নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

গ্রামীন ফোন থেকে ব্লগে প্রবেশ করতে অসুবিধা।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৪৩



আমার ইদানিং খুব ভ্রমন করা হচ্ছে। গত সপ্তাহে ছিলাম এক ভাই এর বাসায়। পরে গিয়েছি নানীর বাসায়। এখন আছি মামার বাসায়। আমি সব সময় আমার লেপটপ সঙ্গে নিয়ে ঘুরি। আমার দাত মাজার ব্রাশ নিতে ভুলে গেলেও, লেপটপ নিতে ভুলি না।

সমস্যা হচ্ছে যখন বিপিএর ছাড়া গ্রামিনফোন সিম দিয়ে somewhereinblog এ প্রবেশ করতে চাই তখন ওয়েবসাইড ওপেন হয় না। আর ভিপিএন দিয়ে ঠিকই প্রবেশ করতে পারি। আর ভিপিএন দিয়ে ইন্টারনেট চালালে খরচ হয় বেশী।

অনেকে বলতে পারেন গ্রামিনে সমস্যা হলে রবি, বাংলালিং, এয়ারটেল বা টেলিটক চালান। রবি, বাংলালিং, এয়ারটেল বা টেলিটক সিমগুলাতে নেট স্পিড ভালো ভাবে পাই না। আমি একটু পরে ওদের কাষ্টমার কেয়ারে ফোন করে বললো। আপনারাও কাষ্টমার কেয়ারে বললে হতো। আমার কথায় গুরুত্ব দিতো।

চিত্রে: ভিপিএন দিয়ে somewhereinblog.net এর Traceroute
ভিপিএন ছাড়া somewhereinblog.net এর Traceroute

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৪৬

রানার ব্লগ বলেছেন: ইহা পুরানা একটা সমস্যা। ব্লগ টিম এই সমস্যা নিয়ে কাজ করছে যতোদূর আমি জানি।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৫২

নাহল তরকারি বলেছেন: আমাদেরও সাহায্য করতে হবে। আমাদের উচিৎ গ্রামিন ফোন এর কাষ্টমার কেয়ারে ফোন দিয়ে বলা।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মতিঝিলের সমস্যার সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। মতিঝিল কমলাপুর এই এলাকায় গ্রামীণ দিয়ে ঢুকতে পারছি অনায়াসে

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৪

জ্যাক স্মিথ বলেছেন: এটা এই ব্লগের প্রধানতম সমস্যা, এটা দূর করতে না পারলে ব্লগ আগের মত আর জনপ্রিয়তা পাবে না।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: সমস্যা কেটে যাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.