| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
নাহল তরকারি
	আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
 
আমি হাটতে হাটতে বরুনকান্দি মোড়ে আসি। এটা গুগল ম্যাপ এর লিংক। হাটতে হাটতে উত্তর দিকে গেলাম। দেখলাম সুন্দর দৃশ্য। তাই ক্যামেরাবন্দি করলাম। 
আমার ঘুরতে ভালো লাগে। বিদেশ ঘুরার জন্য পাসপোর্ট করেছিলাম। ইনকাম নাই। তাই বিদেশও যেতে পারছি না। সৌদি তে হজ্জ করতে যাবো। তারপর মিশর, লন্ডন, গ্রীস ও রোমের  মত ঐতিহাসিক ভাবে প্রাচীন শহরে যাবো। জাপান ও চীনও যাবো। প্রাচীন শহর বাগদাদও যাবো।  
  এই রাস্তা ধরে যখন আপনি হাটবেন, মনে হবে যেন আপনি কোন প্রাকৃতিক নৈর্গরিক সুন্দর দৃশ্য অনুভব করতে পারবেন। গ্রীষ্ম এশার নামাজ এর পর, এখানে সুন্দর বাতাশ আসে।  মুরব্বীরা বলেন। চাঁদনি রাত, পূর্নিমার আলোয়ে জায়গাটি বেশ সুন্দর লাগে।   
  
 
আমাদের গজারিয়া উপজেলা (মুন্সীগঞ্জ) দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চলে গেছে। ২০০১ সালেও আমাদের গজারিয়া উপজেলা, বিশেষ করে রাস্তার দার দিয়ে এমন খোলামেলা ছিলো। দিগন্ত জোরা মাঠ। এখন মেইল ফ্যাক্টরি, ও অপরিকল্পিত নগরায়ন এর ফলে আগের সৌন্দর্য  হারিয়ে গেছে।   
  
  
  
 
২২ শে ডিসেম্বর, ২০২৩  রাত ৮:২৫
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
২| 
২২ শে ডিসেম্বর, ২০২৩  রাত ১০:০৪
রাজীব নুর বলেছেন: নওগা আমি জীবনে একবার গিয়েছি। আমার ছোট ফুপি থাকেন। তার স্বামী আবার ওষুধ কোম্পানিতে কাজ করেন। ফুপার এক বছর পরপর পোস্টিং হয়।
 
২৩ শে ডিসেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:০৫
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।
৩| 
২২ শে ডিসেম্বর, ২০২৩  রাত ১০:১৬
বিজন রয় বলেছেন: সুন্দর! মন মাতানো।
আমি নওগাঁ'য় আগে গিয়েছি। আবার যাবো আগামী জানুয়ারি ২০২৪ এর শেষের দিকে।
আপনি কি নওগাঁ থাকেন আপনার আব্বার সাথে?
আপনার সাথে কি দেখা হবে?
আপনার নিক নেম নাহল তরকারি কেন?
 
২৩ শে ডিসেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:০৬
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য। এখন নওগাঁ তেহ আছি। আব্বু এখানে চাকরি করেন। জানুয়ারি ২য় সপ্তাহে হয়তো ঢাকাতে আসতে পারি।
৪| 
২৩ শে ডিসেম্বর, ২০২৩  দুপুর ১২:১৬
বাকপ্রবাস বলেছেন: বাংলার সবুজ দেখলে মনে ভরে যায়
 
২৩ শে ডিসেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:০৭
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।
৫| 
২৩ শে ডিসেম্বর, ২০২৩  দুপুর ১:৫৫
স্বর্ণবন্ধন বলেছেন: শৈশবের কথা মনে পড়ে গেলো। দিগন্তবিস্তৃত মাঠ আর সবুজের সাথে নীলের মাখামাখি।
 
২৩ শে ডিসেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:০৭
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।
৬| 
২৩ শে ডিসেম্বর, ২০২৩  দুপুর ২:০৭
শাওন আহমাদ বলেছেন: ছবিগুলো সুন্দর!
 
২৩ শে ডিসেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:০৭
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০২৩  রাত ৮:২৩
জুন বলেছেন: আদিগন্ত বিস্তৃত সবুজ শ্যামল মাঠ ঘাট সব হারিয়ে গেছে রাস্তার ধারে গড়ে ওঠা দোকান পাট আর কল কারখানার আড়ালে