নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথ চলতে ফিরে থাকানো, রোদের তেজে বুকের খাঁজে, ঘামে সিক্ত অব্যক্ত কথা, পথের মাঝে মরিচীকা, চলতে থাকা পথের বাঁকে, অবাক করা নতুন মুখে, আঁধার ক্ষণে বদলে যাওয়া, নিঃসঙ্গ জেনেও সূর্য হাসে, হাসির তেজে পথিক ঘামে, বুকের খাঁজে বুকের খাঁজে, অব্যক্ত যত ভালোলাগা।।

ইমরুল ডট আজীম

অসামাজিক আর রাগী

ইমরুল ডট আজীম › বিস্তারিত পোস্টঃ

রক্তদানের আহবান

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:১৫

রক্তদানের আহবানে ভরে উঠুক অফলাইন... আপনার এলাকার প্রতিটি হাসপাতাল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, উপাসনালয়, চায়ের দোকান, কারেন্টের খাম্বা - সবকিছু ভরে উঠুক রক্তদানের আহবানে... :)
কি করতে হবে???
------------------------------
সবচেয়ে কম খরচে বেশি মানুষের কাছে রক্তদানের আহবান পৌঁছে দেয়ার জন্য আমাদের এই উদ্যোগ... একদম নগন্য খরচ যেন হয়, সেটাই নিয়েই ছিল আমাদের সকল মাথা ব্যাথা... সে লক্ষ্যেই আমরা পোষ্টার ডিজাইন করেছি সাদাকালো, এবং A4 সাইজে... :)
১) ৪ টি পোষ্টার ডিজাইন করা হয়েছে... ছবিগুলো A4 কাগজে প্রিন্ট করুন (৫ থেকে ১০ টাকা)... আপনার সাধ্যমত যত কপি সম্ভব ফটোকপি করুন (প্রতি ফটোকপি ১ টাকা, সম্ভব হলে লাল/হলুদ কাগজে ফটোকপি করুন) ...
২) নিচের বিভিন্ন জায়গার দেয়ালে ছবি লাগিয়ে দিনঃ
- আপনার এলাকার প্রতিটি হাসপাতাল
- স্কুল, কলেজ, ইউনিভার্সিটি,
- উপাসনালয়
- চায়ের দোকান
- কারেন্টের খাম্বা
৩) গাম/আঠা এর জন্য লাইব্রেরী থেকে গাম কিনে নিতে পারেন, বা নিজেরাও ভাত বা আটা দিয়ে আঠা বানিয়ে নিতে পারেন। (অনেকের জন্য কষ্টকর হবে জানি, তবে ভাল কিছুর জন্য কষ্ট করা যেতেই পারে :) তাই না? )
পোস্টারের লিংক এবং সারাংশঃ
------------------------------
► পোষ্টার-১


http://www.donatebloodbd.com/poster1.jpg
রক্তদান পুরো ব্যাপারটাই যে রক্তদাতার উপকার, সেটা বুঝিয়ে দিতে চাই আমরা...
পুরাই লাভে লাভ এবং একদম ফ্রী - বড় বড় ফন্টে পোষ্টারে এ লেখা দেখে যেকোনো মানুষের আগ্রহের সৃষ্টি হবে, কাছে এসে পড়বে রক্তদানের বিভিন্ন বিষয় :)
► পোষ্টার-২

http://www.donatebloodbd.com/poster2.jpg
আপনি কি এডাল্ট?? :P - লেখাটা দেখেই মানুষ দৌড়ে আসবে পোষ্টারে বিস্তারিত লেখা দেখার জন্য :)
১৮+ বয়সের মানুষই কেবল রক্তদান করতে পারেন... এটাই বুঝিয়ে দেয়া হয়েছে পোষ্টারে... রক্তদানের মাধ্যমে প্রমান করুন আপনি একজন প্রাপ্তবয়স্ক... :)
এই পোস্টার দিতে যদি কারো আপত্তি থেকে থাকে, তাহলে বিকল্প হিসাবে নিচের পোষ্টার ব্যবহার করতে পারেন... :

http://www.donatebloodbd.com/poster4.jpg
► পোষ্টার-৩

http://www.donatebloodbd.com/poster3.jpg
ছেলে নাকি মেয়ে??
রসগোল্লা নাকি চমচম??? :D
আগ্রহ সৃষ্টি করার জন্য এই দুটি লাইনই যথেষ্ট :D
শিশু জন্মের সময় রক্তের প্রয়োজন হতে পারে, এটা বুঝিয়ে দেয়া হয়েছে এই পোষ্টারে :)
কিছু বিষয় খেয়াল রাখুনঃ
------------------------------
- এই পোস্টারগুলোই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই... আপনার নিজের বানানো পোস্টার যেখানে রক্তদানের আহবান থাকবে, এমন পোস্টার হলেই হল।
- প্রয়োজনে রক্তদানের বিভিন্ন শ্লোগান হাতে লিখে দেয়ালে লাগিয়ে দিতে পারেন...
- আমাদের খেয়াল রাখতে হবে, যে যে দেয়ালে পোষ্টার লাগানো নিষেধ, সে দেয়ালে আমরা পোষ্টার লাগাবো না... যে যে দেয়ালে পোষ্টার ইতিমধ্যেই লাগানো আছে, সেখানে আমরা রক্তদানের পোস্টার লাগাবো... যেখানে সেখানে লাগাবো না...
------------------------------
আর যারা মনে করেন, পোষ্টার লাগানো উচিত হবে না, তাদের জন্য বলছি, আমরা রাস্তার দুইপাশে রাজনৈতিক পোষ্টার, বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন, এমনকি কলিকাতা হারবালের লক্ষ কোটি পোষ্টার দেখতে পারি... আমাদের চোখে পড়ে... ওরা যদি অপ্রয়োজনীয় পোষ্টার লাগিয়ে দেয়াল ছেয়ে দিতে পারে, তাহলে আমরা ভাল কাজে প্রয়োজনীয় পোস্টার অবশ্যই লাগাতে পারি :)
মানুষের চোখে পরবে রক্তদানের আহবান... একবার হলেও ফিরে তাকাবে... তাই, আমার অনুরোধ, আমরা সবাই পজিটিভ থাকি, এবং আসুন অফলাইনের মানুষদের মাঝে একটা সাড়া ফেলি ... :)

কার্টেসীঃ Subrata Deb ভাই

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.