নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
ছবি: সংগ্রীহিত।
সম্ভবত ২০০৩ বা ২০০৪ সাল। আমি ইংরেজী সুপারম্যান ও বাংলাদেশী সুপারম্যান দেখি। সুপারম্যান এর সুপার পাওয়ার দেখে আমিও সুপারম্যান এর মত সুপারহিরো হতে চেয়েছিলাম। ২০০৩ সালে আমি তৃতীয় শ্রেনীতে পড়ি আর ২০০৪ সালে আমি চতুর্থ শ্রেনী তে পড়ি। তখন আমি ছোট ছিলাম। সুপারম্যান এর মত সুপার হিরো তখন আমার ক্লাসের সবাই হতে চেয়েছিলো। তাই আমিও সুপার হিরো হেত চেয়েছিলাম।
তখন আমি পড়তাম মতিঝিল সরকারি প্রথমিক বিদ্যালয় এ। থাকতাম উত্তর মুগদা তে। নানায় সোনালী ব্যাংক এর হেড অফিসে চাকরি করতেন। আমি তখন নানা নানীর সাথেই থাকতাম। আর আমি আমার অধিকাংশ জীবন নানা নানীর সাথেই কাটিয়েছি। কোন একদিন নামায পড়তেছিলাম। নামায শেষে দোয়া করতেছিলাম “হে আল্লাহ আমাকে সুপারম্যান বানিয়ে দেও।” কারন আমি জানতাম সুপারম্যান এর অনেক শক্তি এবং তার অনেক সম্মান।
পাশে থাকা নানী আমাকে ধমক দিয়ে বলে “সুপারম্যান কি? সুপারম্যান কি? মুরব্বিদের জন্য দোয়া করবা। কবরবাসীর জন্য দোয়া করবা। ইত্যাদি ইত্যাদি।” আজ আমি সুপারম্যানের মত শক্তি নাই ঠিক। সুপারম্যানের মত কম দায়িত্ব পালন করি না। মানুষকে প্রচুর উপকার করেছি। এই দায়িত্ব পালন এবং উপকার করতে গিয়ে আমার অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। প্রায় সব কাজেই সফলতা হয়েছি। এই সফলতার জন্য মুরব্বিরা আমাকে বাহবা দিতো।
আমার এই সাফল্য এবং সম্মান কিছু লোকের সহ্য হয়নি। “আরে দেখন। নাহলের মত ছেলে এটা করতে পেরেছে। আরে ভাবী আপনার ছেলে কি করতে পেরেছে।” “আরে আসিফ। তুই আর নাহলের মত হতে পারলি না।’ মানুষের এই ধরনের কমেন্ট এর জন্য আসিফ এর ভাবী আমার শত্রু হয়েছে। অতছ আমি মানুষকে উপকার করেছি নির্স্বাথ ভাবে। এই ধরনের লোকেরা আমার বউ এর কাছে গিয়ে আমার নামে বদনাম গাইতো। আমার বউ ওদের কথা সত্য মনে করে আমাকে তালাক দিয়ে চলে গেছে।
সুপারম্যানের মত উপকার আমি এখনো করি। করেই যাবো। তাতে আমার যতই ক্ষতি হউক।
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৫
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৭
অর্ক বলেছেন: আপনিই আসল সুপারম্যান! ভালো লাগলো পড়ে। শুভেচ্ছা থাকলো। সুস্থ নীরোগ শরীর মনে দীর্ঘজীবী হোন।
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৫
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২৫
কবিতা ক্থ্য বলেছেন: সুখি জীবনের জন্য অভিনন্দন।
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৫
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩৭
অক্পটে বলেছেন: ভালো লাগল। প্রতিটা দিন নতুন নতুন অভিজ্ঞতায় আপনি এগিয়ে যান। সবার উপকারের মানসিকতা থাকেনা। লেখা পড়ে বুঝা গেল আপনার সেই মানসিকতা আছে, দারুণভাবেই আছে। এটা আমার খুব ভাল লেগেছে। সফল হোন এই কামনা করছি।
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৬
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: মানুষের জন্য ভাল কিছু যে করতে পারে সেই প্রকৃত সুপারম্যান।
সুপারম্যান হিসাবে আপনার সাফল্যের জন্য রইলো আন্তরিক চাওয়া।
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৬
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৮
পোড়া বেগুন বলেছেন:
আপনিতো সুপারম্যান, ছিলেন, আছেন এবং থাকবেন।
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৬
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনি নানা নানীল সাথে কেনো থাকতেন?
এখন আপনার কি হওয়ার ইচ্ছে?
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩৭
নাহল তরকারি বলেছেন: আমি কেন নানীর সাথে থাকতাম এটা একটা কথা। আমি মতিঝিল সরকারি প্রথমিক বিদ্যালয়ে চান্স পেয়েছিলাম। আমার আব্বু সরকারি চাকরি করতেন। বিভিন্ন জেলায় তার পোস্টিং ছিলেন। তার পক্ষে সম্ভব ছিলো না আমাকে নিয়ে তিনি ঢাকায় থাকবেন।
আমার আম্মু আকামের। আম্মুর পক্ষে তখন সম্ভব ছিলো না আমাকে নিয়ে ঢাকাতে বাসা ভাড়া করে থাকবেন।
নানায় সোনালী ব্যাংক হেড অফিসে চাকরি করতেন। হেড অফিস চিনেন তো....? ঐ যে শাপলা চত্তরের সামনে যে বিশাল বড় সোনালী ব্যাংক আছে।
নানয় ও মতিঝিল চাকরি করতেন আর আমিও মতিঝিল সরকারি প্রথমিক বিদ্যালয়ে পড়াতাম। তাই আম্মুর সিন্ধান্তে আমি নানা নানীর সাথে থাকতাম।
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: এখন আপনার কি হওয়ার ইচ্ছে?
আমার আম্মু আকামের।
এর অর্থ কি? আমারতো মনে হয় মিয়া আপনি নিজেই আকামের।
১৬ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০৪
নাহল তরকারি বলেছেন: হ ভাই। আমি ১০০% পারফেট না।
৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছোট বেলায় অনেকে অনেক কিছু হতে চায় কিন্তু বড় বেলায় সেটা আর হয়ে উঠেনা।
১৬ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০৪
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৩
রানার ব্লগ বলেছেন: ভালো