| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাহল তরকারি
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
এক বেডার দুই বউ ছিলো। ছোট বউ আবার আরেকজনের সাথে প্রেম ছিলো। একদিন সেই বিবাহিত বেডায় মারা যায়। এলাকাবাসী মনে করেছিলো প্রেমিক ছোট বউ কে বিয়া করবে। প্রেমিক সবাই কে তাক লাগিয়ে বড় বউ কে বিয়ে করে।
সবাই এলাকাবাসী কে প্রশ্ন করে আপনার তো ছোট বউ এর সাথে প্রেম ছিলো; তাহলে কড় বউ কে বিয়ে করলেন কেন?
লোকটি জবাব দিলো “আমি বড় বউ কে প্রথম প্রোপজ করেছিলাম। সে আমাকে রিজেক্ট করে দেয়। আর ছোট বউ আমার প্রোপজ গ্রহন করে। সে মেয়ে পরকীয়া করে সে আমারে ছেড়ে অন্য পুরুষের সাথে লাইন করবে না সেটার প্রমান কি? আর বউ যে আমাকে ছেড়ে অন্য কারো সাথে প্রেম করবে না সেটা আমার বিশ্বাস হয়ে গেছে।”
২|
০৬ ই জুন, ২০২২ বিকাল ৪:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার বউ এর কি খবর?
৩|
০৬ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যারা দুই নায়ে পা দেয়
তাদের পরিণতি এমনই
হয়।
ব্লগ এখন পরনিন্দা
কুতস্যা রটণার চারণ
ভূমি! মডারেশন টিম
নীরব!
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০২২ বিকাল ৩:৩৮
ঋণাত্মক শূণ্য বলেছেন: এই গল্প শুনেতো ওপাড়ায় আগুন লেগে যাওয়ার কথা। তাদের হিসাবেঃ
১. এই ব্যাটাই ফাজিল। অন্যের বউকে প্রেমের অফার দিছে।
২. এই ব্যাটা প্রতারক। বিয়া না করার ইচ্ছা থাকা সত্বেও প্রেমের অফার দিছে।
৩. এই ব্যাটা মহা বেয়াদব। একজনকে বিয়ার আশ্বাস দিয়া দ্বিতীয়জনকে বিয়া করছে।
৪. পরকীয়া একটা মহান কাজ। সব মানুষ এটা পারে না।
৫. পরকীয় ব্যক্তি স্বাধীনতা (যদি মেয়ে করে)। আমার যদি আমার পার্টনারকে ভালো না লাগে তো অন্য দিকে নজর দিতেই পারি। অপর দিকে পুরুষ তো নারী লোভী, তাই তাদের পরকীয়া করা অপরাধ।
গল্প ডিলিট মারেন!