নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নাহল তরকারি এর ব্লগ ফলোআপ করে বলতে চাই এই চারিত্রিক সনদ একটি বাড়াবাড়ি আনু্ষ্ঠানিকতা।
আমি অনার্স প্রথম বর্ষ থেকে চাকরির আবেদন করি। আমি একটি চাকরির আবেদনে কাগজ পত্র সত্যায়িত করার জন্য উপজেলা পরিষদে গেলাম। উপজেলা কৃষি কর্মকর্তা আমার সকল সার্টিফিকেট সত্যায়িত করেছেন। ছবি সত্যায়িত করলেন না। কারন সে বলেছে তুমার নাম যে উমুক সেটা আমি জানি না। তিনি আমার চারিত্রিক সনদেও সাক্ষর করলেন না। কারন সে বলেছে আমি তুমাকে চিনি না।
তার কথায় যুক্তি আছে। যেহেতু তিনি আমাকে চিনেন না সেহেতু তিনি আমার ছবিতে সত্যায়িত কেন করবেন? আর তিনি আমাকে চারিত্রক সনদ কিভাবে দিবে। তাহলে সরকার কেন প্রথম শ্রেনীর কাছে সত্যায়িত কারর ক্ষমতা দিলো? চারিত্রিক সনদ দেবার ক্ষমতা কেন প্রথম শ্রেনী কর্মকর্তার কাছে দিলো?
আমি যদি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর এর কাছ থেকে চারিত্রিক সনদ Show করি বা তাদের কাছ থেকে যদি ছবি সত্যায়িত করি তাহলে আমার আবেদন পত্র কেন গ্রহনযোগ্য হবে না?
এই ব্যাপারে আমি প্রধানমন্ত্রী এর হস্তক্ষেপ চাই।
আমি চাই চেয়ারম্যান বা ওর্য়াড কাউন্সিলর যদি ছবি সত্যায়িত করেন বা তারা যদি চারিত্রিক সনদ প্রদান করেন সেটা যেন সব জায়গায় গ্রহনযোগ্যাতা পায়। সব জায়গায় মানে সব জায়গায়। এমন কি সরকারি চাকরিতে ও।
১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৫
ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।
২| ১৮ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৬
চাঁদগাজী বলেছেন:
আপনি চাকুরী পেয়েছেন?
৩| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩১
চাঁদগাজী বলেছেন:
আপনার চরিত্র সনদে সাইন করেননি? আপনার চরিত্র ভালো তো?
১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৫
ইমরোজ৭৫ বলেছেন: উনি আমাকে চিনেন না। তাই সাইন করে নাই। চিনলে সাইন করিতেন।
৪| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩১
আহমেদ রুহুল আমিন বলেছেন: আপনার লেখায় যুক্তি আছে, কিন্তু সরকারের নীতি নির্ধারকেরা যুক্তির ধারধারেননা ।
৫| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫৪
চাঁদগাজী বলেছেন:
নাকি আপনাকে চিনলে পুলিশে দিতেন?
৬| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:০৩
রাজীব নুর বলেছেন: চাকরির সনদ না, আপনি সরকারী যে কোনো কাজে গেলে আপনাকে নানান রকম ভোগান্তিতে পড়তে হবে।
জন্মনিবন্ধন করতে যান, ট্রেড লাইসেন্স করতে যান। পাসপোর্ট করতে যান- বুঝবেন হাই মেনি প্যাডি, হাউ মেনি রাইস।
৭| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৬
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: সত্যায়িত ব্যাপারটাই অদ্ভুত । নিধারিত ডিপার্মেন্ট নিধারিত সার্টিফিকেট বা এন ও সি দিবে রেজাল্টের জন্য ডাটাবেস আছেই । নদী ভেঙ্গেছে বাপ দাদারা বাড়ি বেচে খেয়েছে সেজন্য পুলিশে তো চাকুরীই পাবেননা ।
আপনার সাথে একমত ।
৮| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৬
অধীতি বলেছেন: প্রথমত, চারিত্রিক সনদ নিয়েছেন ওখানেই চূড়ান্ত অপমানিত হয়ছেন। কারন তিনি হয়ত পঞ্চম পাশ করেন নি।
৯| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৬
ঋণাত্মক শূণ্য বলেছেন: আচ্ছা, যিনি চারিত্রিক সার্টিফিকেট দিবেন, তার চরিত্র কেমন, এটা নির্বাচনের কোন পদ্ধতি আছে?
১০| ১৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৩
বিটপি বলেছেন: ঐ কৃষি কর্মকর্তা কি বলদ গোছের কেউ? তাকে কি ঐ এলাকার সবাইকে চিনতে হবে? তিনি যেটা করবেন,
- আপনার পরিবারের ব্যাপারে খোঁজ নেবেন
- আপনার ক্রিমিনাল রেকর্ড দেখবেন এবং
- আপনার কোন এচিভমেন্ট থাকলে এটা ভেরিভাই করবেন এবং
তারপর আপনার চরিত্রের সার্টিফিকেট দেবেন।
ওনার পজিশনে থেকে এই কাজগুলো করা তেমন কঠিন ব্যাপার না।
আর এই সার্টিফিকেট নিয়ে আপনার দুশ্চরিত্র ধরা পড়লে ওনাকে দায়ী করা হবে - ব্যাপারটা এমনও নয়।
তাহলে চরিত্র সনদ দিতে ওনার অসুবিধা কি? আর ছবির সাথে সামনে দাঁড়ানো ব্যক্তির চেহারার মিল পাওয়া গেলেই তো ছবি সত্যায়িত করা যায়। চেনা লাগবে কেন?
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৩
নাহল তরকারি বলেছেন: সুন্দর লেখা।