নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
আমি এই ব্লগটি লেখছি ১৫-ফেব্রুয়ারি-২০২৩ ইং তারিখ সন্ধ্যা ৭ টা ২০। গতকাল অথাৎ ১৪ ফেব্রুয়ারি সারাদিন ঘুরাঘুরি করেছি। যার জন্য ব্লগ এ আসতে পারি নি।
ভালোবাসা আসলে কি? ভালোবাসার মানে কি? আমি আসলে ভালোবাসার মানে জানি না। কারন আমি ভালোবাসা পাই নাই। সব সময় খোটা শুনেছি। ঘৃণা আর হিংসার শিকার হয়েছি। ভালো বন্ধু আমার জীবনে শুধু দুই জন এসেছে। তাও আমি বিপদে পড়লে ১০ হাজার টাকা দিয়ে সাহায্য করতে পারবে না। পাশের বাসার আন্টির কথার কারনে পরিবারের কাছ থেকে ঝাড়ি শ্রবণ করা লাগছে। যা সার্পোট পাবার কথা ছিলো, ঐ পাশের বাসার আন্টির জন্য পাই নাই।
ঢাকার মুগদাতে ছিলাম গতকাল। গ্রীন মডেল টাউন হয়ে এখানে এসেছি। এটা ধার্মিক পাড়া। সম্ভবত ডেমরা থানা। গুগল ম্যাপ এর লিংক
দেখেছি। মেয়ে আর ছেলে এর মধ্যে কত মিল! পরস্পর এর মধ্যে কত আকর্ষণ। এই আকর্ষণ বোধ এর নামই কি ভালোবাসা?? শুধু প্রেমিক প্রেমিকাই ছিলো, ব্যাপারটা সেটা না। কেউ কেউ স্বামী স্ত্রীও ছিলো। তারা খুব ঢং করতে ছিলো। আর আমি তাকিয়ে তাকিয়ে দেখেছি। আমি কোন দিন এমন সুখ পাই নাই। আমাকে কেউ এভাবে কোন মেয়ে ভালোবাসে নাই। আমি কোন মেয়ে কে ইমপ্রেস করার চেষ্টাও করি নাই। সবার একটি করে “দ্বীল কা দারকান” মার্কা বন্ধু আছে। আমারই তেমন বেস্ট ফ্রেন্ড নাই। সবার সব কিছু আছে। আমার অনেককিছু নাই।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৯
নাহল তরকারি বলেছেন: হাসালেন।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৯
শিশির খান ১৪ বলেছেন: ভালোবাসা কি শুধু ছেমরি দের জন্য হয় মা বাবা ভাই বোন বন্ধু সবার জন্যই ভালোবাসা থাকতে পারে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩০
নাহল তরকারি বলেছেন: হতে পারে।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১৮
জ্যাক স্মিথ বলেছেন: কি আর বলবো!! যা দিন কাল পরেছে না!!
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১৯
আহমেদ জী এস বলেছেন: নাহল তরকারি,
ভালোবাসার অনেক অর্থ। "ভালোবাসা দিবস" শুধূ ছেলেমেয়েদের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর ব্যাপ্তি সর্বত্র। নিজের পরিবার থেকে শুরু করে পৃথিবীর সবকিছুই এই ভালোবাসার আওতায়।
আপনার কথা পড়ে মনে হলো, আপনার মনোজগতে কিছু সমস্যা আছে। জীবনটাকে পাজিটিভলি নিন, নিজেকে গুটিয়ে না রেখে বহির্মুখি হোন; দেখবেন জীবনটা সুন্দর হয়ে উঠেছে সকল ধরনের ভালোবাসায়।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার অনেক কিছু নাই জেনে খারাপ লাগলো।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৩
রাজীব নুর বলেছেন: ভালোবাসা মানে প্রিয় মানুষকে ভালো রাখা। আনন্দে রাখা।
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯
সোনাগাজী বলেছেন:
আপনার আচরণ স্বাভাবিক কিনা, সেটা দেখেন।