![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
একটি নির্দিষ্ট ছকে বাধা আমার জীবন।
আমি নিয়ম কানুন মেনে চলা একজন ছা পোষা মানুষ।
আমার ভোরগুলো একই রকম,
আমার সকালগুলো একই রকম,
কেতাদুরস্ত পোশাক পরে আমার গন্তব্য কর্মস্থল।
দেশে গনতন্ত্রের বদলে সমাজতন্ত্র চালু হল কিনা,
হরতাল ধর্মঘট,আন্দোলন আমার জীবনে প্রভাব ফেলেনা।
সৃষ্টিকর্তার দেয়া নিয়ম মেনে চলি।
নাস্তিকতা!আমি চিন্তাও করিনা।
এইতো বেশ ভালই চলছে
ছেলে মেয়ে স্ত্রী নিয়ে সুখের সংসার।
ছেলে মেয়ে বড় হবে,তারাও হবে ছা পোষা কর্মচারী।
সমাজ ব্যাবস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে,
তারাও একদিন সুনাগরিক হবে।
জীবনকে বয়ে চলার মধ্যে তুমি কি ক্লান্তি খুজে পাওনা?
একই জীবন যাপনে তুমি কি ক্লান্ত হওনা?
তুমি কি মনে কর এই ছকে বাধা জীবনই প্রকৃত জীবন?
হে ছা পোষা কর্মচারী,
তোমার জীবনের প্রতিটি দিন যদি একই রকম হল,
তাহলে তুমি কেন বেচে আছ এতদিন?
তোমার জীবনতো একটি দিনেই সীমাবদ্ধ।
মৃত্যু কেন কামনা করনি,
বেচে থাকার পর একটি দিন।
০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩১
ইমতিয়াজ ইমন বলেছেন: এর শেষ কোথায়?
২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: তোমার জীবনতো একটি দিনেই সীমাবদ্ধ।
অনেক ভাল লেগেছে।
০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩২
ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লিখেছেন
: দৃষ্টি আকর্ষণ
ধর্ষক দের ফাসি চাই
পাশাপাশি আওয়াজ তুল
মধ্যযুগের বর্বরতা
সবাই আওয়াজ তুল
ভারতের হায়নাদের কবল থেকে মুক্ত চাই বাঙ্গালী
বিএস এফের বিচার চাই
অন্যায় ভাবে সিমান্তে হত্তা বন্ধ হোক করতে হবে