নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

বিলুপ্তপ্রায় স্মৃতি

২৮ শে মে, ২০২৩ দুপুর ১২:২৭


০১। এখন আর কেউ বিটিবি দেখে না। আগের মত কেউ এন্টিনিয়ার ও লাগায় না।

০২। আগের মত পোস্ট মাষ্টার কে বাড়ি বাড়ি যাওয়া লাগে না। পোস্ট অফিসে কেউ মানি অর্ডার করে না।


০৩। এখন আর আগের মত ইলিশ মাছে স্বাদ, ঘ্রাণ পাওয়া যায় না।

০৪। এখন আর কেউ সিটিসেল মোবাইল চালায় না।

০৫। এখন আর কেউ মাটির চুলায় রান্না করে না। এখন অনেকেই বাবু সাব।
০৬। মোল্লা লবন, আসল কচকো সাবান, পচা সাবান, নাবিস্কো বিস্কুট ইত্যাদি এখন সোনালী অতীত।
০৭। উইন্ডোস ৯৮, উইন্ডোস এক্সপি, প্লপি ডিঙ্ক, সিডি, ২৫৬ এমবি, ৫১২ এমবি, ১ জিবি মেমরি কার্ড, এখন খুজে পাওয়া যাবে না।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০২৩ দুপুর ১:১৭

রানার ব্লগ বলেছেন: পানির কারনে ইলিশের স্বাদ নষ্ট হয়ে গেছে । নদীতে ঠিকঠাক মতো জোয়ার ভাটা নাই ফলে পানির টেম্পারেচারের ঘটতি দেখা গেছে । পানির গন্ধ নষ্ট হয়ে গেছে । আগে নদীর পানি নাকের কাছে নিলে একধরনের মিষ্টি সুবাস পাওয়া যেতো এখন বিচ্ছিরি গন্ধ পাওয়া যায় ।

২৮ শে মে, ২০২৩ বিকাল ৩:৪১

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

২| ২৮ শে মে, ২০২৩ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: হ্যাঁ সব কিছু বদলে যায়।
নতুন নতুন আবিস্কারে জীবন সহজ ও সুন্দর হচ্ছে।

২৮ শে মে, ২০২৩ বিকাল ৩:৪১

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৩| ২৮ শে মে, ২০২৩ বিকাল ৩:০০

সাহাদাত উদরাজী বলেছেন: আমার এক চাচা বলতেন, ৩৬ বছর পরে অনেক কিছু পালটে যায়!

২৮ শে মে, ২০২৩ বিকাল ৩:৪২

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৪| ২৮ শে মে, ২০২৩ বিকাল ৪:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সব পাল্টে গেছে

২৮ শে মে, ২০২৩ রাত ৮:০৪

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৫| ২৮ শে মে, ২০২৩ বিকাল ৫:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আমার প্রথম সিম ছিল সিটিসেল। ২০০০ সালে কিনছিলাম। এখনো ড্রয়ারে খুজলে হয়তো পাওয়া যাবে।

২৮ শে মে, ২০২৩ রাত ৮:০৫

নাহল তরকারি বলেছেন: I love Technology.

৬| ২৮ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:০১

কামাল১৮ বলেছেন: কখন থেকে ইলিশের স্বাধ নাই জানতে পারলে কিছুটা বুঝতে পারতাম।আমি ৭০ বছর আগে থেকে শুনছি।এটা প্রমানীত সত্য যে বয়স বাড়ার সাথে সাথে জিহ্বার স্বাদ গ্রহন করার ক্ষমতা কিছুটা কমে যায়।অবশ্য সবার হয় না।
নদী এবং সাগরের ইলিশের স্বাদে একটু তফাত আছে।

২৮ শে মে, ২০২৩ রাত ৮:০৫

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৭| ২৮ শে মে, ২০২৩ রাত ১১:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- গত শুক্রবার আপনার গজারিয়ার সামনে দিয়ে গেলাম কুমিল্লাতে।

২৯ শে মে, ২০২৩ সকাল ৮:১৫

নাহল তরকারি বলেছেন: আমি ধন্য হলাম।

৮| ২৯ শে মে, ২০২৩ রাত ১:৪৩

জ্যাক স্মিথ বলেছেন: স্মৃতি খুউব কষ্টদায়ক!তাই আমি পুরনো স্মৃতি মনে রাখিনা।

২৯ শে মে, ২০২৩ সকাল ৮:১৫

নাহল তরকারি বলেছেন: আহারে।

৯| ২৯ শে মে, ২০২৩ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: আবার এলাম।
কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১০| ২৯ শে মে, ২০২৩ বিকাল ৩:২৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: সভ্যতার চাপে অনেক কিছুই এখন বিলুপ্ত।

শুভকামনা রইলো ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.