নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

সোনারগাঁও কলেজে একদিন।

১০ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৯


ছবি: সোনারগাঁও সরকারি কলেজ, নারায়ণগজ্ঞ।

২০১৭ সাল। আমি তখন অনার্স ৩য় বর্ষে পড়ি। বছরের শেষের দিকে। সঠিক তারিখ মনে নাই। নিম্ম চাপ সৃষ্টি হয়েছিলো। আবার খুব ঠান্ডা। আমি তারপরেও কলেজে গেছি। ক্লাশ করতে। আমি গিয়ে দেখি কলেজ প্রায় ফাকা। অন্য ডিপারমেন্ট এর ছাত্ররা টিউশুনি পড়তে এসেছিলো। এর ফাকে কলেজে ও ক্লাস করবে। আর কিছু স্কাউট এর ছাত্র।

আমাকে দেখে আমাদের শিক্ষক অবাক। কারণ আমাদের ডিপারমেন্ট এ ঐ দিন আমি একা উপস্থিত। যাই হউক ঐ দিন বৃষ্টি ভেজা দিনে একা একা ক্লাশ করতে ভালাই লাগতেছিলো। আর আমি কলেজে গিয়েছিলাম কারন সে সময় আমি বাড়িতে একা থাকতাম। বাড়িতে বিরক্ত লাগতেছিলো। আর বাসায় Wifi বলেন বা Wife বলেন, কিছুই ছিলো না।

পরে বাসায় যাওয়ার সময় মোগরাপাড়া বাস স্ট্যান্ড (সোনারগাওঁ, নারায়ণগজ্ঞ) থেকে কাচ্চি খেয়ে বাসায় গেলাম।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০২

চাঁদগাজী বলেছেন:




এখন কি করেন?

১০ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫৮

নাহল তরকারি বলেছেন: বেকার মানুষ। চাকরি বাকরি নাই।

২| ১০ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৪৪

ইসিয়াক বলেছেন:


কলেজে এসে বন্ধুদের ফোন দিতেন। কেউ না কেউ নিশ্চয় আসতো।বৃষ্টিতে ফুটবল খেলা দারুণ জমে।আর যাই বলেন না কেন,কলেজ লাইফে বান্ধবী বিহীন! সে তো পানসে জীবন। হা হা হা।

১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৫

নাহল তরকারি বলেছেন: যাদের ফোন দিতাম তারা অলস। তারা তখন লেপের নিচ থেকে উঠতে চাচ্ছিলো না। আর আমার বউ আমার আসল বান্ধবী।

৩| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবারই স্কুল-কলেজে অনেক স্মৃতি থাকে। তা আসল বান্ধবীর খবর কি ঝামেলা মিটেছে।

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:০১

নাহল তরকারি বলেছেন: আমার বউ আমার জান, আমার পরান।

৪| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: কাচ্চির স্বাদ কেমন ছিলো?

১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৮:০৫

নাহল তরকারি বলেছেন: সে সময় ক্ষুধার্ত সময়ে খুব টেস্ট লাগতেছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.