নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
কোন একদিন রাতে বিএসএফ এর এক সৈনিক আলীপুর দুয়ারের এক বর্ডারে ডিউটি করছিলেন। শীতের রাত। কনকনে ঠান্ডা। পাহাড়ী ভূ-প্রকৃতির জন্য এলাকাটি আরো নীরব লাগছে।
বিএসএফ এর সেই সৈনিকের ঠান্ডায় নাজেহাল অবস্থা। চেক পোস্টের চেয়ারে বসে একটু রেস্ট নিচ্ছিলো। এমন সময় দূরে কি যেন নড়ে ওঠলো। ছায়ার মত কি যেন!
নাহ! এ এক আলো ছায়ার খেলা। “কোন কুকুর হয়তো রাস্তা দিয়ে যাচ্ছিলো।” মনে মনে ভাবলো সৈনিক টি।
এবার আবার তার মনে হলো দূরে কোন বিরাট বড় ছায়া মূর্তি নগে ওঠলো। সৈনিকটি এবার সেই দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। দেখলেন অধের্ক মানুষ আর অর্ধেক সাপ জাতীয় প্রাণী এই দিক দিয়ে চলে গেলো।
ইহার সাইজ দেখে সৈনিকটি ভয় পেয়ে গেলো। সে আরো ভয় পেলো প্রাণী কে দেখে।
পরের দিন সকালে সৈনিক সেই স্থানে আবার গেলো। রাতে কি দেখেছে সেই ব্যাপারে তদন্ত করিতে। সেই গ্রামে গিয়ে দেখলো একজন বাচ্চার লাশ। লাশটি অর্ধেক খাওয়া।
এই লাশ এর ব্যাপারে গ্রাম বাসী কে জ্ঞিগাসা করিলেন। আর জানতে পারলেন প্রতি শীতে একটি ভূত জাগ্রত হয়। এবং একটি শিশু ভোগ না করিলে তার শান্তি হয় না।
সৈনিকটি তার ক্যাম্পে আসিলো। এবং তার উর্ধ্বতন কর্তকর্তা কে এই নতুন প্রাণীর ব্যাপারে জানায়। “এই প্রানী নিয়ে গবেষণা দরকার” মনে মনে ভাবলো।
এটা ভারত। তাই এই জন্তু কে কোন আলৌলিক ক্ষমতা সম্পন্ন প্রাণী মনে করছে। এটা আমেরিক হলে নাসা, এরিয়া ৫২ কত কিছু করে ফেলতো। ন্যাশলাল জিওগ্রাফি, ডিস্কোবারি চ্যালেন একে নিয়ে কোন সাইন্স ফিকশন অনুষ্ঠানের দু একটি এপিশোড বানিয়ে ফেলতো।
১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৩৯
নাহল তরকারি বলেছেন: আমি গল্প পড়তে ভালোবাসি। শুনতেও ভালোবাসি। বিশেষ করে আমি যখন ছোট ছিলাম তখন ঘুমানোর আগে নানী কে গল্পের জন্য বায়না করতাম।
২| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫৭
আরইউ বলেছেন:
নাহল,
আপনার “সাইন্স ফিকশন ভূতের গল্প“ খুবই ভালো হয়েছে। ভয়ে আমার হাত পা কাঁপছে! আজ রাতে ঘুম হবেনা আমি নিশ্চিত।
১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৩৯
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।
৩| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১০:০২
অপ্সরা বলেছেন: এই গল্প আমারও অনেক ভালো লেগেছে ভাইয়া!!
একদম জ্যান্ত ভূতের গল্প!
আই লাইক অল ভূতস!!!!!!!!
জ্যান্ত মরা হাবা গোবা আবলু খাবলু জাবলু সব সব ভূত!!!!!!
১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৫৮
নাহল তরকারি বলেছেন: ঠিক।
৪| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কি খেলে এমন গল্প লেখা যায়? জানতে পারলে আমিও এমন কিছু লেখার চেষ্টা করতাম।
১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৫৯
নাহল তরকারি বলেছেন: কিছু খাওয়া লাগবে না। একটু ফ্রি মাইন্ডে বসে থাকলে পাবেন।
৫| ১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৪১
শেরজা তপন বলেছেন: মাইরি আপনি পারেন বটে
এবার একেবারে সায়েন্স ফিকশান ভুতের গল্প !!! মারকাটারি লেখা
১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৫৯
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫৪
সোনাগাজী বলেছেন:
অন্য কেহ এই গল্পটা লিখলে, এবং আপনি এটি পড়লে, আপনার কেমন লাগতো?