নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

আমাদের আরো শিখতে হবে।

২৫ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২৪

একদেশে ছিলো সাত ভাই। এই সাতজন ভাই সকলেই ছিলো অন্ধ। সবাই ভিক্ষা করে খেতো। এখন সাত ভাই এর ইচ্ছা হলো হাতি ধরে দেখবে।

এক ভাই হাতির পা ধরে দেখেছে। আরেকজন হাতির পেট ধরে দেখেছে। আরেকজন হাতির কান ধরে দেখেছে। আরেকজন হাতির দাত ধরে দেখেছে। আরেকজন হাতির সুর ধরে দেখেছে। আরেকজন হাতির লেজ ধরে দেখেছে। এভাবে এক এক জন এক এক অঙ্গ ধরে দেখেছে। যেহেতু সবাই অন্ধ সেহেতু কেউ হাতির পূনাঙ্গ শরীলটি দেখে নি।

ভাইদের মধ্যে কেউ বলছে হাতি হচ্ছে পিলারের মত। আরেক ভাই বলছে হাতি হচ্ছে ঢোলের মত। আরেক ভাই বলছে হাতি রশির মত। আরেক ভাই বলছে হাতি থালার মত।

আমরাও হচ্ছে অন্ধ ব্যাক্তিদের মত। আমরা শুধু মহাবিশ্বের শুধু অল্প কিছু তথ্য জানি।

এই ছবি ইন্টারনেট এ প্রকাশ করার পর পরই অনেকে নানান কথা বলা শুরু করেছে। সৃষ্টিকর্তা নাই, স্বর্গ নরখ নাই, ইত্যাদি ইত্যাদি।

মহাবিশ্বের আমরা কতটুকুই বা জানি। মহাবিশ্বের তেমন ডাটা আমাদের কাছে নাই। মহাবিশ্ব সম্পর্কে যতটুকু ডাটা আছে তা দিয়ে জ্ঞানের বড়াই করা ঠিক না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.