নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
মুক্তিযোদ্ধার বয়স ৫০, এটা কীভাবে সম্ভব খবরের লিংক
মুক্তিযোদ্ধার বয়স ৫০, এটা কীভাবে সম্ভব? আমার ও প্রশ্ন। এটা কিভাবে সম্ভব।
আমাদের দেশে একটা ট্রেন্ড ছিলো। বলতে পারেন ইহা আমাদের একটি সংস্কৃতি ছিলো। সেটা কি? বয়স কমানোর প্রতিযোগিতা। আমাদের নানা, আমাদের মামা, আমাদের আব্বু, এবং আমারা বয়স কমাইছি। মানে আমাদের জন্ম যদি ১৯৯৪ সাল হয় তাহলে আমারা ১৯৯৫ বা ১৯৯৬ সাল দিয়েছি। এই বয়স কমানোর উপদেশ কে দিয়েছে? আমাদের আব্বু আম্মু।
১৯৭১ সাল থেকে ১৯৯০ সাল পযর্ন্ত যারা মেট্রিক পাশ করেছে তাদের অরজিনাল বয়স পাবেন না। কারন হচ্ছে সে সময় জন্ম নিবন্ধন আর জাতীয় পরিচয় পত্র ছিলো না। দ্বীতিয়ত স্কুলের কেরানীরা ফরম ফিলাপ/রেজিষ্ট্রেশ এর সময় ০১/০১/১৯৮০, ০১/০১/১৯৭১ এই ফরমেটে দিয়েছে। বয়স কমানোর কারন কি? সরকারি চাকরি তে বেশী চাকরি করার সুবিধা।
এই মুক্তিযোদ্ধার ক্ষেত্রেও এমন কিছু হয়েছে বলে আমার মনে হচ্ছে।
২| ২১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লজ্জাজনক মিথ্যাচারকে বৈধতা দেয়ার চেস্টা করলেন? আপনিও ওই টাইপের মুক্তিযোদ্ধা নাকি?
আপনার কথা অনুযায়ী ১/২ বছরের গরমিল হতে পারে। ১৫/২০ বছরের গরমিল কিভাবে হয়।
২১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০১
নাহল তরকারি বলেছেন: আপনি ভুল বুঝেছেন। আমি শুধু ঐ আমলের কেরানী এর কর্মকান্ড তুলে ধরেছি। কেন বয়স কম বেশি হয়, সেটা তুলে ধরেছি।
৩| ২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪৪
রাজীব নুর বলেছেন: এবার সরকার তদন্ত করে বের করুক।
৪| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫৯
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ১৪ বছরে ম্যাট্রিক ১৬ তে ইন্টার করেছি । বিয়ের সময় ঝামেলা বেধেছিল । বউ তার চেয়ে ১০ বছর বেশি বয়সী বুড়ো বিয়ে করবেনা ।
কিয়েক্তা অবস্থা !
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৩
ইমরোজ৭৫ বলেছেন: গ্রামের অধিকাশ গ্রামের মুরব্বি কে জিজ্ঞাসা করেন। জাতীয় পরিচয় পত্রে যে জন্ম তারিখ দেয়া আছে সেটা তার অরজিনাল বয়স কি না? তারা বলবে “কবে জন্ম গ্রহন করেছি এটা কি মনে আছে? আমার কবে জন্ম সেটার তারিখ আমার বাপ মা ও ঠিক করে বলতে পারবে না, আমরা কিভাবে কমু?”
আর ৯৮% লোকের এমন সমস্যা। বাপ লেখেছে “আমির খান।” বড় পোলা তার বাপের নাম লেখছে “মো: আমীর” ছোট পোলা লেখছে “আমির”। অতছ সবার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী দুই পোলার ই “আমির খান” লেখার দরকার ছিলো।