নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
==> চারিদিকে শুধু আন্দোলন হচ্ছে। এসব আন্দোলন দেখে আমি বিরক্ত হয়ে গেছি। বেশ কিছুদিন আগে এইচএসসি বেইসের একটি গ্রুপ আন্দোলন করতে করতে সচিবালয়ে যায়। এর একাংশ শিক্ষা সচিবের অফিসের সামনে গিয়ে পরীক্ষা বন্ধের শ্লোগান দিচ্ছিলো। এখন সাধারন ছাত্ররা কিভাবে সচিবালয়ে ঢুকলো? সচিবালয়ের নিরাপত্তা বলয় কোথায়?
==> এই দুই দিন আগেও রিক্সাওয়ালারা শাহবাগে আন্দোলন করতে গিয়েছে। তারা কেন আন্দোলন করতে গিয়েছিলেন, তা জানি না।
==> আনসারেরা তাদের চাকরি স্থায়ী করনের জন্য, সচিবালয় ঘেরাও করে। সেখানে বৈষম্য বিরোধী আন্দোলন এর ছাত্ররা তাদের বাধা দিলে সেখানে আনসার ও ছাত্রদের মাজে হাতাহাতি হয়।
==> গতকাল দেখলাম যে পল্লি বিদুৎ এর স্টাফ কর্মবিরতি তে যাবেন। তাদের দাবি না মানা পযর্ন্ত তারা কাজে ফিরবেন না।
এখন শাহবাগ, আন্দোলন ইত্যাদি এখন একটি সস্তা জিনিস হয়ে গেছে।
২৮ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪
নাহল তরকারি বলেছেন: নিজে সঠিক, তো সবই সঠিক। এ ছাড়া আর কোন উপায় নাই।
২| ২৮ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪১
কামাল১৮ বলেছেন: ছাত্রদের হুমকি ধামকি কমিয়ে পুলিশকে সক্রিয় করতে হবে।ব্যক্তির পরিবর্তন না করে নিয়মের পরিবর্তন করতে হবে।
২৮ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪
নাহল তরকারি বলেছেন: নিজে সঠিক তো, সব ঠিক।
৩| ২৮ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮
শূন্য সারমর্ম বলেছেন:
কিছুদিন পর শাহবাগ বসতে ভিসা লাগবে।
২৮ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫
নাহল তরকারি বলেছেন: হ, ভাই।
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উপায় বাতলে দিন।