নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

ব্লগ লিখতে আমি যেসব অসুবিধাতে পড়ি।

০১ লা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫৫



আজ আমি ছাড়ের উপরে বসে বসে আকাশ কুসুম ভাবছিলাম এবং আষাড়ে গল্প তৈরি করছিলাম। আমি ব্লগ লিখতে প্রথম যে সমস্যা সম্মুখিন সেটা হচ্ছে নিরিবিলি পরিবেশ। এবং ব্লগ লিখতে আমার বিঘ্ন ঘটে বেশী। যেমন আমি মাত্র ব্লগ লিখতে বসলাম। আম্মু ডাক দিবে। আর বলবে নাহল, পানি খাবো। পানি দেও। এটা দেও। সেটা দেও। ইত্যাদি।

আর আমি ব্লগ লিখতে বসলেই কেউ না কেউ বাসায় এসে’ কলিন বেল টিপ দেয়। দরজা আমারই খোলা লাগে।

মনে করেন। আমি একটি গতি নিয়ে লিখছি। এমন সময় ঐ রকম বিঘ্ন ঘটলে আমি লেখার লাইন হারিয়ে ফেলি। যার ফলে আমি যেভাবে প্লান করি সেভাবে লেখা হয় না। শেষ পর্যায়ে আমি লিখতে চাই “ব্যাবসা নিয়ে।” লেখা হয়ে যায় পরিবেশ নিয়ে।

আরেকটি জিনিস হচ্ছে বানান ভুল। কিছু কিছু বানান ভুল হয় ঠিক। এর মধ্যে আমার কিছু আঞ্চলিক শব্দ ব্যাবহার করি।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ৮:০৬

মোগল বলেছেন: ভয়েস টু টেক্সট ইউজ করে লিখেন, বানান ভূলের সমস্যা সমাধান হবে।

০২ রা অক্টোবর, ২০২২ সকাল ৯:২৫

নাহল তরকারি বলেছেন: আচ্ছা ভাই সাহেব।

২| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ৮:০৮

শেরজা তপন বলেছেন: বুঝলাম- এই দুনিয়াতে আপনিই আছেন সবচেয়ে বড় প্যারায়!
আহারে!! এই ঝামেলাগুলো না হলে দারুণ কিছু লেখা আপনার কাছ থেকে ব্লগ পাইত।
প্রথমেই আমি ভেবেছিলাম কোন জুতা কোম্পানি মনে হয় অনেক বড় একটা 'ছাড়' দিয়েছে!
যারা ছাড়ের উপরে আকাশ কুসুম কল্পনা করে ও আষাড়ে গল্প তৈরি করে তাদের আসলে এমন নিরিবিলি পরিবেশ খুঁজে পাওয়া কষ্ট বটে।
*নাহল আপনি মন খারাপ করবেন না। আমরা কিন্তু তিক্ত বা বক্র মন্তব্য করে আপনার উপকার করছি।
এখন আপনার মনে হচ্ছে, আপনার লেখা উল্টা-পাল্টা হচ্ছে। বানানে ব্যাপক ভুল-ভ্রান্তি হচ্ছে। আশা করি ধীরে ধীরে শুধরে যাবেন।

০২ রা অক্টোবর, ২০২২ সকাল ৯:২৭

নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।

৩| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ৮:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনার মায়ের সাথে আপনার কিছু একটা সমস্যা চলছে বুঝতে পারি আপনার লেখার ধরন দেখে। তবে আমার আমার ধারনা ভুলও হতে পারে।
যেমন আমি লিখেছেন- যেমন আমি মাত্র ব্লগ লিখতে বসলাম। আম্মু ডাক দিবে। আর বলবে নাহল, পানি খাবো। পানি দেও। এটা দেও। সেটা দেও। ইত্যাদি।
আপনি এগুলি বুঝে লিখেন কিনা আমার সন্দেহ হয়।
একটা সময় আসবে যখন মা আর ডাকবে না, তার আগ পর্যন্ত মায়ের এই ডাকে মর্ম বুঝবেন না। অথবা হয়তো তখন খুশী মনে ব্লগিং করবেন শান্তিতে।

০২ রা অক্টোবর, ২০২২ সকাল ৯:২৭

নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।

৪| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ৮:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমারও আপনার মত অবস্থা। ব্যবসায় নিয়ে লিখতে গেলে পরিবেশ নিয়ে লিখে ফেলি। আর প্রচুর বানান ভুল হয়।

০২ রা অক্টোবর, ২০২২ সকাল ৯:২৭

নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।

৫| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ৮:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জীবনকে সহজভাবে নিন। আব্বু-আম্মুর ডাক, সংসারের প্রয়োজনকে অধিক গুরুত্ব দিন। ভাইবোন, বন্ধুবান্ধবদের সাথে বেশি মিশুন। আর মানুষকে শ্রদ্ধা ও সম্মান করুন। কিছু মনে করবেন না, আপনার মধ্যে অন্যকে হেয় করে নিজেকে বড়ো বা বেশি জ্ঞানী প্রমাণ করার একটা প্রবণতা আছে। ইতিমধ্যে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ব্লগারদের মধ্যে আপনার অবস্থানটা বেশ নাজুক হয়ে গেছে কিছু অনাকাঙ্খিত পোস্টের কারণে। আপনার বয়স কম হওয়ায় সবার ভালোবাসা পাওয়ার একটা সুযোগ আছে, আপনি সেই সুযোগটা কাজে লাগান, উলটা যেন আপনাকে কেউ ভুল বুঝে 'বেয়াদব' না মনে করেন, সেজন্য রিপ্লাই দেয়ার সময় সতর্ক থাকুন, কমেন্টে ও পোস্টে শোভনীয় ও বিনয়ী ভাষা ব্যবহার করুন।

আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।

০২ রা অক্টোবর, ২০২২ সকাল ৯:২৮

নাহল তরকারি বলেছেন: আচ্ছা। ব্যাপারটি আমি দেখবো।

৬| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ৯:৩২

অপ্‌সরা বলেছেন: ভাইয়া পোস্টের থেকেও মন্তব্য পড়ে হাসবো না কাঁদবো ভাবি মাঝে মাঝে।

আমার ৩ টা রুল ফলো করো-

১। মনে যা আসে তাই লিখবে তাই বলে জগৎ সংসার উপেক্ষা করে নহে।

২। বানান ভুল হলে যারা ধরিয়ে দেবে তাদের থেকে শিখে নাও। এতে উপকারই হবে।

৩। আমি বুঝি তোমার মাথায় অনেক লেখা আসে কিন্তু তোমার মাঝে একটা ফ্রাস্ট্রেশন, অস্থিরতা বা নেগেটিভ ভাবনা কাজ করে তাই তুমি কিভাবে উত্তর দিলে মানুষ বিরক্ত হবেনা, রাগ করবে না বা তোমার উপর নাখোশ হবেনা এটা বুঝতে পারো না। এটা অবশ্য অনেকেই পারে না। বিশেষ করে অল্প বয়সে। যারা বুড়া বয়সেও পারে না তারা অবশ্য গোঁয়ার গোবিন্দ।

যাই হোক তুমি ভুলভাবে লেখো আর বানানই ভুল করো সে সব যারা ধরিয়ে দেবে তাদেরকে বন্ধ মনে করো।


সবার উপরে একটা কথা জগতে এক্সসেপ্টেবল হতে হবে।

মনে রে আজ কহ যে
ভালো মন্দ যাহাই আসুক
সত্য রে লও সহজে.......

০২ রা অক্টোবর, ২০২২ সকাল ৯:২৯

নাহল তরকারি বলেছেন: উপদেশ দেবার জন্য ধন্যবাদ।

৭| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ৯:৩৯

মুনাওয়ার সিফাত বলেছেন: এসব স্ট্রাগল কিন্তু সবাই বুঝবে না৷ পাঠক মজা নিয়েই পড়ে যাবে। এর পিছনেও যে ব্লগারের স্ট্রাগল করা লাগে!

০২ রা অক্টোবর, ২০২২ সকাল ৯:২৯

নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।

৮| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১০:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: বেশি বেশি পোস্ট না দিয়ে মানসম্মত লেখা প্রসব করার চেষ্টা করুন।

০২ রা অক্টোবর, ২০২২ সকাল ৯:২৯

নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।

৯| ০২ রা অক্টোবর, ২০২২ দুপুর ১:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবারই প্যারা থাকে। এসব প্যারা সামলেই ব্লগিং করে যাচ্ছে ব্লগাররা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.