নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

২০১১ সালের ফাল্গুন।

০৪ ঠা মার্চ, ২০২২ রাত ৮:৩১



২০১১ সাল। ফেব্রুয়ারি। তখন আমি এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম। তখন ফাল্গুন মাস ছিলো। আমার এসএসসি পরীক্ষা নিয়ে কোন দুঃচিন্তা ছিলো না। “হায় হায় আমার এ্+ ছুটে যাবে। আমি ভালো ভার্সিটিতে ভর্তি হতে পারবো না। এমন দুঃচিন্তা ছিলো না।” যার কারনে পরীক্ষার মাঝেতে আমি ফাল্গুন মাস খুব উপভোগ করেছি।

নাতীশিতোষ্ণ আবহাওয়া, আমের মুকুলের গন্ধ, প্রকৃতির সুন্দর সাজ আমার মন কে খুব আনন্দিত করেছিলো। সেই সময়টি কতই ভালো গেছে। যাই হউক। বিয়ের পরে আমাদের এই ফাল্গুন মাস প্রথম। আজ আমের মুকুলের সুভাস পেয়ে সেই ২০১১ সালের ফাল্গুনের কথা মনে পড়ে গেলা। কতই সুন্দর গেছে সেই জীবন গুলা।

আবর মনে করুন ২০১৬ সাল। অনার্স ১ম বর্ষের পরীক্ষা চলছিলো। ১৫ই ফেব্রুয়ারি আমার একটি পরীক্ষা ছিলো। পরীক্ষার সেন্টার পড়েছিলো সরকারি তোলারাম কলেজে। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে কাইকারটেক ব্রীজ পরে। এটা নারায়ণগজ্ঞের নাম করা ব্রীজ। সেখানে প্রেমিক প্রেমিকারা ফুসকা খাচ্ছিলো। সেদিন তারা খুব সুন্দর করে সেজেছিলো। ওদের মেকাপ আর খাওয়া দাওয়া দেখে আমার খুব ভালো লেগেছিলো। আমার সেই ২০১৬ সালের ফাল্গুন মাস ও ভালো লেগেছিলো যদিও ১ম বর্ষের পরীক্ষা চলছিলো।

যাই হউক কাইকারটেক এর হাট বসে। এই হাট ১০০ বছর পুরানো। এখানে আগে নৌকাও বেচা কেনা হতো।




কাইকারটেক ব্রীজ, মোগরাপাড় ইউনিয়ন, সোনারগাওঁ, নারায়ণগজ্ঞ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২২ রাত ৮:৫৪

সোবুজ বলেছেন: ফাগুন এসেছে বনে বনে

০৫ ই মার্চ, ২০২২ সকাল ৯:৩১

নাহল তরকারি বলেছেন: ঠিক।

২| ০৪ ঠা মার্চ, ২০২২ রাত ৯:২৩

শূন্য সারমর্ম বলেছেন:

ব্রীজে বসে আপনি ফুচকা খেয়েছেন?

০৫ ই মার্চ, ২০২২ সকাল ৯:৩২

নাহল তরকারি বলেছেন: আমার সেই ব্রীজে ফোসকা খবার সৌভাগ্য হয় নি। কারন আমি সিএনজি করে সোনারগাওঁ এর মোগরাপাড় বাসস্ট্যান্ডে যাচ্ছিলাম।

৩| ০৪ ঠা মার্চ, ২০২২ রাত ১০:০৪

শায়মা বলেছেন: সব ফাগুনই আমার ভালো লাগে।

আজও একই রকম প্রিয় রিতু ফাল্গুন......

০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৪

নাহল তরকারি বলেছেন: তাই।

৪| ০৪ ঠা মার্চ, ২০২২ রাত ১০:০৫

সোনাগাজী বলেছেন:



২০১১ সালে ফেব্রুয়ারী মাস ছিলো না; সেই বছর ছিলো ১১ মাসের বছর।

০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৪

নাহল তরকারি বলেছেন: আমি জানতাম ১৮ মাসে বছর হয়। আপনার কথাতে আজ জানতে পারলাম ১১ মাসে বছরও হয়।

৫| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৮

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।

৬| ০৫ ই মার্চ, ২০২২ রাত ৯:০৯

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া একটা কমেন্ট পড়ে আর তার জবাব পড়ে হাসতে হাসতে মরলাম আমি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.