নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

সে তার এসএসসি সার্টিফিকেট ও জাতীয় পরিচয় পত্র হারিয়ে ফেলে

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫২



ইহা একটি কাল্পনিক ঘটনা। এটা বাস্তবের সাথে কোন মিল নাই।

এক দেশে ছিলো এক ছেলে। এই ছেলের নাম জুম্মান। সে তার এসএসসি সার্টিফিকেট ও জাতীয় পরিচয় পত্র হারিয়ে ফেলে। এসএসসি সার্টিফিকেট ও জাতীয় পরিচয় পত্র হারিয়ে ফেলার কারনে সে খুব দুঃচিন্তাগ্রস্থ। একজনে তাকে পরামর্শ দেয় থানায় জিডি করার জন্য। সে চিন্তা করে থানায় জিডি করলে পুলিশ তাকে এসএসসি সার্টিফিকেট ও জাতীয় পরিচয় পত্র খুজে দিবে। ছেলেটি জিডি করলো। সে তো আশায় আছে পুলিশ তার হারিয়ে যাওয়া জিনিস খুজে দিবে।

পরে আরেকজন তাকে পরামর্শ দেয়। জিডির পাশাপাশি পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিতে হবে। যেই ভাবা সেই কাজ। সে একটি হারানো বিজ্ঞপ্তি দিয়েছে। আর সে আশায় আছে; কেউ এই বিজ্ঞপ্তি পড়বে ও তাকে তার হারিয়ে যাওয়া জিনিস পৌছে দিবে।

এখনো সে আশায় আছে। কেউ তাকে ফোন করবে। এবং বলবে “ভাই আপনার হারিয়ে যাওয়া জিনিস পেয়েছি। এসে নিয়ে যান।”

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০৪

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০৯

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২০

রেজাউল৮৮ বলেছেন: ঐ দেশে ছিলো এক মেএ। এই মেএর নাম রিআ। সে জুম্মানের এসএসসি সার্টিফিকেট ও জাতীয় পরিচয় পত্র কুরায়ে পায়। এসএসসি সার্টিফিকেট ও জাতীয় পরিচয় পত্র কুরায়ে পেয়ে সে খুব দুঃচিন্তাগ্রস্থ। একজনে তাকে পরামর্শ দেয় থানায় জিডি করার জন্য। সে চিন্তা করে থানায় জিডি করলে পুলিশ এসএসসি সার্টিফিকেট ও জাতীয় পরিচয় পত্রের মালিককে খুজে দিবে। মেয়েটি জিডি করলো। সে তো আশায় আছে পুলিশ জুম্মানকে খুজে দিবে।

পরে আরেকজন তাকে পরামর্শ দেয়। জিডির পাশাপাশি পত্রিকায় হারানো প্রাপ্তি বিজ্ঞপ্তি দিতে হবে। যেই ভাবা সেই কাজ। সে একটি হারানো প্রাপ্তি বিজ্ঞপ্তি দিয়েছে। আর সে আশায় আছে; জুম্মান এই বিজ্ঞপ্তি পড়বে ও তার হারিয়ে যাওয়া জিনিসফিরিয়ে নিবে।

এখনো সে আশায় আছে। কেউ তাকে ফোন করবে। এবং বলবে “আপি আমার হারিয়ে যাওয়া জিনিস আপনি পেয়েছেন। কোথা থেকে এসে নিয়ে যাভ?”

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০৯

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২১

রেজাউল৮৮ বলেছেন: সুন্দর

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১০

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: এগুলো উদ্ধার করা আগে জটিল ছিল। এখন সহজ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১০

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জনাব নাহল তরকারী আর ইমরোজ,
কিসব লিখেন আপনারা হর রোজ?

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১১

নাহল তরকারি বলেছেন: উল্লেখ্য এসএসসি সার্টিফিকেট উত্তোলন এর থেকে থানার জিডি কপি ও পত্রিকায় বিজ্ঞাপন করা লাগে।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৩

রিফাত হোসেন বলেছেন: পোস্ট পড়ে ও মন্তব্য পড়ে মজা পেলাম।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১১

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জনাব নাহল তরকারী আর ইমরোজ,
কিসব লিখেন আপনারা হর রোজ?


নিজের সাথে নিজে প্রতিযোগিতায় নামলে এমন অখাদ্য তৈরি হয়। অবশ্য এটিযে অখাদ্য হচ্ছে সেটি বুঝার ক্ষমতাও ইমরোজ তরকারীর নেই সম্ভবতো।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৬

নাহল তরকারি বলেছেন: আমি মানলাম আমি অখাদ্য লেখছি। আপনি তো এই বিষয়ে লেখলেন না। আপনি তো গুছিয়ে পারেন। আপনিই লেখুন। আপনারা তো সারাদিন বাল ফালাইন্না লেখা লেখেন।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: আপনারা তো সারাদিন বাল ফালাইন্না লেখা লেখেন।
অর্থাৎ আমাদের লেখা পড়ে আপনার বাল ঝরে যাচ্ছে?

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২৬

নাহল তরকারি বলেছেন: আমি এখানে রবীন্দ্রনাথ বা কাজী নজরুল ইসলাম হতে আসে নাই। আমি এখনে সমাজের কিছু ত্রুটি ব্লগে উপস্থাপন করতে এসেছি। আমার উপস্থাপিত ত্রুটিগুলো পড়ে যদি কাঠমোল্লাদের মত চেইত্ত্যা গেলে আমার কি?

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২২

মুজাহিদুর রহমান বলেছেন: মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: আপনারা তো সারাদিন বাল ফালাইন্না লেখা লেখেন।
অর্থাৎ আমাদের লেখা পড়ে আপনার বাল ঝরে যাচ্ছে?

হা হা হা ।

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২৬

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.