নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

বিয়ের যোগ্যতা কি?

১৪ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:২০



বিয়ে করার যোগ্যতা কি? সত্যি কথা বলতে আমি জানি না। তবে সমাজ থেকে আমার ধারনা পেলাম ঠিক এমন। ছেলেদের সম্পদের দিক থেকে বিল গেটস হতে হবে। চেহেরা আর দৈহিক গঠনের দিক থেকে শারুখ খান, সালমান খান, অমিতাব বাচ্চন, সালমান শাহ হতে হবে। আর মেয়েদের ধৈর্য ও চরিত্রে সাবানা হতে হবে। আর চেহেরায় সানি লিয়ন, ঐশ্বরিয়া, মিয়া খলিফা, ডিশা পাঠানি হতে হবে।

আমি একজন ছেলে। আমার কোটি কোটি ইনকাম নাই। আবার ফিল্ম স্টারের মত সিক্স প্যাক ও নাই। তাই আমার বিয়ে করার যোগ্যতাও নাই। আগের বউ কে এত ভালোবাসা দিয়েও ধরে রাখতে পারি নাই। ঐ হিসেবে আমার বিয়ে করার যোগ্যতাও নাই। আমার বাপ মা আমাকে বিয়ে দেবার জন্য হন্নে হয়ে মেয়ে খুজছে। আর মেয়েরা আমার চেহেরা দেখে মন খারাপ করে ফেলে। যা আমার কাছে খুব অপমান জনক মনে হয়। মেয়েরা আমাকে দেখলে মুখ কালো করে ফেলে; আমাকে দেখে ওরা খুসি না, এটা আমি আমার বাপ মা কে বুঝাতে পারি না।

তাছাড়া কে বিয়ে করবে, কে বিয়ে করবে না এটা যার যার ব্যাক্তিগত স্বাধীনতা। এখানে কারো হস্তক্ষেপ করার অধিকার নাই। আমি গ্রামে থাকি। খারাপ লাগে গ্রামের মানুষের কথা শুনতে। ওদের কথা কাটা গায়ে লবন ছিটানোর মত লাগে। “বউ কউ? কি বউ গেছেগা? যৌন শক্তি নাই? বিয়া করবে না?” এ ধরনের প্রশ্ন শুনতে এত খারাপ লাগে; মনে চায় প্রশ্ন কর্তাকে ধরে কিছুক্ষন পিটাই।


আমি গাইবান্ধা গেলে রেল স্টেশনে একটু বসে থাকি। স্বাভাবিক ভাবে আমি সামনে তাকিয়ে আছি। সামনের ২০ বা ২৫ বছরের এক মেয়ে আমাকে দেখে একটি দীর্ঘশ্বাস ছেড়েছে। আর এমন ভাব ধরছে “আমি তুমাকে পাত্তা দেই না।” কেন আপা? আমাকে দেখে এভাবে দীর্ঘস্বাস ফেলার কি আছে? আমি কি আপনার রেজাল্ট কার্ড যে আমাকে দেখে আপনাকে দীর্ঘশ্বাস ফেলাতে হবে।

আর মাজে মাজে দেখি প্রেমিক প্রেমিকা আর স্বামী স্ত্রী পার্কে এমন ভাবে মিষ্টি মধুর কথা বলে...... যা দেখে আমার গা জ্বলে। প্রেম করো ভালো কথা। সেটা আমাকে দেখানোর কি আছে!!

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৮

মামুinসামু বলেছেন: "প্রেম করো ভালো কথা। সেটা আমাকে দেখানোর কি আছে!!"... ঠিক

১৪ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:১৯

নাহল তরকারি বলেছেন: ঠিক আছে।

২| ১৪ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:১২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- চাইলেই আপনি কোটি টাকা ইনকাম করতে পারবেন না (ইউনিভার্সেল ট্রুথ)। তবে সামান্য কিছু টাকা খরচ করে জিমে গিয়ে কয়েক মাসের মধ্যেই মাসেল তৈরি করে নিতে পারেন। তাতে করে মেয়েরা আপনার দিকে আকৃষ্ট হবে। (আপনার থিউরি অনুযায়ী) তার পরে বিয়ে সংসার সন্তান ;)

১৪ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:২০

নাহল তরকারি বলেছেন: মেয়েরা রোমান্টিক ছেলে চায়।

৩| ১৪ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:

ভ্রমণে বের হননি এখনো?

৪| ১৪ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৪

নতুন বলেছেন: বর্তমানে ১ বছর বিয়ের চিন্তা বাদ দিন।

আগে ভালো কোন কাজ করুন। আগের স্ত্রীর জন্য কা্ন্না বন্ধ করুন তারপরে আবার বিয়ের চিন্তা করুন।

১ বছর কাজের জন্য সময় দিলে আপনার অনেক মেয়ের সাথেই পরিচয় হবে, তখন বিয়ের বিষয়টা নিয়ে ভাববেন।

বিয়ে শুধুই শারিরক প্রয়োজনের জন্য না। মনের যোগাযোগ না থাকলে সংসারে সুখ আসেনা।

৫| ১৪ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: সবার আগে নিজেকে একজন যোগ্য ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলুন। তারপর বিয়ের চিন্তা।

৬| ১৪ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিয়ে করতে হলে বৌ/ স্বামীকে খুশি রাখার যোগ্যতা থাকতে হবে।

৭| ১৪ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: মিয়া আপনাকে সুখে থাকতে ভূতে জ্বালাতন করছে ! এইসব চিন্তা বাদ দেন । বিয়েতে শান্তি বলে কিছু নাই , খালি দায়িত্ব আর দায়িত্ব !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.