নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
আমি একদিন সোনালী ব্যাংকের ভবেরচর শাখা থেকে ATM কার্ড করতে যাই। ব্যাংকের দাড়োয়ান কে জ্ঞিগাসা করলাম ATM কার্ড করে কোন কর্মকর্তা?
দাড়োয়ান অবজ্ঞার সুরেই বললো কি কার্ড? ন্যাশলাল আইডি কার্ড? এটা তো উপজেলা নির্বাচন অফিসে যান।
তারপর আমি বললাম আরে ন্যাশনাল আইডি কার্ড না? ATM Card.
ATM কার্ড আমাগো এখান থেকে দেয় না। এটা করতে হলে ঢাকা হেড অফিসে যেতে হবে।
আমিও ছাড়ার পাত্র না। আমি এক কর্মকর্তার কাছে যাই। এবং আমি বললাম আমি ATM Card করবো। তারপর উনি ভদ্রভাবেই বলেছেন আপনি উমুক কাউন্টারে যান। পরে যথারীতি নিয়মে ATM Card করলাম লোকাল শাখা থেকে।
৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৮
নাহল তরকারি বলেছেন: মাছ ব্যাবসায়ী জাল চিনে না। ব্যাপারটা এমন।
২| ২৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: দেশে কি ব্যাংকের অভাব?
৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩১
নাহল তরকারি বলেছেন: দেশে অনেক ব্যাংক থাকতে আমি সোনালী ব্যাংকে একাউন্ট খুললাম কেন, এটাই তো প্রশ্ন?? ভাই সোনালী ব্যাংকের শাখা বাংলাদেশের প্রত্যেক উপজেলা বা থানাতে আছে। আর আপনি রুপালী বলুন বা যমুনা বলুন বা জনতা ব্যাংক বলুন। তাদের এতটা শাখা নাই যতটা সোনালী ব্যাংকে আছে। আশা করি বুঝতে পেরেছেন।
৩| ২৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৯
রিফাত হোসেন বলেছেন: security personal এই বিষয় নাও জানতে পারে। এটা বাংলাদেশ আপনি ভুলে যাচ্ছেন। অনেকে এখনো atm card চিনেই না বা ব্যবহার করে না। ছোটলোক না বললেও পারতেন।
৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩২
নাহল তরকারি বলেছেন: ভাই তিনি অবজ্ঞা সূচক করে কথা বলেছিলো।
৪| ২৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন: দারোয়ান NID card বোঝে
আর ATM card বোঝেনা
ওরে বান্দরবান পোস্টিং দেয়া
হোক, বান্দরের সাথে
থাকলে ATM card কি
তখন বুঝবে!
৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩২
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
৫| ২৯ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৮
লিংকন১১৫ বলেছেন: চিনে ঠিকি
কিছু খাইতে চায়ছিল আর কি
৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৩
নাহল তরকারি বলেছেন: বেডায় কিছু চায় নি।
৬| ২৯ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩১
কুশন বলেছেন:
দারোয়ান জাতীয় ইউনিভার্সিটির ব্যাচেলর হতে পারে।
৭| ২৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:১১
না ই বললাম বলেছেন: আসলে বেশ-ভূষা দিয়ে আমরা সহজেই মানুষকে বিচার করে ফেফি বলেই এ অবস্থা। আপনি যদি স্যুটেড-বুটেড হয়ে পলিশড গাড়ি থেকে নেমে কিছু জিজ্ঞাসা করবেন তখন দেখবেন ঠিকই সবাই নত-গলায় কথা বলছে।
৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৩
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন?
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিক ছোটোলোকি বলে না, অজ্ঞতা বলা যায়। অবশ্য ব্যাংকের দাড়োয়ান যদি ATM Card না চেনে তাহলে তো সমস্যা।