নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

৩য় বিশ্বযুদ্ধ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৯



ইউক্রেন আর রাশিয়া এর মধ্যে যুদ্ধ লাগার সম্ভবনা আছে। কারন রাশিয়া ইউক্রেন সীমান্তে সেনা ও ভারি যুদ্ধযান মোতায়েন করছে। এর মধ্যে আবার যুক্তরাষ্ট্র নাক গলানো শুরু করে দিচ্ছে। ২য় বিশ্বযুদ্ধের পর থেকে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র স্নায়ু যুদ্ধ চলছিলো সেটা আমাদের সকলের জানা।

এই স্নায়ু যুদ্ধ মনে হয় সামরিক যুদ্ধে রুপান্তর হতে বেশী ক্ষন সময় লাগবে না। আর এর মধ্যে ন্যাটো এখন খুব একটিভ মনে হচ্ছে ইউক্রেন আর রাশিয় যুদ্ধে।

সব মিলিয়ে বিশ্বযুদ্ধ লেগে যেতেই পারে। করোন ভাইরাস প্রাদুভার্ব এখনো যায় নি। কোথায় তারা ঔষুধ বানাবে, তা না করে যুদ্ধ শুরু করে দিয়েছে। যাই হউক, যুদ্ধ ভালো না।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: রাশিয়া মোটেও যুদ্ধে জড়াবে না। নিশ্চিন্ত থাকুন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৪

নাহল তরকারি বলেছেন: তাহলে তো ভালই হয়। তা নাহলে এক্কেবারে খবর আছে।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৮

মরুর ধুলি বলেছেন: দেখা যাক কি হয়!

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৪

নাহল তরকারি বলেছেন: যুদ্ধ না হলেই ভালো।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫২

বিটপি বলেছেন: রাশিয়া তো আর মুসলিম দেশ নয় যে আমেরিকার ঈমানী দন্ড দাঁড়াবে! ইরান হলে এতক্ষণে বুঝা যেত।

আফগানিস্তানে এসেই আমেরিকার যুদ্ধদন্ড ঝুলে পড়েছে। আর কখনও যুদ্ধে জড়ানোর সাহস করবেনা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

নাহল তরকারি বলেছেন: রাবণের বিরুদ্ধে রাম যুদ্ধ করেছিলো। শ্রি কৃষ্ণ ও কংশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। কারন অন্যায়ের বিরুদ্ধে সকলকেই যুদ্ধ করিতে হবে। সে যেই ধর্মেরই হোক না কেন?? তাই আপনার এই ইমানী দন্ড দাড়াবে এই কথাটি আমার পছন্দ হয় নি।

কোথাও অন্যায় হলে আপনাকেও সেটা ঠেকাতে হবে। যেমন চোর কে পেলে আমরা কি করি? পিটাই। ঠিক না। কেন পিঠাই কারন না পিটালে অন্যায় আটকানো যাবে না।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৭

বিটপি বলেছেন: আমি ইহুদী নাসারাদের ঈমানী দন্ডের কথা বলেছি। মুসলিম ছাড়া আর কারো কোন অন্যায় এরা দেখেনা। রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে সেটা নিশ্চয়ই অন্যায় হত, কিন্তু সেই অন্যায়ের জন্য কেউ তাকে দোষী করত না। তালিবানরা সেরকম কোন অন্যায় না করা সত্ত্বেও বীর পুঙ্গব আমেরিকা তাদের উপর কুকুরের মত ঝাঁপিয়ে পড়েছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.