নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
অবশেষে পাসপোর্ট হাতে পেলাম। কোন প্রকার দালাল এর সহায়তা ছাড়া। ডিউটিরত আনসার ভাই অনেক সাহায্য করেছেন।
আমি গত ১০-১০-২০২২ ইং তারিখে পাসপোর্ট করিতে যাই। আমাদের বাড়ি মুন্সিগঞ্জে। আমি আমাদের মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাই। পাসপোর্ট অফিসের দূরত্ব আমাদের ভবেরচর ইউনিয়ন থেকে প্রায় ১৩ কিলো. এবং দুইবার নদী পার হতে হয়।
সদরে গিয়ে ক্লিন সেইভ করলাম। পাসপোর্টের জন্য সোনালী ব্যাংকে টাকা জমা দিলাম। এর পর পাসপোর্ট অফিসে গিয়ে লাইনে দাড়ালাম। দেখলাম একজন অফিসার কাগজপত্র চেক করেন এবং স্বাক্ষর করেন। পরে আঙ্গুলের ছাপ ও ছবি তুলেন।
পরে ঐ কর্মকর্তা আমার আবেদন পত্র দেখলেন। এবং বললেন আপনার এই এই কাগজ মিসিং আছে। আমি উক্ত কাগজ নিলাম এবং আবেদন পত্র দিলাম। উনি স্বাক্ষর করিলেন। আমি পরে আঙ্গুলের ছাপ ও ছবি তুলে বাসায় আসলাম। আমরা তিন বন্ধু নূরে আলম, আমি আর সাইফুল পাসপোর্ট করলাম। Total পক্রিয়া সম্পন্ন করতে আমাদের চারটা বেজে গিয়াছিলো। আসার সময় আমরা রুটি আর সেভেনআপ, দই খেয়ে বাসায় আসলাম।
যেদিন পাসপোর্ট পাই: আমি নিয়মিত পাসপোর্ট এর লিংকে আমার পাসপোর্ট এর অবস্থা চেক করতাম। আমার পাসপোর্ট রেডি এই মর্মে একটি এসএমএস পাই।
যখন আমি এসএমএস পাই তখন ছিলাম গাইবন্ধা তে অবস্থান করছিলাম। তাই্ ঐ দিনই বাস ধরে বাস আসলাম। বাড়িতে আসতে আসতে ভোর তিনটা বাজে। পরে ৬টা ঘুমালাম। ৬টা বাজে ওঠে রেডি হতে লাগলাম। সাড়ে ৬ বাজে মুন্সিগঞ্জ পাসপোর্ট অফিসের উদ্দ্যেশে রওনা দেই। ৭ টা বাজে মুন্সিগঞ্জ সদরে পৌছালাম। হোটেলে খেয়ে লাইনে দাড়ালাম। ৪ নং সিরিয়ালে পাসপোর্ট পেলাম। পরে আঙ্গুলের ছাপ নিয়ে ওরা আমাকে পাসপোর্ট দিলো। সাড়ে আটটার মধ্যে পাসপোর্ট পেলাম। পরে পাসপোর্ট নিয়ে বাসায় আসলাম।
আমার দৃষ্টিতে পাসপোর্ট: আমার দৃষ্টিতে পাসপোর্ট কোন প্রকার পরিচয় পত্র না। ইহা একটি বিদেশ ভ্রমণে রাষ্ট্রপতি কতৃক অনুপতি পত্র। রাষ্ট্রপতি আমাকে বিদেশ ভ্রমণে অনুমতি দিয়েছে। এবং পাশাপাশি ভিসা দাতাদের সুপারিশ করেছে “আমি যাতে আনইগত নিরাপত্তা পাই।” আমার এই ধারণা পাসপোর্ট এই অংশ পড়ে পেয়েছি।
পাসপোর্ট করতে কি কি লাগে সেই বিষয়ে একটি ব্লগ পূর্বেই লিখেছি। এই যে তার লিংক।
মো: নাহল ইমরোজ
অনার্স (রাষ্ট্রবিজ্ঞান), মাষ্টার্স (রাষ্ট্রবিজ্ঞান)
০৪ ঠা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৫
নাহল তরকারি বলেছেন: ক্লিন সেইভ করেছি। কিন্তু শরীলের চাপে আর জার্নির ধকলে শর্ট এর আয়রন নষ্ট হয়েছে।
২| ০৪ ঠা নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- অভিনন্দন। এবার বিশ্ব জয়ে বেরিয়ে পরুন।
- চেহারা ঢাকা কেন? ইসলামি নিষেধ?
০৪ ঠা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৬
নাহল তরকারি বলেছেন: ভয়ে চেহেরা ঢাকছি। কিছু কিছু ব্লগারের প্রাণ সংশয় এই দেশে আছে।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৪
শাহ আজিজ বলেছেন: ক্লিন সেইভ করলে কিন্তু শার্ট আয়রন করলে না যে!!!!!
আমারও বিষয়টা নজরে এসেছে । তরকারি তো আমারি মত গুতু গাতু
০৪ ঠা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৭
নাহল তরকারি বলেছেন: শরীলের চাপে আর জার্নির ধকলে শর্ট এর আয়রন নষ্ট হয়েছে।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৯
শূন্য সারমর্ম বলেছেন:
দেশ ছেড়ে দিবেন?
০৪ ঠা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১১
নাহল তরকারি বলেছেন: ভ্রমণ করা আমার শখ। পাসপোর্ট করে রাখলাম। ভারত, মালদ্বীপ, ভূটান, নেপাল ঘুরতে যাবো। বিশেষ করে মিশর, গ্রীক আর রোমের কিছু বিখ্যাত স্থানে যাবো।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৪
জুল ভার্ন বলেছেন: পাসপোর্ট যেহেতু পেয়েছেন, দেশও ছাড়বেন.....যেখানেই যান, দয়া করে ব্লগ ছেড়ে যাবেন না।
০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ৯:৪৬
নাহল তরকারি বলেছেন: এখনই ব্লগ ছাড়ার পরিকল্পনা নাই।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২১
সোনাগাজী বলেছেন:
আপনি অনার্সের ও মাষ্টার ডিগ্রির টেক্সট বইগুলো কি কিনেছিলেন?
০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ৯:৪৭
নাহল তরকারি বলেছেন: এখনো অনার্স এবং মাষ্টার্স এর বই আছে।
৭| ০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ৮:৫৮
নেওয়াজ আলি বলেছেন: ফেনীতে ঝামেলামুক্ত পাসপোর্ট করা যায়।
০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ৯:৪৭
নাহল তরকারি বলেছেন: পাসপোর্ট করতে লাগে সাহস। এবং নির্বেজাল কাগজ।
৮| ০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ১০:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: আপনি বয়সে আমার চেয়ে কয়েকবছরের ছোটো কিন্তু শরীর-স্বাস্থ্য মাশাল্লাহ! আর আমার ওজন বিপদসীমার নিচে নেমে গেছে। হাইটের তুলনায় ১২ কেজি কম।
০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ১০:১৩
নাহল তরকারি বলেছেন: জ্বি।
৯| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ২:২০
মরুভূমির জলদস্যু বলেছেন:
লেখক বলেছেন: ভয়ে চেহেরা ঢাকছি। কিছু কিছু ব্লগারের প্রাণ সংশয় এই দেশে আছে।
- ইন্নানিল্লাহ.. আনাকে এই উদ্ভট ধারনা কে দিয়েছে?
- স্বাস্থ নিয়ে টেনশনের কিছু নাই। আমি আপনার চেয়ে ওনেক বেশি মোটা। তবে আবার বিয়ে করতে চাইলে স্বাস্থ কমান।
০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৩২
নাহল তরকারি বলেছেন: অনেকদিন আগে একজন ব্লগার কে বই মেলায় খুন করা হয়।
১০| ০৫ ই নভেম্বর, ২০২২ ভোর ৪:৩৫
জিকোব্লগ বলেছেন:
০৪ ঠা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১১০
লেখক বলেছেন: ভ্রমণ করা আমার শখ। পাসপোর্ট করে রাখলাম। ভারত, মালদ্বীপ, ভূটান, নেপাল ঘুরতে যাবো। বিশেষ করে মিশর, গ্রীক আর রোমের কিছু বিখ্যাত স্থানে যাবো।
‘except Israel’ তো উঠে দিয়েছে। আপনি এক কাজ করেন , ইসরায়েলের কিছু বিখ্যাত স্থান থেকে ঘুরে আসেন।
০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৩৩
নাহল তরকারি বলেছেন: অবস্থা বুজে যাওয়া লাগবে।
১১| ০৫ ই নভেম্বর, ২০২২ ভোর ৫:০৫
জিকোব্লগ বলেছেন:
পোস্টের শেষে লেখক লিখেছেনঃ
মো: নাহল ইমরোজ
অনার্স (রাষ্ট্রবিজ্ঞান), মাষ্টার্স (রাষ্ট্রবিজ্ঞান)
আর
০৪ ঠা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২১১
সোনাগাজী বলেছেন:
আপনি অনার্সের ও মাষ্টার ডিগ্রির টেক্সট বইগুলো কি কিনেছিলেন?
এই মন্তব্যের পিছনের রস ভাবতে গিয়ে , আমিতো হাসতে হাসতে পড়ে গেলাম।
০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৩৪
নাহল তরকারি বলেছেন: উনি টাইম ট্রাবলার।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০২২ দুপুর ১২:১১
অপ্সরা বলেছেন: ভাইয়া আমি ভেবেছিলাম তুমি চিকনা চাকনা রোগা পাতলা ছোট খাটো পিচ্চি পাচ্চা কেউ হবে!!
এখন তো গলা কাটা ছবি দেখে সব ধারনাই পাল্টে গেলো।
ভাইয়া শার্টের কাফের বাটন খোলা ঝোলা কেনো???
ক্লিন সেইভ করলে কিন্তু শার্ট আয়রন করলে না যে!!!!!