নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

Ben 10

২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৭



Ben 10. আমার প্রিয় কার্টুন ছিলো। এখন অবশ্য কার্টুন দেখা হয় না। এই কার্টুনে বেন একটা গেজেট পায় সেটা দিয়ে সে এলিয়ান হয়ে যায়।



এই বেডায় কার্টুনের ভিতরে এই গেজেট বানায়। গেজেটের নাম অম্রিটেক্স।

এই অম্রিটেক্স পেতে চাইছিলো বিখ্যাত ভিলেন বিল গেট।
এই বেডার নাম বিল গেট।



এই বৃদ্ধ লোকটি হলেন বেনের দাদা। সে ছিলো মহাকাশ নিরাপত্তা সংস্থার নিরাপত্তা কর্মী।



এই দুই ছবিতে যে নারী চরিত্র কে দেখচেন সেটা হচ্ছে বেনের চাচাত্বো বোন। শহরে থাকে। যে বেন বাদে যে ছেলে চরিত্র দেখেছেন সে আগে ভিলেন ছিলো। পরে বেনের চাচাত্বো বোনরে প্রেমের টানে ভালো মানুষ হয়ে যায়। এই ভালো মানুষটি ওয়ার্ক সর্পে পারোদর্শী।



বিজ্ঞানীর মত যে সাদা এপ্রোন পড়ে আছে সে এক সময় বিজ্ঞানী ছিলো। সে টাইম মেশিন বানাতে চাইছিলো। কোন এক দুর্ঘটনায় তার টাইম মেশিন নষ্ট হয়ে যায়। পরে ঘটনা প্রবাহে এই বিজ্ঞানী টাইম ট্রাবলার হয়ে যায়। এই বেডায় বেন কে প্রয়োজন বোধে বিভিন্ন টাইম লাইনে নিয়ে যায়।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি নিনজা টার্টেলস এর ভক্ত ছিলাম। বিটিভিতে দেখাতো এক সময়। আমি এবং আমার ছেলে, দুইজনের কেউই বেন১০ পছন্দ করি না। আমার ছেলের ভাষায়, ও স্ট্যাবল না, খালি চেঞ্জ হয়!

২| ২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৭

ইসিয়াক বলেছেন: এখনও বেন টেন দেখেন? আমার পছন্দ রিওক্যানডো, পাপাই, ওগি আর টম এন্ড জেরি।

২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৮:১৪

নাহল তরকারি বলেছেন: পাপাই ও দেখেন?

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১১

সোবুজ বলেছেন: কার্টুন দেখে সময় নষ্ট না করে আল্লাহপাকের নাম জপ করলে অনেক উপকার হবে।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৩

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: বেন টেন আমার ভালো লাগে না। আমার ভালো লাগে ফ্লিন স্টোন ফ্যামিলি।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৪

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ক্যাপ্টেন প্লানেট থেকে এক্স ফাইলস সাথে ইত্যাদি ।
সবচেয়ে প্রিয় থান্ডার ক্যাটস আর মাক্গাইভার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.