নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

পাঁচ মিশালী ব্লগ

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৫









শরীলে যখন অসুখ হয় তখন আমরা ঔষুধ খেতে হয়। সে সময় আমাদের ঔষুধ খুব উপকারী। ঔষুধ বেশী খেলে আমাদের ক্ষতি হতে পারে। সময়ের প্রয়োজনে ব্রিটিশ আমল আর পাকিস্তান আমলে ছাত্র রাজনীতি ঔষুদের মত কাজ করেছে। তেমন ব্রিটিশ আমল আর পাকিস্তান আমলে ছাত্র রাজনীতি দরকার হলেও এখন আমাদের ছাত্র রাজনীতি দরকার নেই। ছাত্ররা কেন রাজনীতি করবে? ছাত্ররা লেখা পড়া করবে। বিসিএস ক্যাডার হবে। দেশ উন্নয়ন করবে। রাজনীতি তো করবে যুব সমাজ, শ্রমজীবিরা, আর রাজনীতি করবে অভিজ্ঞ লোকজনেরা।

আমাদের উচিৎ বিশ্ববিদ্যালয় গুলো ছাত্র রাজনীতি প্রভাব মুক্ত করা। যুব সংগঠন, পেশাজীবি সংগঠন, নারী সংগঠন, শ্রমিক সংগঠন ওরা করুক। কিন্তু রাজনৈতিক ছাত্র সংগঠন দরকার নাই।



আমাদের দেশে শিক্ষা ব্যাবস্থা খুব উদ্ভত। আমি শিক্ষা মন্ত্রী হলে প্রত্যেক উপজেলা বা থানায় ১টা সরকারি হাই স্কুল করতাম, আর প্রত্যেক ইউনিয়নে/ ওয়ার্ড এ একটি করে ভোকেশোনাল স্কুল আর ট্যাকনিকেল কলেজ করতাম। আর এমপিও স্কুল বন্ধ করে সেখানে সরকারি ভোকেশনাল স্কুলে রূপান্তর করতাম।

আর শিক্ষকদের প্রমোশনের ব্যাবস্থা করতাম। তাদের কে বিদেশে ট্যুরের ব্যাবস্থা করতাম। বেতন বাড়াতাম। গবেষণার জন্য ল্যাব দিতাম। লাগলে শিক্ষকদের পিএইচডি আনার জন্য খরচ আমি বহন করতাম।









আমার প্রিয় গাছ। বৈজ্ঞানিক নাম Pedilanthus tithymaloides.। এটাকে কলম করেছিলাম। শিকড় গজাইছে। সৃষ্টিকর্তা চাইলে আগামী ১০ দিনের ভেতরে এটা রোপনের যোগ্য হবে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৯

সোনাগাজী বলেছেন:



আপনি আমাদের বর্তমান জেনারেশনের রিপ্রেজেন্টটেটিভ!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৯

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১১

সোনাগাজী বলেছেন:



"শরীলে যখন অসুখ হয় তখন আমরা ঔষধ হয়।", আপনি কিভাবে এই বাক্য রচনা করলেন?

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: 2 নং মন্তব্যের সাথে সহমত বাক্যটা সংশোধন করা প্রয়োজন ঔষধ খাই হবে। দেশের এমপি মন্ত্রী তরুণ ,আধুনিক , সৎ, নীতিবান না হলে প্রতিটি সেক্টরে পরিবর্তন সম্ভব নয়।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২৮

এপোলো বলেছেন: দেশে একটা পরিবর্তন দরকার আছে। ছাত্র-ছাত্রীদের দিয়েই এই পরিবর্তন শুরু করতে হবে । এই পরিবর্তন হিসেবে রাজনীতিময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অরাজনৈতিক বানাতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির দরকার নাই ।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৭

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: প্রথম শ্রেণী থেকে বিষয় হিসেবে রাজনীতি,পাঠ্যপুস্তক চালু করা সময়ের দাবি ;)

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০১

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট টি আমি বুঝতে পারি নি।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: "শরীরে যখন অসুখ হয় তখন আমাদেরকে ঔষধ খেতে হয়" বাক্যটি এমন হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.