নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

করোনা ভাইরাস। টীকা এবং এসএমএস

২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:০৫



যখন কেউ প্রথম টীকা নেয় তখন এই QR Code স্ক্যান করার নিয়ম। তা নাহলে পরবর্তী ডোর্জের এসএমএস আসবে না। আমি যখন প্রথম করোনা ভাইরাসের টীকা গ্রহন করি সেদিন আমার টীকা কার্ড এর QR Code বেডারা স্ক্যান করে নাই। যার ফলে পরবর্তী ডোজের এসএমএস আসে না। পরে Online এ নিবন্ধন ট্যাস্টার্স দেখলাম। দেখি আমি যে টীকা নিছি এটা অনলাইন জানে না। ফলে এসএমএস আসে নাই্। পরে আবার টীকা কেন্দ্র গিয়ে QR Code স্ক্যান করি। পরে আবার ঠিক মত SMS এসেছিলো।

আর স্কুলে গেলে করোনা হবে। আর বাচ্চারা খেলার মাঠ, শপিং মল, বাজারে গেলে করোনা হবে তা কিন্তু না। কারন স্কুলে গেলে যদি কোন ছাত্র ছাত্রীর করোনা হলে সেটার দায় সরকারের হবে। আর সেই ছাত্র বা ছাত্রী মাঠে, বাজারে শপিং মলে গেলে করোনা হলে সেটার দায় তার নিজের। সরকারের না। তাই সরকার স্কুল বন্ধ করে দিয়েছে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৩০

ঋণাত্মক শূণ্য বলেছেন: একটা বুস্টার নিছি; শুনতেছি আরও একটা খুব শিগ্রহী নেওয়া লাগবে। হয়ত আরও ১০টাও নেওয়া লাগতে পারে।

স্কুল কোন কারণে বন্ধ হয়ে যাবে; স্কুলে যাওয়া লাগবে না; এইটা যে ছোটবেলায় কত স্বপ্ন দেখতাম। এখন কান্দন আসে; কেন এই সময়ে ছোট হইলাম না!

আপনার কথার সাথে একমত; তবে প্রশ্ন হচ্ছে, সরকার কি আসলেই কোন কিছুতে দ্বায়িত্ব নেয়?

২৬ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩১

নাহল তরকারি বলেছেন: সরকার তার কর্মচারীর মাধ্যমে কাজ করে।

২| ২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৩

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আপনি ও সরকার দুজনেই উচিত কাজ করেছেন ।

২৬ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩১

নাহল তরকারি বলেছেন: সরকার কে সাহায্য করা আমাদের সবার দায়িত্ব।

৩| ২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:৪৫

নীল আকাশ বলেছেন: আপ্নার মতো একই কান্ড আমারও ঘটেছিল। কেন্দ্রে যেয়ে ঠিক করে নিয়ে আসতে হয়েছিল।

২৬ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩২

নাহল তরকারি বলেছেন: আমার মত আমাদের সরকারি স্টাফ কোয়ার্টারের দুইজন আঙ্কেলের এই অবস্থা হয়েছিলো্

৪| ২৬ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৫

ইসিয়াক বলেছেন: আমারও একই সমস্যা হয়েছে। এতদিনে ব্যপারটা পরিষ্কার হলো। চার মাসের অধিক সময় পার হয়ে গেছে আমার দ্বিতীয় ডোজের মেসেজ আসে নি। কি একটা অবস্থা!!

২৭ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৫

নাহল তরকারি বলেছেন: টিকা কার্ডে যেই QR Code স্ক্যান করা আর না করার মধ্যে ঝুলে আছে আপনার আর আমার এসএমএস আসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.