নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

আমি যখন ছোট ছিলাম তখন যে কার্টুন দেখেছি।

২৫ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২৪

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একটু বিবরণ দিতে পারতেন।

২৫ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

নাহল তরকারি বলেছেন: লেখা পড়ার সময় আছে?

২| ২৫ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:




আপনি কি এখন বড় হয়েছেন?

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১২

মোঃ আলী জোহেব শাহরিয়ার বলেছেন: আহা, মিনা-রাজু ছিলো খুব ফেভারিট। তখন তো আর এখনকার মতো ক্যাবল টিভির চল ছিলো না। ছিলো শুধু বিটিভি। আমাদের ছোটো থেকে বেড়ে ওঠাটাই হয়েছে বিটিভির হাত ধরে। তখন মিনা-রাজু দেখার জন্য এক প্রকার মুখিয়ে থাকতাম। মিনা রাজুর ইন্ট্রো মিউজিকটা এখনো কানে বাজে। তাছাড়া প্রতিদিন বিটিভিতে বেশ মানসম্মত নাটক দেখাতো, তা দেখতাম। আব্বুর সাথে বসে খবর দেখতাম। সে সময়কার দিনগুলোই অন্য রকম ছিলো। জীবন তখন এখনকার মতো এতো জটিল ছিলো না। যাই হোক, আপনার পোস্টটা দেখে ফ্ল্যাশব্যাকে চলে গিয়েছিলাম। ধন্যবাদ আপনাকে।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১৯৮৫-৮৬ সালের দিকে Teenage Mutant Ninja Turtles দেখাতো। পাপাই ৯০ এর দশকের শেষে বড় হয়ে দেখেছি। এছাড়া ছোটবেলায় ৭০ ও ৮০ এর দশকে দেখেছি Atom Ant, Shejan, Scooby-Doo, Thunder Cats, Spider Man, He-Man and the Masters of the Universe, The Bugs Bunny & Tweety Show, Mighty Mouse, The Woody Woodpecker Show, G.I. Joe, Tom & Jerry, Defenders of the Earth.

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন: লেখা পড়ার সময় আছে?



নিনজা টারটেলস দেখে ঢুকে ছিলাম। এই পোষ্টটা আমার আগ্রহের বিষয় ছিল। এরপর দিয়েন সময় নিয়ে পড়বো।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৫

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫১

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: বিটিভির জন্মদিনে শুধুই কার্টুন নিয়ে পোস্ট দিলেন ?

৮| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৭

রাজীব নুর বলেছেন: পোষ্টি আরো সুন্দর করা যেত।

৯| ২৬ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:০৫

বিটপি বলেছেন: টম এন্ড জেরী, উডি উডপেকার, বাগস বানি, লুনি টিউন্স - এগুলা কই গেল?

১০| ২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৯

মেহেদি_হাসান. বলেছেন: আমি এখনো জাপানের কার্টুন, এনিমি দেখি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.