নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
ছবিটি সংগ্রহিত। ছবিটি CNSBD এর ট্রেনের টিকেটের পূর্বের রুপ।
আমি একদিন অনলাইনে টিকেট কাটার জন্য চেষ্টা করছিলাম। ৭টা বাজে বসেছি টিকেট কাটতে। ওদের ওয়েব সাইডে দেখি ৮টা আগে টিকেট বিক্রি হবে না। যাই হউক আমি ৮ টা ১ এ টিকেট ক্রয় করার জন্য লেপটপ নিয়ে বসেছি। দেখি সার্ভার স্লো হয়ে গেছে। ৫ মিনিট সার্ভার কাজ করে নাই। পরে ৮টা ৬ এ দেখি সব টিকেট শেষ। এই পাচ মিনিটে সকল টিকেট কিভাবে শেষ হয়ে গেলো আমি বুঝলাম না। তখন এই রেলওয়ে কে ট্রেনের টিকেট অনলাইনে বিলি করার জন্য cnsbd ট্যাকনিকেল সার্পোট দিতো।
এখন সহজ ডট কম অনলাইনে ট্রেনের টিকেট বিলি করার জন্য ট্যাকনিকেল সার্পোট দিচ্ছে। cnsbd থেকে সহজ ডট কম এ আসলো। কিন্তু সমস্যার সমাধান তো হয় নি। ঐ ট্রেনের টিকেট সব কালোবাজারে চলে যায়।
এই সমস্যা সহাধানের জন্য কার নিকট দৃষ্টি আকর্ষন করবো বুঝতাছি না।
২| ২৭ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৪
সোনাগাজী বলেছেন:
আপনি ট্রেনের ১টা বগি কিনে ফেলেন, এতে যদি সমস্যার সমাধান হয়।
৩| ২৭ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪২
বিটপি বলেছেন: সমস্যা সমাধানের সুন্দর সুন্দর বিকল্প আছে। কিন্তু কর্তৃপক্ষের সদিচ্ছা নাই। তাই কোন বিকল্পই কাজ করবেনা। ট্রেনের টিকেটে লগইন নাম অথবা এনআইডি নম্বর মুদ্রিত থাকলে কালোবাজারী হবার কন চান্সই থাকেনা।
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:২৪
ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।