নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির পাতায় পহেলা বৈশাখ

১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৩



২০১৯ সাল। পহেলা বৈশাখের আগের দিন। আমার অনার্স ফাইনাল পরীক্ষা। মোগড়াপার (নারায়ণগজ্ঞ) থেকে গৌরিপুর (কুমিল্লা) পযর্ন্ত খুব জ্যাম। আমার পরীক্ষার আসন পড়েছে সরকারি তোলারাম কলেজ এ। আমাদের ভবেরচর বাস ট্যান্ড থেকে দাড়িয়ে আছি। জ্যামের ঠেলায় গাড়ি সামনে দিকে যাচ্ছেই না। যাই হউক। হেটে হেটে মেঘনা ব্রীজ পযর্ন্ত গেছি। পরে সিএনজি দিয়ে মোগরাপাড় পযর্ন্ত। পরে মোগরাপাড় থেকে নারায়ণগজ্ঞ।

আমার এই দিনের কথা মনে পড়বে। কারন পরীক্ষার উপস্থিত হতে পারবো কিনা সেই চিন্তায় অর্ধেক শক্তি নাই হয়ে গেছে। আরো অর্ধেক শক্তি অপচয় হযেছিলো পরীক্ষার হলে পৌছানোর ক্ষেত্রে।


২০২০ সালে আমি সিরাজগজ্ঞে আটকা পড়েছিলাম। আমার ছোট ভাই মেডিকেলে পড়ে। আমার ছোট ভাই এর পড়ার সুবিধার্থে আম্মু সিরাজগজ্ঞে বাসা ভাড়া করে থাকতেন। ২০২০ সালের করোনা ভাইরাসের মহামরি পর্যায়ে চলে গিয়েছিলো সেটা আপনারা সবাই জানেন। সব স্থানে লক ডাউন। ঘর থেকে বাহির হওয়া যাচ্ছিলো না। তাই ২০২০ সালের পহেলা বৈশাখ ঘরেই কাটিয়ে দেই।

২০০৮ সালে আমি ক্লাস এইটে পড়তাম। এদিন আমি বন্ধু বান্ধবের সাথে কাটিয়ে দেই। আর বিশেষ কিছু মনে পড়ছে না।



আমাদের এলাকাতে একটি EPZ হবার কথা ছিলো। সে জন্য একটি এরিয়া কে গুছানো হচ্ছিল। এই স্থান এক সময় দর্শনীয় স্থান হয়ে ওঠেছিলো। আমি আর আমার কাইয়ুম ভাই এই EPZ এ যাই। আমাদের মত অনেক তরুন, তরুনী, স্বামী স্ত্রি, ভাই বন্ধু সবাই গিয়েছিলো।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৪

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর লেখা।

২| ১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাইকে রমজানীয়
বাংলা নববর্ষের শুভেচ্ছা...

১৪ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪৩

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৩| ১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৫

সোনাগাজী বলেছেন:



আপনার সময় মাপার শুরু হয় অনার্স পরীক্ষাকে সময়ের শুরু হিসেব করে, আর স্হানের হিসেব শুরু হয়ে নানীর বাড়ী হিসেবে; এই ২টা এখন ধ্রূব, বাকীগুলো ঠিক করেন।

১৪ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪৪

নাহল তরকারি বলেছেন: আমার জীবনের মূহুর্ত গুলো ঐ স্থান ও টাইমলাইনে।

৪| ১৫ ই এপ্রিল, ২০২২ ভোর ৪:৪৬

অধীতি বলেছেন: প্রকৃতির ছবিগুলো অনিন্দ্য। স্মৃতি বিষয়টাই বাঁচিয়ে রাখে আমাদের।

৫| ১৫ ই এপ্রিল, ২০২২ সকাল ৭:৩৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নিচের ছবিগুলো সুন্দর আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.