![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
আমি অনেক সময় এমন এমন জিনিস কিনি, যা থেকে ৮ টাকা, ৭ টাকা, ৪ টাকা, ২ টাকা বা ১ টাকা বাচে। এভাবে অনেক কয়েন জমে যায়। আমি আবার এগুলো ব্যাংকে জমা দেই। অনেক সময় ক্যাশিয়ার বিরক্ত হয়। আবার অনেক সময় সাদরে গ্রহন করে।
আর আমি যখন ব্যাংকে টাকা জমা দেই তখন কোন সময় রাউন ফিগারে টাকা জমা দেই না। মনে করেন ১০০০ টাকা জমা দিতে গেলে, ১০০০ টাকার নোটের সাথে ১০০ টাকার ২ টা নোট, ৫০ টাকার ২ টা নোট, ২০ টাকার ১০ টা নোট, ১০ টাকার ৫ টা নোট, অনেক গুলো কয়েন এক সাথে ব্যাংকে জমা দেই।
এভাবে জমা দেওয়ার কারনে একবার সোনালী ব্যাংকের ক্যাশিয়ারের কাছ থেকে ধমক খাই। উনি মুরব্বি মানুষ। তাই ধমক গায়ে লাগাই নাই।
এভাবে বে-মিলে টাকা জমা দিতে ভালই লাগে।
২| ১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১১:২৩
সৈয়দ কুতুব বলেছেন: প্রাইমারীর সারকুলার আসবে সামনে। প্রিপারেশন নেন।
৩| ১৯ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৩০
লোকমানুষ বলেছেন:
আইডিয়া ভালো লেগেছে।
৪| ১৯ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: কিছুই বুঝলাম না।
৫| ১৯ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:১১
নতুন নকিব বলেছেন:
ভালো আইডিয়া। ধন্যবাদ।
৬| ১৯ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৫৪
প্রামানিক বলেছেন: ধমক দিলেও টাকা যে ছুড়ে মারে নাই এই তো বেশি
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০২৫ রাত ৯:০৯
বিজন রয় বলেছেন: হা হা ..... টাকা জমানোর কৌশল শিখলাম।