১ মিনিটে গাইবান্ধা থেকে লালমণি এক্সপ্রেরেস এ ওঠি। ঢাকা বিমানবন্ধর স্টেশন আসতে প্রায় ৮টা বেজে যায়। ট্রেনে ওঠেই দেখি আমার সিটে আরেক জন বসে আছে। পরে টিটি তার আসন খুজে দিলো। আমার সিট ছিলো জানালার পাশে। কত জিনিস দেখলাম জানালার পাশে। সেই ছবি গুলা দেয়া হলো।

তারপর দেখেন অধিকাংশ যাত্রী দাড়িয়ে দাড়িয়ে যাচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য ট্রেনের আরো বগির সংযোজন করা দরকার। আরো আরো ট্রেন সার্ভিস বাড়ানো দরকার।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

প্রামানিক বলেছেন: অনলাইন তো দূরের কথা আমি তিন আগে কমলাপুর স্টেশনে গিয়েও গাইবান্ধার কোন টিকিট পাই নাই। বাধ্য হয়ে আল হামরা বাসেই ঘাইবান্ধায় আসতে হলো।

০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৬

নাহল তরকারি বলেছেন: যে দিন টিকেট ছাড়ে ঐদিন ১২ টর আগেই সকল টিকেট শেষ হয়ে যায়।

২| ০৩ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫২

সভ্য বলেছেন: ট্রেনের টিকিট থাকে কিন্তু অসাধুবাজদের ঠেকাবে কে? ওরা যে সরকার চালায়।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:



হাফ ভাড়ায় কিনেছেন?

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ সকাল ৭:২১

নাহল তরকারি বলেছেন: হাফ ভাড়াতে যাবো কেন? আমি তো টিকেট কেটে ওঠেছি। আমার কাছে পূর্ণ টাকা নিয়ে টিকেট দিয়েছে। তবে আমার সন্দেহ আপনি মনে হয় টিকেট হাফ ভাড়াতে কিনেন।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৬

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে রেলের মান ভালো না।

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ সকাল ৭:২১

নাহল তরকারি বলেছেন: জ্বি ভাই।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৯

বিটপি বলেছেন: সবাই ট্রেনের টিকেটের জন্য এত পাগল কেন? ট্রেন ছাড়া কি যাওয়া যায়না? আপনাদের পাগলামির সুযোগ কালোবাজারীরা নেয়। আমি একবার রাত আটটায় চিটাগাং যাবার জন্য কমলাপুর স্টেশনে গিয়ে দেখি টিকেট নেই। সাথে সাথে তিন চারজন কালোবাজারী এসে ঘিরে ধরল। আমি সরাসরি না করে দিয়ে স্টেশনের বাইরে এসে শ্যামলীর কাউন্টারে ঢুকতেই একজন কালোবাজারী এসে আমাকে কাউন্টারের দামেই মহানগর এক্সপ্রেসের টিকেট ধরিয়ে দিল।

ট্রেনে যাবার জন্য পাগল হবেন না এর সুযোগ তাহলে বদমাইশেরা নেবে।

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১১

নাহল তরকারি বলেছেন: আমিও ট্রেন এর যাত্রা পছন্ধ করি না।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০২

ইমরোজ৭৫ বলেছেন: ট্রেন জিন্দাবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.