নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

টাকা।

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫১



টাকা: কাগজের শক্তি আর জীবনের গল্প

একটা কাগজ, যার কোণে লেখা আছে “১০ টাকা।” সেই কাগজের মূল্য ঠিক তার সংখ্যার মতোই—১০ টাকা। ছয়টা এমন কাগজ একসাথে হলে আপনি ৬০ টাকার একটি মোগলাই কিনতে পারবেন। অর্থাৎ, টাকার ক্ষমতা নির্ভর করে তার মূল্যমান আর আমাদের বিশ্বাসের উপর।

কিন্তু সমস্যা হলো, আমাদের শৈশব থেকে শিখানো হয় “অতিরিক্ত টাকা খারাপ”, “বড়লোক মানেই স্বার্থপর।” অথচ কেউ শেখায় না বৈধভাবে কিভাবে আয় করতে হয়, খরচকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, কিংবা সঠিকভাবে সঞ্চয় গড়ে তুলতে হয়। তাই টাকার আসল শিক্ষা থেকে আমরা অনেকটাই বঞ্চিত।

একবার কল্পনা করুন—ভারতের মারওয়ারি ব্যবসায়ীরা। তাদের কাছে ব্যবসা শুধু একটি কাজ নয়, বরং বংশগত সংস্কৃতি। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা শিখেছে কিভাবে সুযোগ চিনতে হয়, কিভাবে ঝুঁকি নিতে হয়। একজন প্রেমিক হয়তো প্রিয়জনকে বলবে, “আমি তোমার জন্য জীবন দিতে পারি।” কিন্তু একজন মারওয়ারি ব্যবসায়ী বলবে, “আমি তোমার জন্য একদিন দোকান বন্ধ রাখতে পারবো।” তাদের কাছে একদিন ব্যবসা না করা, যেন জীবন দেওয়া।

কর্পোরেট দুনিয়ায়ও বিষয়টা আলাদা নয়। টাকা মানেই শুধু কাগজ নয়, বরং টেকসই দায়িত্ব, সঠিক পরিকল্পনা আর প্রফেশনাল দক্ষতার প্রতীক। টাকা থাকলে নেতৃত্ব সহজ হয়, দায়িত্ব পালন সম্ভব হয়। আর টাকার সঠিক ব্যবহারের দক্ষতাই একজন মানুষকে ভিন্ন স্তরে পৌঁছে দেয়।

গরিবের সুন্দরী বউদের চরম মূল্য দিতে হয়। কর্তা অভাবে পড়লে, যে যেভাবে পরে, বউ কে ধরে টানাটানি করে। তখন আবার সাহায্যকারীর মনে পাপ পূন্য, নারী অধিকার, নারীর সম্মান মাথায় থাকে না।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১৭

সাইফুলসাইফসাই বলেছেন: হুম ঠিক কথা

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০০

সৈয়দ কুতুব বলেছেন: গরিবের বউ কেন সুনদর হবে ? সে দেখতে হবে গরিবের মতো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.