নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

বেডরুমে নিয়ে আপত্তিকর অবস্থায় জড়াতেন স্ত্রী, পুলিশ সেজে আসতেন স্বামী

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৪

১৩ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:৫৬ এই সময় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ওয়েব সাইডে এই শিরোনাম যুক্ত একটি খবর প্রকাশিত হয়। যেখানে এক প্রতারকের স্ত্রি ফেসবুকে হাজারো পুরুষের সাথে প্রেম করে। প্রেমের এক পর্যায়ে মহিলাটি সেক্স করার জন্য ছেলেকে ডাকে। পরে সেক্স করার জন্য তারা জামা কাপড় খুলে। ঠিক তখন মহিলার আসল স্বামী নকল পুলিশ সেজে ঐ প্রেমক কে ধরতেন। পরে ভয়ে প্রেমিকটি টাকা দিয়ে তাদের বিদায় করে। এমনই মনে হলো তাদের খবর পড়ে।

যাই হউক। এখন সমাজে পাপ বেড়ে গেছে। এগুলা সব ধর্ম না মানার ব্যাপারে। একজন ঘুসখোর ধর্ম মানে না। তাই তিনি ঘুস খায়। একজন চোর ধর্ম মানে না। তাই তিনি চুরি করে।

ধর্ম মানলে শান্তি আসবে। না মানলে আসবে না।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৩৪

নতুন বলেছেন: B:-)

এই খবর পত্রিকায় সবাই দেখে এবং ব্লগের ব্লগারেরা সম্ভবত বোঝে আসলে ঘটনা কি।

এই খবর আবার ব্লগ আকারে দেবার কি দরকার সেটা বুঝতে পারলাম না।

বিশ্বের অনেক দেশই ধর্ম মানেনা এবং তারা ঘুষ খায় না, চুরি করেনা,

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৮

ইমরোজ৭৫ বলেছেন: অনেক দেশ ধর্ম মানে না। তারা ঘুস খায় না, চুরিও করে না। একটা উদাহারন দিন।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪১

সাসুম বলেছেন: এটা একটা ক্রাইম এবং এই ইসুতে ধর্ম মানার বা মা মানার কি হল??

পিউ রিসার্স এর ২০১৯ সালের চালানো রিসার্স অনুযায়ী বাংলাদেশের ৯৬% মানুষ চরম মাত্রায় ধার্মিক এবং তারা ধর্মীয় বিশ্বাস পুরোপুরি মেনে চলে।

এই ধার্মিক মানুষের হার দুনিয়ার সবচেয়ে বেশী বাংলাদেশে।


কিন্তু আসলে আমরা কি দেখী? আমরা দেখি আমাদের চারদিকে চোর, ডাকাত আর প্রতারক দিয়ে ভরা। এগুলা কোনটাই ধর্ম বা অধর্মের কারনে না।

এগুলার একমাত্র কারনঃ নৈতিক শিক্ষার অভাব, সমাজে ইকোনমিক ইন্সটাবিলটি এবং সবচেয়ে বড় যে কারন সেটা হল অপরাধ করে বেচে যাওয়ার সুযোগ মোট কথায় বিচারহীনতার সংস্কৃতি।


যদি অপরাধ করে পার না পাওয়ার সুযোগ থাকত তাহলে আমাদের দেশ সিংগাপুর হয়ে যেত।

বিঃদ্রঃ দুনিয়ার সভ্য ও উন্নত দেশ গুলো এত সভ্য ও উন্নত হবার পেছনে ধর্ম না কাজ করেছে শিক্ষা, নৈতিকতা ও উন্নত ও সম অধিকার ভিত্তিক বিচার ব্যাবস্থা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৯

ইমরোজ৭৫ বলেছেন: যে ধর্ম মানে ও পালন করে সে ধার্মিক। যে ধর্ম পালন করে না সে ধার্মিক না। এখন কে ধর্ম আসলেই মানে? আমাকে দেখান।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৬

নূর আলম হিরণ বলেছেন: ধর্ম না মেনেও মানুষের সভ্য, সৎ হওয়ার উদাহরন আছে। বরং বেশিই আছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৭

ইমরোজ৭৫ বলেছেন: খ্রিষ্টান আর ইহুদীরা তারা তাদের ধর্ম ঠিকই ভালো বাবে পালন করে। তাই তারা সভ্য। যদিও বাহির থেকে তাদের ধর্মপালনকারী মনে হয় না।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৪

সোবুজ বলেছেন: র্ধম মানলে পাপ মোচনের বহু পথ খোলা। হজ্ব করলে সারা জীবনের পাপ মোচন হয়ে যায় একখা প্রতিটা মুসলিম বিশ্বাস করে। তা হলে মুমিনদের পাপ করতে সমস‍্যা কোথায়। সমস‍্যা আইন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৬

ইমরোজ৭৫ বলেছেন: পাপ মোচনে কি ব্যবস্থা আছে ভালো করে পড়ুন। বাঙ্গালীদের একটা স্বভাব শুধু হেড লাইন পড়ে, বিস্তারিত পরে না। জ্বি হজ্জ পালন করলে পাপ মাফ হয়। শর্ত প্রজয্য।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৪

সোবুজ বলেছেন: র্ধম মানলে পাপ মোচনের বহু পথ খোলা। হজ্ব করলে সারা জীবনের পাপ মোচন হয়ে যায় একখা প্রতিটা মুসলিম বিশ্বাস করে। তা হলে মুমিনদের পাপ করতে সমস‍্যা কোথায়। সমস‍্যা আইন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫১

ইমরোজ৭৫ বলেছেন: এত সোজা পাপ মোচন করা???

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৫

বিটপি বলেছেন: ধার্মিক মানুষের হার সবচেয়ে বেশি আমার মনে হয় পাকিস্তানে। তারা ক্রিকেট খেলাকেও ধর্ম মানে। খেলার মধ্যে সিজদা দেয়, মাঠে 'হিন্দুদের সামনে' নামাজ পড়ে ধর্মের পোড়া কাঠ দেখায়। কথায় কথায় আল্লাহ্‌র নাম নেয়। জীববিজ্ঞান বইয়ে কুরআনের আয়াত দিয়ে ভরিয়ে ফেলে।

এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থতি সম্পর্কে একটা ধারণা পেলে খুশী হতাম। খুন-ধর্ষণ তো সেখানে হয়না বললেই চলে। ঠিক বললাম?

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

ইমরোজ৭৫ বলেছেন: যে ধর্ম মানে সে ধার্মিক। যে ধর্ম মানে না সে ধার্মিক না। সোজা কথা।

পাকিস্তান যদি ধর্ম মানে তাহলে সে ধর্মিক। যদি সে ধর্ম না মানলে ধার্মিক না।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দেশে উপাসনালয়ের অভাব নেই। ধর্মকর্ম করেও। তারপরও কেমনে বলেন ধর্ম মানে না?

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪০

ইমরোজ৭৫ বলেছেন: দেশে উপসনালয় এর অভাব নাই। ধর্ম কর্ম করেও। হয়তো তারা ভালোবাবে না জেনে ধর্মকর্ম করে। যেমন: ২+২= ৫ বলি এটা কি আমার দোষ নাকি আমার স্কুলের দোষ??

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: যারা ধর্ম মানে তারাই পাপ কাজ বেশি করে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪১

ইমরোজ৭৫ বলেছেন: তাদের হিসাব তাদের কাছে। তারা শাস্তিও পাচ্ছে।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০৬

পঞ্চগড়ের বাসিন্দা বলেছেন: বাংলাদেশ প্রতিদিন পত্রিকা বিক্রি বাড়ানোর উদ্দেশেই এই সব খবর প্রচার করে থাকে কিন্তু তাদের কলম সম্পাদক পীর হাবিব যখন থাই ল্যান্ডে গিয়ে দুজন নর্তকীর সাথে ন্যাংটা হয়ে নাচে সেই খবর তারা বেমালুম চেপে গিয়েছিল

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

ইমরোজ৭৫ বলেছেন: হতে পারে।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: ইহাতেই (অবৈধ) আসল মজা হিসাবে বিবেচিত হয়ে থাকে এখন ।

আর এর সুযোগ নিয়ে যদি কেউ দু পয়সা কামায় তাহলে খারাপ কি :( বলেন ভাই ।

ভাই খাবে গজা আর ম্যাডাম নিবে মজা (টেকা)। আহা !!!!!!!!!!!! কি চমতকার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.