নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
আমি চা ভালোবাসি। তাই আমি আজ নতুন রেসিপি তে চা তৈরি করেছি। প্রথমে মাইক্রো ওভেনে পানি গরম করেছি। ফুটন্ত গরম। চাইলে আপনারা গ্যাসের চুলাতে রান্না করিতে পারেন। তারপর একটি মগে লেবুর রস নিবেন। পরে মধু ঢালবেন। তারপর গরম পানি দিবেন। তারপর চা এর টি ব্যাগ দিবেন। চা হয়ে গেলে খেয়ে নিবেন।
আমার কোন দিন পাতলা পায়খানা বা গ্যাসটিক হয় না। তাই আমি সকল প্রকার খাদ্য গ্রহন করতে পারি। আপনারা যদি আমার মত সক্ষম না হন তাহলে এই চা আপনার জন্য না।
২| ০৩ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৫
সোনাগাজী বলেছেন:
সবাই এইভাবেই লেবু চা তৈরি করেন, আপনি নতুন কি করলেন?
০৩ রা মার্চ, ২০২২ রাত ৮:০৮
নাহল তরকারি বলেছেন: মধু মিশ্রিত চা। কোন চা ওয়ালাকে লেবুর সাথে মধু দেয় নি।
৩| ০৪ ঠা মার্চ, ২০২২ রাত ১২:৫৩
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: গ্রিন টি খাওয়া শুরু করতে হবে ভাই । আম্রিকায় সবাই গ্রিন টি খায় । এতে বুদ্ধি বাড়ে । তুলসী চা খাইতে পারেন । আমি গ্রিন টি খাই কিন্তু আম্রিকায় থাকিনা , তবে বয়স বাড়ছে ,বুদ্ধিও বাড়ছে ।
ভালো থাকবেন ।
০৪ ঠা মার্চ, ২০২২ বিকাল ৩:১৩
নাহল তরকারি বলেছেন: আচ্ছা ভাই। আপনার সাজেশন আমি আমি চেষ্টা করবো।
৪| ০৪ ঠা মার্চ, ২০২২ দুপুর ১:১৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: এর পরের বার একটা কাজ করতে পারেন, চামচ দিয়ে একটু নেড়ে নিতে পারেন! আপনার লেখা থেকে মনে হয়েছে যে আপনি চামচ ব্যবহার করেন নাই!
০৪ ঠা মার্চ, ২০২২ বিকাল ৩:১৪
নাহল তরকারি বলেছেন: আচ্ছা ভাই।
৫| ০৪ ঠা মার্চ, ২০২২ বিকাল ৪:০৩
শায়মা বলেছেন: আমি মিল্ক টি, গ্রীন টি লেমন টি, তুলসী টি দুনিয়ায় যত টি আছে সব কিছুর সাথেই মধু মিশায় দেই।
চিনির বদলে মধু....
মধুর বদলে ঘর ভর্তি হয়ে যায়।
আল সিফার যেই লক লাগানো বোটল আছে সেসবও আমার অনেকককককককককককক ভালো লাগে।
০৪ ঠা মার্চ, ২০২২ রাত ৮:১২
নাহল তরকারি বলেছেন: তাই?
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৮
সোনাগাজী বলেছেন:
আপনি চাকুরীর রেজুমেতে ইহা যোগ করে দেন, টং চা-দোকানে একটি চাকুরী হয়েই যাবে।