| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাহল তরকারি
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
একটি ডায়েরি। আমি নিয়মিত ডায়েরি লেখি। ২০০৯ সালে আমি ক্লাস নাইনে পড়তাম। তখন আমাদের ইংরেজী স্যার বলেছিলেন আমাদের ডায়েরি লেখতে। তাও ইংরেজিতে। উনি সেটা নিয়তিম দেখবেন।
আমি লেখতাম। কিন্তু স্যার সেটা চেক করিতেন না। যা হউক। তার পর থেকে আমি বাংলাতে ডায়েরি লেখা শুরু করি।
ডায়েরি পড়ে মনে পড়ে গেলো আমার এসএসসি ফরম ফিলাপের কথা। ২০১০ সালের ডিসেম্বরে আমার নানা মারা যায়। তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তাকে গার্ড অব অনার দেয়া হয়েছিলো।
তারপর আমার মনে পড়ে যায় এসএসসি পরীক্ষার কথা। তার পরের অবসরকালীন সময়ের কথা। তারপর ইন্টার দিলাম। ২০১৫ সালে সোনারগাওঁ কলেজে অনার্সে ভর্তি হলাম। কি মজাই না করেছিলাম, অনার্স লাইফে।
তবে বিয়ের পরে কোন কিছু লেখি নাই। এখন আবার ডায়েরি লেখবো।
২৫ শে মে, ২০২২ বিকাল ৪:২৯
নাহল তরকারি বলেছেন: আমার এসএসসি ২০১১ সালে। আর এইচ এস সি ২০১৩ সালে। কিন্তু এই ২০১৩ সালে আমার গেপ যায়। ২০১৪ সালের অগাষ্ট মাসে রেজাল্ট দেয় এবং আমি পাশ করি। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং ভর্তি মিলিয়ে ২০১৫ সালের মার্চ পযর্ন্ত নিয়ে যায়।
আমাদের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে। তাছাড়া আমার ডায়েরি মাইন্সে পড়বে, আমি জানি। তাই অতি গোপনীয় ডায়েরিতে লেখি না। আজকে এই সপ্নে দেখেছি। আজ বিয়ে খেতে গেছিলাম। আজ তো অনার্স এর রেজাল্ট দিয়েছে। এই জাতীয় কার্যক্রম লিখে থাকি। এতে মরে মায়ের বকুনি আর বউ এর রাগ থেকে মুক্ত থাকতে পারবো।
২|
২৫ শে মে, ২০২২ বিকাল ৪:০০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ডাইরীতে গোপন কিছু লিখলে সেটা একসময় বিপদের কারণ হয়ে দাড়ায়।
২৫ শে মে, ২০২২ বিকাল ৪:৩১
নাহল তরকারি বলেছেন: আমার ডায়েরি আম্মুও পড়তে পরে। এই ভেবে অনক কিছু লিখি নাই। জাস্ট যেগুলো লেখা যায় সেগুলো লেখতাম। যেমন আজ উমুক পরীক্ষা গেছে। আজ উমুক ভাই এর সাথে দেখা। ইত্যাদি।
আমি গোপন জিনিস লেখলাম আর সেটা আম্মু পড়ে ধমক লাগবে। এত বোকা আমি না।
৩|
২৫ শে মে, ২০২২ বিকাল ৫:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আমার ডায়েরি আম্মুও পড়তে পরে। এই ভেবে অনক কিছু লিখি নাই। জাস্ট যেগুলো লেখা যায় সেগুলো লেখতাম। যেমন আজ উমুক পরীক্ষা গেছে। আজ উমুক ভাই এর সাথে দেখা।
আজ উমুক ভাই এর আড়ালে উমুক বইন নাই তো?
আপনাদের দাম্পত্য জীবনে ফাটল ধরলো কিসের জন্য?
দুঃখিত হওয়া ছাড়া আর কিছু বলার নাই!
২৬ শে মে, ২০২২ রাত ৯:২৯
নাহল তরকারি বলেছেন: আমার বউ এর মনে তার প্রন্তন প্রেমিকের জন্য মায়া জন্মাইছে। তাই চলে গেছে।
৪|
২৫ শে মে, ২০২২ বিকাল ৫:৫৬
বিটপি বলেছেন: রেইনবো ডায়েরী নামে একটা অ্যাপ্স আছে মাইক্রোসফট স্টোর এবং গুগল প্লে'তে। আপনি সেখানে আপনার গোপন কথা লিখে রাখতে পারেন। কেউ পড়বেনা।
৫|
২৬ শে মে, ২০২২ রাত ১২:১৫
রূপক বিধৌত সাধু বলেছেন: বিয়ে করে আবার ছাড়াছাড়ি পর্যায়ে চলে গেছে? অথচ আমি আপনার সিনিয়র হয়েও বিয়ে করতে পারলাম না। আফসোস।
২৬ শে মে, ২০২২ রাত ৯:৩১
নাহল তরকারি বলেছেন: বিয়ে করার দরকার নাই।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০২২ বিকাল ৩:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এস্এসসি পাশ করার পর ইন্টার পাশ করতে
চার বছর লাগলো কি কারণে?
বিয়ের পর ডাইরী না লিখে ভালো
করেছেন! বউ যদি জানে কি মজা
করেছেন গোপীদের সাথে তা হলে
খবর আছে!!