নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

এখন ভাবেন চোর কারা?

১২ ই আগস্ট, ২০২৫ রাত ৮:২৫

আমরা জাতি হিসেবে চোরের জাতি। আমরা যেমন চোর, তেমন চোর কে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানাই। আমরা আমাদের প্রতিবেশীর জমির সীমানা থেকে ১ হাত পরিমান জমি চুরি করতে চাই। একজন মেধাবী ছাত্র, ন্যায় পরায়ণতার গল্প শুনায়। ঐ ছাত্রাই আবার ভূমি অফিসে চাকরি পাওয়ার পর সে পাল্টে যায়। ঘুস ছাড়া সে নামজারির আবেদন প্রসেস করে না।

এখন ভাবেন চোর কারা?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২৫ রাত ৮:৩০

নতুন মেসাইয়া বলেছেন:



আপনি ভুমির অফিস ঘুষ দিয়ে ১টা চাকুরী যোগাড় করেন।

ভবের চর এলাকায় জমি আছে, চাষবাস হয়?

১২ ই আগস্ট, ২০২৫ রাত ৮:৪৪

নাহল তরকারি বলেছেন: ভবেরচর চাষাবাদ হয় কিনা, এমন উত্তর দিছিলাম।

২| ১২ ই আগস্ট, ২০২৫ রাত ৮:৫০

নতুন মেসাইয়া বলেছেন:




আপনি যখন উত্তর দিচ্ছিলেন, তখন কি ঘটেছিলো? উত্তর দিতে পেরেছেন শেস অবধি?

৩| ১৩ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:১৩

বিজন রয় বলেছেন: আপনার প্রথম লাইনে সব বলা আছে।

তবি জাতি হিসেবে শুধু চোর না এরকম আরো অনেক কিছুই।

তবে ভালো নেতৃত্ব পেলে এরা ভালো হতে পারতো। এখনো সময় আছে।

৪| ১৩ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: আমি চোর নই।
আমি একজন সৎ মানুষ।

৫| ১৩ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:০৯

আহমেদ রুহুল আমিন বলেছেন: শেখ সাহেব বলেছিলেন ‘ আমি ভিক্ষা কইরা আনি আর ওই চাটার দল সব লুইট্টা-পুইট্টা খায়’ ।অবশ্য এখন অনেকটা পাল্টেছে, এখন যেটা হয় বড়ো ধরনের চুরি বা পুকুর চুরি । কোন কোন ক্ষেত্রে ডাকাতি বা ছিনতাই । এখন মসজিদ থেকে জুতা চুরি কম দেখা যায় ।

৬| ১৩ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমারা অনেকেই সুযোগের অভাবে সাধু।

৭| ৩০ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:০৮

খায়রুল আহসান বলেছেন: চোরে না শোনে ধর্মের কাহিনী; তা সে চোর লেখাপড়া জানা বিজ্ঞ ব্যক্তিই হোক, কিংবা অজ্ঞ গণ্ডমূর্খই হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.