নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

ট্রেনের বিড়াম্বনা।

০৯ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪২



আমি নিয়মিত ট্রেনে যাতায়াত করি। আমার আব্বু যখন চুয়াডাঙ্গা চাকরি করিতেন তখন ঢাকা থেকে চুয়াডাঙ্গা ট্রেনে যাতায়াত করিতাম। এখন আমার আব্বু গাইবান্ধতে থাকে, এখনো ঢাকা টু গাইবান্ধা ট্রেনে যাতায়াত করি।

হউক চুয়াডাঙ্গা বা হউক সেটা গাইবন্ধা। ট্রেন থেকে নামার সময় একটি সমস্যা সম্মুখীন হয়েছি। সেটা হচ্ছে ট্রেন থেকে নামার সময়। এক এক জন যাত্রীর কাছে বিশ ত্রিশটা ব্যাগ থাকে। সেই ব্যাগ নিয়ে তারা গেইট ব্লক করে রাখে। যার দরুন নামতে খুব সম্মখীন হই। গত ০১-১২-২০২১ ইং তারিখে যখন ট্রেন দিয়ে ঢাকা যাই তখন উঠার সময় তো বিড়াম্বনা শিকার হয়েছি। কারন একটা বেডায় ৫ টা ধানের বস্তা ও দুটি চালের ড্রাম নিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করেছে। ওর জন্য ট্রেনে উঠতে আমাদের সময় লাগছে।

যাই হউক। বিবানবন্দর রেল স্টেশনে যখন আমরা নামলাম। তখন দেখি সেই বেডায় তার মালামাল নামাচ্ছে। কিন্তু সম্পন্ন মাল নামানোর আগেই ট্রেন ছেড়ে দিছে।

আমি সব কিছু ছোট করে লেখার চেষ্টা করি, যাতে আপনার পড়দে পড়তে ধৈর্য না হারান। আর আমি ব্রডব্যান্ড দিয়ে এই ব্লগে প্রবেশ করি। ঐ দিন ট্রেনে বসে এই ব্লগ লেখার চেষ্টা করছিলাম। গ্রমীনফোন সীমের জন্য প্রবেশ করতে পারি নাই। এই সমস্যাটা কি এডমিনের দৃষ্টি আকর্ষণ করছি।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫০

ইমরোজ৭৫ বলেছেন: ট্রেনের টিকেট কালোবাজারি হয়।

১০ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২২

নাহল তরকারি বলেছেন:
ঠিক বলেছেন।

২| ০৯ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনিই আপনার পোস্টে প্লাস দেন
এটা কেমন ব্যাপার হলো

১০ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২২

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে ট্রেনের সার্ভিস খুব নিম্মমানের।

১০ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২২

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৪| ১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২৭

হাসান রাজু বলেছেন: ঠিক বলেছেন।

১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১০

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.