নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
ইনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্ট মাষ্টর। ভবেরচর পোস্ট অফিস, গজারিয়া, মুন্সিগজ্ঞ। ইনি মাষ্টার রুলে কাজ করে। আমি এক সময় পোস্ট মাষ্টারের সাথে সময় কাটাতাম। দেখতাম rokomari.com খেকে বই আসতো। তারপর বিভিন্ন ঔষুধ আসতো। যেমন: যৌন দুর্বলতা, মিলণের অক্ষমতা, মোটা হউন, চিকন হউন ইত্যাদি।
তার মত যারা মাষ্টার রুলে চাকরি করে তারা খুব মানবেত জীবন যাপন করছে। তাদের কে চাকরি স্থায়ী করন করা দরকার। করাণ আমরা স্বাধীন বাংলাদেশে আছি। আমারা ইংরেজ এর গোলাম না। তাই ইংরেজদের রেখে যাওয়া আইন মানবো না। বাংলাদেশে সরকারের উচিৎ ইংরেজ আইন বাতিল করে নতুন যুযোপুযুগি আইন তৈরি করা।
পোস্ট অফিস উন্নত করণে বাংলাদেশ সরকার যা করতে পারে:
০১। উপজেলা/থানা পোস্ট মাষ্টার বিসিএস ক্যাডার থেকে নেয়া উচিৎ।
০২। ব্রঞ্চ পোস্ট মাষ্টার ইন্টার পাশ থেকে নেয়া উচিৎ।
০৩। ই- কমার্স এর মালামাল পোস্ট অফিস থেকে নিতে হবে।
০৪। ভাঙ্গা ঝুকিপূর্ন পোস্ট অফিস কে মেরামত করিতে হবে।
পোস্ট অফিসে যা যা সেবা আছে:
রেজিষ্ট্রি: যে কোন চিঠি রেজিষ্ট্রি করে পাঠানো যায়।
মানি ওর্ডার: এই সিস্টেমে টাকা পাঠানো যায়।
জিইপি: উপজেলা পোস্ট অফিস এর অধীনে যে সকল এলাকা আসে সে সব এলাকার জন্য জিইপি সার্ভিস।
পার্সেল সার্ভিস: এই সার্ভিসের মাধ্যমে যে কোন পন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো যায়।
০২ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১০
নাহল তরকারি বলেছেন: রেল নিয়েও লিখেছি।
০১। Click This Link
০২। Click This Link
২| ০২ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪১
ঋণাত্মক শূণ্য বলেছেন: যত সময় আমরা পুরা জাতীকে মন থেকে উন্নত না করতে পারছি; কোন কিছুতেই কিছু হবে না।
৩| ০২ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৩
ইমরোজ৭৫ বলেছেন: পোস্ট অফিস অনেক ভালো। আমিও রকমারি থেকে বই অর্ডার করি। এবং ১ সপ্তাহের মধ্যে পেয়ে যাই। পোস্ট অফিসের মান খারাপ না। তবে স্বাধীন বাংলাদেশে পোস্ট অফিস সহ বেশ কিছু অফিস ব্রিটিশ আইন দিয়ে চলছে। আমি মনে করি এখন আমরা স্বাধীন। ব্রিটিশ আইন দিয়ে আমারা কেন চলবো!
তাই পোস্ট অফিসের বেশ কিছু সংস্কার করা দরকার।
৪| ০২ রা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৬
জ্যাকেল বলেছেন: পোস্ট অফিস নিয়ে বহু ক্রিয়েটিভ উপায় আছে মেধাবী/বুদ্ধিসম্পন্ন সরকারী আমলাদের। কিন্তু ইহাদের তো খাই-খাই। এইসকল ভাববার কি সময় আছে?
০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৪
নাহল তরকারি বলেছেন: ক্রিয়েটিভ আমলাদের কেউ পাত্তা দেয় না।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: রেল হলো দূর্নীতির আখড়া।
তার এই অবস্থা কেন?