![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
বাংলাদেশের বাস্তবতা নিয়ে এক ধরনের তিক্ত অভিজ্ঞতা আছে। এখানে অনেক সময় উদার মানসিকতার মানুষ টিকতে পারে না। হয় তাদের সেই মনোভাব ক্ষয়ে যায়, নয়তো তারা ভিন্ন দেশে গিয়ে আশ্রয় খোঁজে। গরিবি, সীমিত অর্থনীতি আর সংকীর্ণ দৃষ্টিভঙ্গি মিলে আমাদের সমাজকে দুর্বল করে রেখেছে। তাই হয়তো অনেকেই বলেন—এই সমাজ এখনো গণতন্ত্র নামক মহামূল্যবান ব্যবস্থার জন্য প্রস্তুত নয়।
গণতন্ত্রকে আমরা অনেক সময় একতা নয়, বিভেদের কারণ হিসেবে দেখি। এর একটি মজার উদাহরণ পাওয়া যায় একটি প্রশিক্ষণ কোর্সে। সেখানে ১০০ জন প্রশিক্ষণার্থী ছিল। প্রতিদিন টি-ব্রেকে তাদের জন্য সিঙ্গাড়া দেওয়া হতো। কিন্তু সমস্যা হলো—১০০ জনের মধ্যে ৮০ জন সিঙ্গাড়া পছন্দ করত না। তারা ডাইরেক্টরের কাছে আবেদন করল যেন অন্য কিছু দেওয়া হয়। বাকি ২০ জন অবশ্য সিঙ্গাড়ার পক্ষেই দৃঢ় অবস্থান নিল।
ডাইরেক্টর বললেন, ঠিক আছে, এবার ভোট হবে। যে খাবার বেশি ভোট পাবে, সেটাই প্রতিদিন দেওয়া হবে। ফলাফল বেরোল এভাবে—
সিঙ্গাড়া – ২০ জন
ফলমূল – ১৮ জন
স্যান্ডউইচ – ১৫ জন
বার্গার – ১৩ জন
চপ – ১২ জন
পুরি – ১০ জন
নুডুলস – ৭ জন
ভেজিটেবল রোল – ৫ জন
ফলাফল কী দাঁড়াল? সংখ্যাগরিষ্ঠ ভোট না থাকা সত্ত্বেও, বিভক্ত মতামতের কারণে সিঙ্গাড়াই বিজয়ী হলো।
এখানেই গণতন্ত্রের এক বাস্তব চিত্র ধরা দেয়—যেখানে সংখ্যাগরিষ্ঠরা এক হয়ে সিদ্ধান্ত নিতে না পারলে, সংখ্যালঘু হলেও সংগঠিতরা জয় পায়।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৮
নাহল তরকারি বলেছেন: আপনার কথায় কেমন যেন খোচ মারার গন্ধ পাচ্ছি। আপনার প্রফাইলে নামটা কি দিছেন “জেনারেশন একাত্তর।” নামটা তো ভালাই। তবে কথা গুলো এত গুতা মারা টাইপ কেন?
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১২
বিজন রয় বলেছেন: হা হা হা ........... সাদের গণতন্ত্র!!! এই বাংলাদেশে!!
আপনার লেখায় উইট থাকে।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৩
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৮
বাকপ্রবাস বলেছেন: বাংলাদেশের জন্য কোন তন্ত্রই কাজে দেবেনা, ঘুরেফিরে আমরা একটা রাজা খুঁজি তারপর তার পদতলে নিজেদের সপে দিই, আবার ঝগড়া করি কেউ কম পেল কেউ বেশী পেল বলে। ক্ষমাতা পেলেও তারা রাখবেনা, তারা আজীবন দাশ হয়ে থাকতে পছন্দ করে
০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৪
নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪১
কামাল১৮ বলেছেন: কয়েক মাস পরেই ভোট। তখন মারহাবা গনতন্ত্র হয়ে যাবে।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৫
নাহল তরকারি বলেছেন: বুঝে শুনে ভোট দিন।
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪২
জেনারেশন একাত্তর বলেছেন:
@বাকপ্রবাস,
শেখ হাসিনাকে নিয়ে আপনার উটমার্কা ছড়া আজকাল দেখছি না।
জামাত শিবির তো দেশ দখল করেছে; দেশে ফিরে আসেন; দেখেন দুধের ও মধুর নহর বইছে।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৫
নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: নাহল সাহবে সামনে সরকারি হাই ইশকুল , হেডমাসটার ও পেরাইমারি নিয়োগ আসছে । শুধু এমসিকিও এক্সাম । লেগে পড়ুন ।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৬
নাহল তরকারি বলেছেন: ভাই আমি দেধাবী নই। মুখস্ত বিদ্যা আমার নাই বললেই চলে। আমার থেকেও প্রচন্ড মেধাবীদেরই চাকরি হয় নি। সে তুলনায় আমি কিছুই না।
৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫৫
ফ্রি ইনকাম ফর্মেশন বলেছেন: ফ্রি ইনকাম
৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:২১
কলাবাগান১ বলেছেন: কবর থেকে লাশ তুলে পোড়ানোতে অনেক কেই দেখলাম আশ্চর্য হচ্ছেন...আরে অবাক হওয়ার কি আছে ...এরা তারাই যারা জীবত মানুষকে পুড়িয়ে মেরে ফেলে সেখানে মৃত মানুষকে পোড়ানো কোন ব্যাপার হল অন্তত পোড়ানো লোকটা কস্ট পায় নাই....
কি এক জানোয়ার দের কবলে প্রগ্রেসিভ বাংলাদেশ??? যেখানে বিদেশে দেখি তরুন দের চিন্তাধারা....কিভাবে একটা নতুন কিছু আবিস্কার করা যায়...এআই যারা বানাচ্ছে তাদের কল্পনাশক্তি দেখলে মনে হয় সাক্ষাত অবতার। আর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রী রা- যত পারছে তত সমাজে কোন অবদান রাখবে না সেই সব বিষয় নিয়ে মেতে আছে....কোন মেয়ের মাথার চুল দেখা যায়.।
৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০৩
মেঘনা বলেছেন: গণতন্ত্রের জন্য সবচাইতে জরুরী হলো ধর্মনিরপেক্ষ মানসিকতার সমাজব্যবস্থা। অথচ এই সরকার সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটা-ই তুলে দিতে চায়।
১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: পড়লাম।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১২
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি তো রাজনীতিতে মাষ্টার্ষ করেছেন; আপনার এই পোষ্টাটাকে ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স ডিপার্টনেম্টকে দেখান, আপনাকে পিএইচডি দিয়ে দিবে; না'দিলে ভবের চরকে আলাদা দেশ বানায়ে আপনাকে ক্ষমতা দিয়ে দিবো।