নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
Radhe - Your Most Wanted Bhai
এই সিনেমা তে নায়ক সালমান খান। আর নাইকা ছিলেন ডিসা পাঠানী। এই ডিসা পাঠানী কে সালমান খানের মেয়ের বয়সী মনে হয়। যাই হউক। এই গানের সুর আর নৃত্য আমাকে বেশ আকর্ষিত করিয়াছে। আমাকে করিয়াছে মুগ্ধ।
এই গানের Visual effects ছিলো একম সুপার হিট। এই গানের জামা কাপড়ের স্টাইল ও ছিলো সুপার হিট।
যাই হউক। এমন কারু কাজ আমাদের দেশে সম্ভব না। আমাদের দেশে সিনেমা তে এমন Visual effects দিতে পারে না। আমরা এমন কারু কাজ নিয়ে কোন শিল্প তৈরি করিতে পারবো না।
তবে আমাদের ফিল্মে আছে গরিব নায়ক, চৌধুরি সাহেব, ধনী গরিবের প্রেম, নাইকার বড়লোক বাপ ওদের সম্পর্ক মানে না, শেষে ডিসুম ডিসুম শব্দ যুক্ত মারামারি। কাহিনীর শেষে পুলিশ আসে। ভিলেন জেলে যায়।
০৯ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪৫
নাহল তরকারি বলেছেন: জ্বি ভাই। এ্ই গল্পে ডিসার সাথে সালমান খানের জুটি মিলে নাই। সালমান খানের সাথে ক্যাটরিনা বা কারিনা এবং ডিসার সাথে টাইগার এর জুটি মিলতো।
২| ০৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩৫
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: শেষের প্যারাটা পড়ে মনে হইলো আপনি অনেক দিন নতুন বাংলা সিনেমা দেখেন না, আমাদের দেশে এখন আন্তর্জাতিক মানের ছবি হচ্ছে।
০৯ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪৬
নাহল তরকারি বলেছেন: ইন্ডিয়ান ছবির সাথে বংলাদেশের ছবি টক্কর দিতে ৬০ থেকে ৭০ বছর সময় লাগবে।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৫
চাঁদগাজী বলেছেন:
ইউনিভার্সিটি জীবন কেমন? কোন ডিগ্রি পাবেন?
৪| ০৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৬
চাঁদগাজী বলেছেন:
তাড়াতাড়ি ইউনিভার্সিটি শেষ করেন, এরপর আবার হাইস্কুলে ভর্তি হতে হবে।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫৬
বিটপি বলেছেন: বুড়া নায়কের কচি নায়িকা - এই ধরণের সব ছবিই ফ্লপ। তারপরেও প্রযোজকেরা এ ধরণের ছবি বানাতে আগ্রহী কারণ তাদের মধ্যে এক ধরণের ফ্যান্টাসি কাজ করে এই নিয়ে।
০৯ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪৭
নাহল তরকারি বলেছেন: জ্বি ভাই। এ্ই গল্পে ডিসার সাথে সালমান খানের জুটি মিলে নাই। সালমান খানের সাথে ক্যাটরিনা বা কারিনা এবং ডিসার সাথে টাইগার এর জুটি মিলতো।
৬| ০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০৯
ইমরোজ৭৫ বলেছেন: চমৎকার লেখা।
৭| ০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৬
রাজীব নুর বলেছেন: বাংলাদেশে একসময় সিনেমা হল ছিল ১২ শ' এখন আছে ১২০ টি।
হিরো আলম একটা সিনেমা করেছেন। সেই সিনেমা দেখেছেন ৫ জন দর্শক।
০৯ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪৪
নাহল তরকারি বলেছেন: আমাদের দেশের সিনেমার যেমন মান খারাপ তেমনি সিনেমা হলের ও মান খারাপ।
৮| ০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ৩:২৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এটা কি কোন ধর্মীয় কাহিনী।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৬
রানার ব্লগ বলেছেন: ইহা একখানা সুপার ফ্লপ সিনেমা !!!!