নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
আজ আমি বেড়াতে এসেছি সিরাজগঞ্জ এর সদর উপজেলার জেলখানা ঘাট নামক এক স্থানে। এই ঘাট যমুনা নদীর সাথেই। সামনে চর দেখক যায়। আমি বসে বসে কল্পনা করছি। আমি যদি বিল গেটস এর নাতি হলে কি করতাম!!"
সর্বপ্রথম ঐ চর গুলো ক্রয় করে ফেলতাম। পরে মূল ভূখণ্ড এর সাথে ব্রীজ বানাতাম। একটা চর ব্রীজ পুলিশ ও আনসার ট্রেনিং সেন্টার এর জন্য দিয়ে দিতাম। আমার চরে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি হাই স্কুল, একটা পোস্ট অফিস ও সোনালী ব্যাংক এর জন্য জায়গা লিখে দিতাম। বাদ বাকি প্লট আকারে, বিল্ডিং করে বিক্রি করতাম।
তবে একটা গরু, খাসি, মুরগীর ফার্ম থাকতো। আর একটি আম বাগান থাকতো।
এত কিছু ভেবে কি লাভ? আমি তো আর বিল গেটস এর নাতি না। এসব আষাঢ়ে গল্প ভাবতে ভালো লাগে।
১৮ ই অক্টোবর, ২০২২ রাত ১০:২৭
নাহল তরকারি বলেছেন: কল্পনায় এটা ভাবিনাই।
২| ১৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি যদি বিল গেটস এর নাতি হতেন তাহলে বিল গেটস কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেতো।
১৮ ই অক্টোবর, ২০২২ রাত ১০:২৮
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।
৩| ১৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ইচ্ছেগুলো ভালোই। সোনাগাজী সাহেব মনে হয় পড়ে খুশি হবেন। আপনি আপাতত শিরোনামটা একটু বদল করুন (আমি যদি বিল গেটস এর নাতি হতাম, তাহলে কী করতাম? অথবা আমি বিল গেটস এর নাতি হলে কী করতাম?)।
১৮ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৩০
নাহল তরকারি বলেছেন: ইডেট করেছি।
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪০
অপ্সরা বলেছেন: চর যদি আবার পানিতে বা বন্যায় ভেসে যেত তবে তো সব ভেস্তে যেত।