নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

আমার ট্রেন যাত্রা

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২৯

কমলাপুর রেল স্টেশন। এখানে অনেক ট্রেন থামে ও ট্রেন চলে। আমি টাঙ্গাইল রেল স্টেশনে দেখলাম, এক গর্ববর্তী মহিলা ভীর সামলে ট্রেনে উঠতে পারেনি বলে ট্রেনে ওঠতে পারে নি। এটা কি রেলের সমস্যা নাকি গর্ববর্তী মহিলার ব্যার্থতা এটা আপনারা ভালো বুঝতে পারছেন। তবে ট্রেন যদি প্রত্যেটি স্টেশনে অন্তত তিন মিনিট থামতো তাহলে হয়তো সেই গর্ববতী মহিলাটি ট্রেনে ওঠতে পারতো। এখানে যে তালগাছ টি দেখছেন এটাতে আমার একটি স্মৃতি জরিয়ে আছে। আমি তখন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়তাম। হয়তো ৪র্থ শ্রেনীতে পড়তাম। তখন আমার উত্তর মুগদা থাকতাম। তখন কমলাপুর রেল স্টেশন হয়ে মুগদা যেতাম। তখন মাঝে মাঝে এই তাল গাছ টি দেখতাম।
ট্রেনের টিকেট অনলাইন থেকে বিক্রি শুরু হয় সকাল আটটা থেকে। আমি একদিন ৮ টা বাজে ট্রেনের টিকেট কাটার জন্য বসলাম। যাবতীয় অফসন টিপ দিতে দিতে আমার তিন মিনিট সময় লেগেছে। তখন দেখলাম সব টিকেট শেষ। মানে তিন মিনিটে অনলাইনে সকল টিকেট শেষ। এত তাড়াতাড়ি টিকেট কিভাবে শেষ হলো আমি বুঝলাম না।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: ভালো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০০

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৬

ইকারুসের-ডানা বলেছেন: আপনি পরবর্তীতে গাইবান্ধা না দিয়ে পীরগঞ্জ স্টেশন দিয়ে ট্রাই কইরেন। আশা করি টিকেট পাবেন। এইভাবে কেনো হয় জানিনা। তবে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি, চেষ্টা করতে পারেন পরবর্তীতে।

০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৫১

নাহল তরকারি বলেছেন: আচ্ছা ভাই।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

সোনাগাজী বলেছেন:


আপনি ব্লগ ফেলে কোথায় এতো আসা-যাওয়া করেন?

০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৫২

নাহল তরকারি বলেছেন: আমি ইন্টারভিউ দিতে গেছিলাম। ঢাকা তে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.