নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

সামহো্য়ারইন ব্লগ কত টাকা কামায়?

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৩



আমার মাজে মাজে প্রশ্ন জাগে আমাদের প্রাণ প্রিয় ব্লগ কত টাকা ইনকাম করে? আমি জানি আমেরিকা থেকে কোন বিজ্ঞাপন আসলে ওয়েবসাইডের ভালো মুনাফা দেয় গুগল। আমি পআরয় ১০ দিন আমেরিকার ভিপিএন দিয়ে সামহো্য়ারইন ব্লগে ব্লগ লিখেছি। ব্লগ পড়েছি। এতে মাঝে প্রতিটি পৃষ্ঠাতে আমেরিকার বিজ্ঞাপন এসেছে। তাই আমার মনে কৌতহূল জাগে “সামহো্য়ারইন ব্লগ মাসে কত টাকা কামায়?” গুগল যে বিজ্ঞাপনের টাকা দেয় সেটা কিভাবে দেশে আসে?

মন্তব্য ৪৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমরা ইনকামের ভাগ চাই।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: @মরুভূমির জলদস্যু আমি নবীন আমি কাঁচা , আমি ছোটখাট একটা ভাগ পেতে পারি না ??

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১২

নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৮

অপ্‌সরা বলেছেন: একটা কবিতা মনে পড়লো ভাইয়া......

ওরে নবীন ওরে আমার কাঁচা
আধমরাদের ঘা মেরে তুই বাঁচা ..... :)

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১২

নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য আবেদন।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১১

অপু তানভীর বলেছেন: বিজ্ঞাপন থেকে এতো টাকা কামায় যে রীতিমত বস্তা লাগে সেই টাকা রাখতে। :D

২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৩

নাহল তরকারি বলেছেন: বাপরে বাপ। এতো টাকা??

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৬

অপ্‌সরা বলেছেন: আবেদন!!! :-/


তরকারী ভাইয়া আচ্ছা তোমার এই নামের রহস্য কি? নাহল তরকারী মানে কি?

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫২

নাহল তরকারি বলেছেন: আমি যথন ব্লগে একাউন্ট খুলতে ছিলাম তখন আমি আর কোন নাম পাইনাই। তাই নাম দিয়েছি নাহল তরকারী।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিজ্ঞাপনের টাকা দিয়ে ব্লগ পরিচালনা করা হয়। তার অংশ আপনার পাবার কোনো অধিকার নাই। দাবিও করতে পারবেন না। দাবি করলে পাবেন তো নাই, আইসিটি মামলায় পড়বেন। তবে, ব্লগিং করে আপনি কিছু আয় করতে পারেন। ব্লগিং করে আমার জীবনের প্রথম সম্মানি। এখানে দেখুন, কারা কারা ব্লগিং করে টাকা পেয়েছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫৩

নাহল তরকারি বলেছেন: মরুভূমির জলদস্যু। টাকার ভাগ আর পেলেন না।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫৭

নাহল তরকারি বলেছেন: উনি আশাহত হয়েছেন।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৪

ঢাবিয়ান বলেছেন: ব্লগ কতৃপক্ষ কিছু পায় না। সব টাকা যায় এই ব্লগের কথিত সিন্ডিকেটের পকেটে :D

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫৩

নাহল তরকারি বলেছেন: আহারে।

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: যতই কামাক, ভাগ পাবেন না।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫৪

নাহল তরকারি বলেছেন: এভাবে বলবেন না। জলদস্যু আশাহত হবেন।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫৭

নাহল তরকারি বলেছেন: উনি আশাহত হয়েছেন।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৮

মনিরা সুলতানা বলেছেন: নাহ সঠিক কোন তথ্যই পাওয়া গেলো না !!
কিছু হাতে আসলে লগ ইন টাইম বাড়ায়ে দিতাম আর কি /:)

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫৪

নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৪

জ্যাকেল বলেছেন: মাজায় কেমনে কুশ্চেন আসে? :-0

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫৫

নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নাহল তরকারী,
আমরা টাকার ভাগ চাইনা তাতেই মাঝে মাঝে ব্লগ থেকে
বিতাড়িত হই, টাকার ভাগ চাইলে হাজার বছরেও ব্যান মুক্ত
হতে পারনেন না, সুতরাং ওই কথা আর কখনো। মুখেও আনবেন না।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫৬

নাহল তরকারি বলেছেন: উনি আশাহত হয়েছেন।

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:০১

আরইউ বলেছেন:



তরকারী সাহেব,
আমি চাইলেও আপনাকে একদম আসল লাভের অংকটা বলতে পারবোনা—কনফিডেনশিয়ালিটি এগ্রিমেন্টের কারণে। তবে অংকটা নেহায়েত ছোট নয়। যেমন গত কোয়ার্টারে (এপ্রিল-জুন ২০২২) আপনার ব্লগ পেজ থেকেই প্রায় ২ লাখ ইউএস ডলারের এড রেভিনিউ পেয়েছে ব্লগ। এর ১% ও যদি আপনাকে দিত তাহলে আপনার ঐ তিনমাসে বাংলাদেশী টাকায় প্রায় ২ লাখ টাকা পাওয়ার কথা।
এসব কথা আপনাকে গোপনে বললাম। দয়াকরে কারো কাছে বলবেন না।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫৮

নাহল তরকারি বলেছেন: আচ্ছা। শুধু একটা প্রশ্ন আমি যদি আমেরিকান ভিপিএন দিয়ে ব্লগ ব্যাবহার করি তাহলে কি বেশী লাভ হবে?

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:৩৭

জানা বলেছেন:
যে কোন ব্লগারের মনে এই প্রশ্ন জাগা খুবই স্বাভাবিক। পাশাপাশি এমন একটা প্ল্যাটফর্ম পরিচাালনা করতে যে পরিমান ব্যায় হয়, তা কোথা থেকে আসে এবং কে বা কারা এতবড় ব্যায়ের বোঝা টেনে যাচ্ছেন, কেনই বা তা করে চলেছেন বছরের পর বছর। এই প্রশ্নগুলোও খুব যুক্তসংগত এবং প্রাসংগিক। তবে, এ বিষয়ে ব্লগারদের কাছ থেকে এ পর্যন্ত সত্যিকারের কোন জোরালো বা গুরুত্ব দিয়ে লেখা পাইনি। অল্প কিছুদিন দিন হলো, আমার প্রায়ই মনে হয়, শরীর অনুকূলে থাকলে এ বিষয়ে আমি নিজে থেকেই একটা পোস্ট লিখবো যা ব্লগারদের জানা দরকার। আমি এখনও বিশেষ চিকিৎসাধীন আছি এবং যে কোন ধরণের উত্তেজনা বা মানষিক চাপের কার্যকলাপ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন আমার চিকিৎসক দল।

আর একটু গুছিয়ে উঠি বা সেরে উঠি, এ বিষয়ে সবটাই জানাবো আপনাদের।
শুভেচ্ছা এবং ভালবাসা আমার সকল ব্লগার ভাই-বোনদের।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০০

নাহল তরকারি বলেছেন: যখন লিখবেন এই প্রশ্নের ‍উত্তর আশা করি:
০১। গুগল থেকে যে সব বিজ্ঞাপন আসে, তার বিনিময়ে কি গুগল টাকা দেয়?
০২। আমি শুনেছি যে আমেরিকান কোন কম্পনি থেকে বিজ্ঞাপন আসলে; গুগল মোটা অংকের লাভ দেয়? এটা কি ঠিক?

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৪৭

শেরজা তপন বলেছেন: জানা আপুর মন্তব্যের অপেক্ষায় রইলাম... ব্লক চালাতে যদি অর্থনৈতিক বা অন্য কোন সহযোগিতার দরকার হয় তাহলে অবশ্যই অনেক ব্লগার তাদের সাধ্যমত এগিয়ে আসবেন।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০১

নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৫০

শেরজা তপন বলেছেন: সরি টাইপো; জানা আপুর মন্তব্য না জানা আপুর লেখার জন্য অপেক্ষা এবং ব্লক নয় ব্লগ

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০১

নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:১৬

বিটপি বলেছেন: আমি যতদূর বুঝি, একটা ব্লগ চালিয়ে খুব বেশি ইনকাম করা যায়না। আমি এই মুহূর্তে গ্রামীণ ফোনের একটা বিজ্ঞাপন ছাড়া আর কিছু দেখতে পাচ্ছিনা। আর এড সেন্সের বিজ্ঞাপন যেগুলা আসে, সেগুলো ভিউ কাউন্ট করে ডলার নয়, সেন্ট দেয়। এরকম বিন্দু বিন্দু বারি মিলে কয় মাসে এক গ্লাস পানি হয়, সেটা ব্লগ কর্তৃপক্ষই জানেন।

তবে ব্লগ পরিচালনা করতে নিশ্চয়ই খরচ আছে। এই খরচ কর্তৃপক্ষ কিভাবে যোগান দেন, সেটা জানার আমার খুব আগ্রহ।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০৩

নাহল তরকারি বলেছেন: সে জন্য আমি আমেরিকান ভিপিএন চালাই। যাতে আমেরিকান বিজ্ঞাপন আসে আর ব্লগের উন্নতি হয়।

১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২৮

কালো যাদুকর বলেছেন: ব্লগের লাভ না হলে কি ব্লগ বেচে থাকত ৷ আর লাভ টিকি শুধু টাকার অংকে পরিমাপ করা যায়? না। সামু বেঁচে থাক।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০৩

নাহল তরকারি বলেছেন: সামু জিন্দাবাদ।

১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নাহল তরকরী দেহি হিট !!

১৯| ০২ রা এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আজকে একজন ব্লগার যিনি নানাবিধ কারণে, প্রায়ই ব্লগ এবং ব্লগ কর্তৃপক্ষকে সমালোচনা করেন, তিনি প্রশ্ন রেখেছেন, সামহোয়্যারইন ব্লগের আয় কত?

আপনিও এই প্রসঙ্গে জানতে চেয়েছেন। দুঃখিত, কিছুটা দেরিতে আপনাকে জানানোর জন্য। গুগল এ্যাড থেকে সামহোয়্যারইন ব্লগ গত মাসে আয় করেছে ১৯ ডলার। গতবছর সর্বোচ্চ গুগল এ্যাড থেকে সর্বোচ্চ আয় ছিলো ১০৮ ডলার। অন্যদিকে, এই প্ল্যাটফর্মটি টিকিয়ে রাখতে মাসে খরচ হয় প্রায় $১৫০০ - $২২০০ ডলার।

একটা সময় ব্লগে বিজ্ঞাপন থেকে কিছু আয় আসত। পরবর্তীতে মত প্রকাশের এই স্বাধীন মঞ্চ যা বিকল্প গণমাধ্যম হিসাবেও পরিচিত তার উপর বিভিন্ন ধরনের বাধা বিপত্তি নেমে আসে। এবং একটা সময় ব্লগারদের নিয়ে বিভিন্ন মিথ্যে ও ভুল ধারনা প্রচার হবার কারণে আমরা ধীরে ধীরে বিজ্ঞাপন হারাই। ফলে ব্লগ পরিচালনার সামগ্রিক খরচ ব্যক্তিগত ফান্ড থেকে ব্লগ কর্তৃপক্ষ চালিয়ে আসছেন।

বছরের পর পর বছর ধরে এই কাজটি করতে সাহস, যোগ্যতা এবং বাংলা ভাষার প্রতি সীমাহীন ভালোবাসা থাকা প্রয়োজন। একজন তথাকথিত ব্লগার যিনি নিজেকে বিশিষ্ট জ্ঞানী, বিদ্বান এবং ক্ষমতাবান মনে করেন - তাঁর ভাষায় - সামহোয়্যারইন ব্লগ বিদেশী এজেন্ডা বাস্তবায়ন করার কারণে বিভিন্ন ফান্ড পায় এবং যার মাধ্যমে চলে।

প্রশ্ন হচ্ছে সামহোয়্যারইন কি অপরাধ করেছে?
- মানুষকে কথা বলার, মত প্রকাশ করার একটি স্বাধীন মঞ্চ দিয়েছে।

সামহোয়্যারইন ব্লগ একটি কমিউনিটি ব্লগ। আমাদের সমাজে যেমন নানা ধরনের, নানা মতের, নানা দর্শনের মানুষ থাকে, তেমনি এখানেও মত এবং দর্শনের ভিন্নতা আছে। কেউ সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন, কেউ অবিশ্বাস করেন, কেউ সংশয়বাদী, কেউ হয়ত ধর্ম ভিত্তিক রাজনীতি পছন্দ করেন, কেউ বাম ধারার রাজনীতি পছন্দ করেন, কেউ আবার মুল ধারার রাজনীতি পছন্দ করেন।

আমাদের উপর এক শ্রেণীর মানুষের অভিযোগ - আমরা ধর্ম বিরোধী পোস্ট অনুমোদন করি।
হ্যাঁ, আমরা অবশ্যই অনুমোদন করি। কারণ যিনি ধর্ম বিশ্বাস করেন না, তাঁরও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আমরা চেয়েছি - সকল মতামতের পক্ষে বা বিপক্ষে লেখার মাধ্যমে লড়াই হবে, যৌক্তিক বিতর্ক হবে। কিন্তু এক শ্রেণীর উগ্র ধর্ম বিশ্বাসীদের কারণে তা আর শুধু কলমের লড়াইয়ে সীমাবদ্ধ থাকে নি, যুক্তি অভাবে, প্রকৃত ধর্মীয় শিক্ষার অভাবে এবং উগ্র মানসিকতায় তা পরিণত হয়েছে চাপাতির লড়াইয়ে।

এটা অবশ্যই অস্বীকার করার উপায় নেই - অনেক ব্লগার ধর্মের সমালোচনার নামে উগ্রতার আশ্রয় নিয়েছেন। ধর্মের সমালোচনার নামে অসম্ভব আজেবাজে কথা বলেছেন। আমরা অনেক ক্ষেত্রেই ব্যবস্থা গ্রহণ করেছি। একটা সময় যখন ব্লগে ৩০০ - ৪০০ ব্লগার লগ ইন করতেন এবং প্রতি মুহূর্তে হাজার হাজার কমেন্ট পড়ত তখন এক নিমিষে সেই সকল বিষয়কে মডারেশনের আওতায় আনা কষ্ট সাধ্য কাজ ছিলো। ফলে অনেক সময় হয়ত এমন কিছু অনভিপ্রেত পোস্ট এসেছে যার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আমাদের কিছুটা সময় লেগেছে।

এই বাড়তি সময় লাগার কারণে আমাদের তকমা জুটেছে - আমরা ধর্ম বিরোধী।

একটা সময় সামহোয়্যারইন ব্লগে জামাত শিবিরের সদস্যারা প্রোপাগান্ডা চালাতেন। সামহোয়্যারইন ব্লগ মনে করে - জামাত শিবির বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি। ফলে তাদের সাথে আমাদের কোন নৈতিক আলাপ থাকতে পারে না। ফলে যখনই আমরা এমন কাউকে পেয়েছি, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি।

একটা সময় ছিলো, যখন এই স্বাধীনতা বিরোধী চক্ররা সাধারণ ব্লগারদের নিজেদের দলে আনার জন্য, আকর্ষণ করার জন্য শুধু মাত্র ধর্মীয় পোস্ট এবং ধর্মীয় নানা আচরণগত শো অফ করত। এই সকল ব্যক্তিরা ব্লগে ধর্ম বিষয়ে এমন সব বিষয়ে পোস্ট দিতো যাতে যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করেন না সহ অন্যান্য যারা আছেন সবাই উত্তেজিত হন। দেখা যেত, উক্ত পোস্টে সবাই মিলে মন্তব্যের মাধ্যমে কঠোর সমালোচনা করত। এই ধরনের কাজকে বলা হয় রিভার্স।

এই বিষয়গুলোকে আমরা প্রশ্রয় না দেবার কারণে আমাদের বিরুদ্ধে গুজব ছড়ানো হয় আমরা ধর্ম বিদ্বেষী, নাস্তিক এবং ইসলামের শত্রু। সেই ধারা এখনও বিদ্যমান। যখন যার স্বার্থের সাথে কনফ্লিক্ট হয়েছে, তখনই আমরা নানা রকম অভিযোগের স্বীকার হয়েছি যা এখনও চলমান।

সময়ের সাথে সাথে এখন ব্লগিং এ ও পরিবর্তন এসেছে। এখনকার ব্লগিং হচ্ছে পিঠ চাপড়াচাপড়ির ব্লগিং। যতই আজগুবি, মানহীন পোস্ট হোক না কেন, আপনার পরিচিত ব্লগার মানেই "দারুণ পোস্ট, ভালো লিখেছেন, সুন্দর কবিতা' ইত্যাদি টাইপের কিছু নির্দিষ্ট কমেন্ট। গত ছয় মাসের মধ্যে তেমন কোন পোস্ট দেখা যাবে না, যেখানে পোস্ট-দাতার বিরুদ্ধে গিয়ে আপনি কথা বলেছেন। অথচ আপনি জানেন, সেই পোস্টটা তেমন ভালো হয় নি। আমাদের কাছে অনেক 'জনপ্রিয়', 'শক্তিশালী', 'সুলেখক' 'সিনিয়র' ব্লগারের বিরুদ্ধে কপি পেষ্ট করার সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং তা ক্ষেত্র বিশেষে প্রমানিতও। দুই একজন ব্লগার ছাড়া আর কেউ বিষয়টিতে অভিযোগ তোলে নি। কারন - ঐ পিঠ চাপড়াচাপড়ি এবং ভাই, ভ্রাতা, ভগনি স্টাইলে ব্লগিং। অধিকাংশ ব্লগার ব্যক্তিগত জীবন দিয়ে ব্লগার জীবনকে জাস্টিফাই করেন। এটা দুঃখজনক।

দুঃখের বিষয় হচ্ছে - বর্তমানে অধিকাংশ ব্লগার খোলা মন রাখেন না আলোচনা করার জন্য। তাঁরা নিজেদের অলক্ষ্যে নিজেদের কাছেই বন্দী। ব্লগও পারছে না তাদের মানসিকতাকে আরো খোলা এবং বিস্তীর্ণ করতে। কেউ কেউ আছেন আলোচনার নামে অসুস্থ ও বিকারগ্রস্থ আচরন করেন এবং নিজেকে সঠিক মনে করে প্রয়োজনীয় সংশোধন আনতে চান না। আবার কেউ কেউ আছেন দীর্ঘদিন পার হবার পর পরেও নিজেদের আচরনে অপরিপক্কতা আনতে পারে নি। দশ বছর আগে যেমন ছিলেন, আজকেও সেই তেমন আছেন।

এখানে অনেক অপ্রাসঙ্গিক আলাপ করা হয়েছে, এটা বুঝানোর জন্য সামহোয়্যারইন ব্লগ কিভাবে চলছে। ফলে আমাদের ব্লগার সংখ্যা কম। ব্লগিং এ যদি উত্তেজনা না থাকে, কিছু শেখার না থাকে - তাহলে আগ্রহ থাকে না।

আমরা সবাইকে খুশি করতে পারব না - কারন এটা সম্ভব নয়। বাংলা ভাষায় মত প্রকাশের এই মঞ্চটি বিশ্বের নানান দেশে স্বীকৃতি পেয়েছে, আর্টিকেল প্রকাশিত হয়েছে আমাদের প্রিয় ব্লগকে নিয়ে। কিন্তু বাংলাদেশে আমাদের কোন মুল্যায়ন নেই। একদিন আমাদের মুল্যায়ন করা হবে সেই আশাও হয়ত আমাদের নেই। তাও সামহোয়্যারইন ব্লগ চলছে, ব্যক্তিগতভাবেই হয়ত চলবে - যতদিন সম্ভব, ততদিন।

০২ রা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

নাহল তরকারি বলেছেন: আপনার পোস্ট আমি পড়েছি। গুগল এড সেন্স থেকে এত কম টাকা আসে! তা আমার জানা ছিলো না। আমার আর্থিক সামর্থ্য থাকলে খরচের কিছু টাকা শেয়ার করিতাম। আমি ব্যাক্তিগত ভাবে কাউকে আক্রমণ করে কথা বলতে চাই না। আমার কমেন্ট এ যদি এমনটি প্রকাশ পায় তার জন্য আমি লজ্জিত ও অনুতপ্ত।

ধর্ম নিয়ে বাড়াবাড়ি আমি পছন্দ করি না। আমি নিজে ব্যাক্তিগত ভাবে ইসলাম ধর্ম পালন করি। এবং অপর কে দুষ্টু কর্ম না করার জন্য রিকুয়েস্ট করি। যেমন ইভটিজিং করিও না। বাপ মা এর সেবা করো। গাছ লাগাও, শিক্ষকদের সম্মান করো ইত্যাদি। বাস্তব জীবনে আমি কিছু কিছু লোক আছে, যারা ভাব দেখায় আমার মত বড় হুজুর এই গ্রহে নাই। অতছ ধর্মের কোন কর্ম তারা পালন করে না। গ্রামের লোকজন তাদের অন্ধের মত অনুকরণ করে। এরকম ভন্ড লোক ইসলামে যেমন আছে। তেমন অন্য ধর্মের ও আছে।

আমি বাংলা ব্যাকরণ আর বানান নতুন করে শিখছি যাতে বাংলা ব্যাকরনে কোন ত্রুটি না থাকে। আর কম কথায় সব কিছু গুছিয়ে লেখার চেষ্টা করছি।

২০| ০২ রা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে ধন্যবাদ, আপনার দুঃখ প্রকাশের কোন কারন নেই। আপনি হয়ত বিষয়টি জানার আগ্রহ থেকে বলেছেন, কিন্তু অনেকেই আছে না জেনেই অনেক কল্পিত কথাবার্তা বলে। আদতে একটি ব্লগ পরিচালনা করা অনেক সহজ মনে হলেও, সার্বিক নীতি বজায় রেখে, বর্তমানে বাক স্বাধীনতার উপর যে খগড় ঝুলছে, সেই সব মোকাবেলা করে ব্লগ টিকিয়ে রাখ সহজ নয়।

চ্যালেঞ্জ না থাকলে, বিপরীত মত না থাকলে কোন কিছুই দীর্ঘস্থায়ী হয় না এবং নিজেকে সংশোধনের সুযোগও থাকে না।

আপনার ব্লগিং আগের চাইতে ভালো হচ্ছে। আপনি চাইলে নিজের ব্লগিংকে গুছিয়ে নাগরিক সাংবাদিকতার ব্যাপারে একটু আগ্রহী হতে পারেন। আপনি ভালো রিপোর্ট লিখতে পারলে, খন্ডকালীন বা ফুলটাইম সাংবাদিকদের খোঁজে যারা আমাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে আপনার যোগাযোগ করিয়ে দিতে পারি।

২১| ০২ রা এপ্রিল, ২০২৩ রাত ১১:০৫

সোনালি কাবিন বলেছেন: ১৯ নম্বরে ঋজুতার বৈভবে সমৃদ্ধ একটি মন্তব্য পড়লাম এবং অনেক কিছু জানা হলো।

২২| ০৩ রা এপ্রিল, ২০২৩ রাত ১২:২৭

জিকোব্লগ বলেছেন:

মডুর কাছে আমার একটি প্রশ্নঃ
সামু ব্লগের ডান পাশে যে সবসময় ডয়চে ভেলের বিজ্ঞাপন
ঝুলে থাকে সেটার জন্য মাসিক আনুমানিক কত আয় হয়?

২৩| ০৩ রা এপ্রিল, ২০২৩ ভোর ৪:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @জিকোব্লগঃ
ডয়চে ভেলের এর সাথে সামহোয়্যারইন ব্লগের একটি দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে ডয়চে ভেলের প্রধান সংবাদ লিংক প্রকাশিত হয়।

একটা সময় ছিলো যখন সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের লেখা ডয়চে ভেল, ইত্তেফাক সহ আরো কয়েকটি অনলাইন পত্রিকায় প্রকাশিত হতো। সেই সময় নাগরিক সাংবাদিকতা এবং অন্যান্য বৈচিত্র্যময় বিষয়ের উপর মানসম্মত লেখার প্রাচুর্য্য থাকার কারনে উক্ত পত্রিকাগুলোকে কন্টেন্ট প্রদান করতে তেমন সমস্যা হতো না। কিন্তু বর্তমানে এই ধরনের লেখা প্রকাশের সংখ্যা খুবই কম এবং কিছুটা বিরল। তাই সেখানে আমাদের লেখার লিংক প্রকাশ বন্ধ রয়েছে।

আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা আছে যা নিয়ে কাজ চলছে। সেগুলো সম্পন্ন হবার পর আশা করছি আমরা আরো অনেক নতুন ব্লগার পাবো। তখন বিভিন্ন পত্রিকার সাথে আমাদের দ্বিপাক্ষিক চুক্তির বিষয়টি আমরা আবার নবায়ন করব।

ধন্যবাদ আপনাকে।

২৪| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ সকাল ৭:০০

অনল চৌধুরী বলেছেন: ব্লগে পুনরায় ব্যাক্তিগত আক্রমণ। ধর্মবিরোধী লেখা ছাপানোর যুক্তি এবং তুঘলকি আয়-ব্যায়ের দাবী কে কে বিশ্বাস করেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.