নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
আমি এখন আমার নানীর বাড়িতে। অনেকদিন পর আমি নানীর বাড়িতে। নানীর বাড়িতে আমি SSC, HSC, এবং অনার্স পাশ করি। স্বাভাবিক ভাবেই এখানে আমার অনেক স্মৃতি ও আবেগ কাজ করে।
এখানে যে জানালা দেখতে পারছেন তা দিয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দেখা যায়। আমি ২০১৯ সালের ঈদ-উল-ফিতরের আগের দিন এই রাতে জানালায় বসে ছিলাম। আর গাড়ি গুনতে ছিলাম। দেখলাম একটি এম্বুল্যান্স ঢাকার দিকে যাত্রা করছে।
আমি তখন মনে মনে ভাবলাম এখন রমজান শেষ হলো। কে যেন অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল ভর্তি হতে যাচ্ছে। হতে পারে অন্য কোন হাসপাতালে ভর্তি হতে যাচ্ছে। এম্ব্যলেন্স চালক পেটের দায়ে হউক বা মানবতার জানে হউক সেই রোগীকে সাহায্য করছে।
এই ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আমার জীবনে অনেক ভাবে সাহায্য করছে। এটা না হয় অন্য কোন ব্লগে বলবো।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৪
সেডরিক বলেছেন: তরকারি সাহেব, ব্যস্ত রাস্তায় লক্ষ্য করলে শত শত কাহিনী চোখে পরে। কারো হাসি, কারো কষ্ট, কারো দুশ্চিন্তা। সবার জীবনের গল্প আলাদা ও ইন্টারেস্টিং। আপনার বাকি গল্পো পড়ার অপেক্ষায় রইলাম।
৩| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১:১৩
চাঁদগাজীর সমর্থকগোষ্ঠী বলেছেন:
আপনি অন্য কোন ব্লগে লিখেন কি? নাকি ব্লগপোস্টে লেখার কথা বলছেন?
৪| ০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫৬
আলমগীর সরকার লিটন বলেছেন: আপনার ভাগ্যটাই খুবি চমৎকার নানার বাড়িতে পড়শুনা ভাল থাকবেন
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৩
ইসিয়াক বলেছেন: এই রুমে এখন আর কেউ থাকে না? রুমটা অগোছালো মনে হলো। যাহোক জানালা খুলে দেন ঘরে আলো বাতাস ঢুকুক