![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
ছাত্রলীগের বর্তমান কর্মকাণ্ড নিয়ে অনেকেই অনেক কিছুই লিখছেন। তাদের এই লেখাগুলো যদি কার্যকর হত, তাহলে ছাত্রলীগের এতদিনে ধূলিসাৎ হয়ে যাওয়ার কথা ছিল।
একটা কথা চিন্তা করে দেখুন, যারা এগুলো লিখছেন বা বলছেন তারা কি করছেন। আমার বাস্তব ধারণা থেকেই বলি, বেশীরভাগই ছাত্র রাজনীতির সাথে জড়িত নন। তাদের মতে এটা খারাপ ছেলেদের জন্য। আপনি ভালো ছেলে রাজনীতিতে না আসায়, আপনার জায়গায় একটা খারাপ ছেলে আসলো, তার কাছ থেকে আপনি কি আশা করতে পারেন।
নচিকেতার একটা গান আছেনা,
চীৎকার করে চাই অধিকার,ভাবিনা আমরা কে দাবিদার,
কোন সভ্যতা প্রজনন করি, কি আমার দায়ভার।
যাই হোক আমাদের এই কলমবাজরা আবার এতই সাহসী যে, তারা নিজেদের পরিচয় গোপন করে ছদ্মনামে লিখেন। আপনাদের বাহবা দিতেই হয়।
ছাত্রলীগ আর কিছু না করুক, জামাত শিবিরের বিরুদ্ধে কিন্তু ছাত্রলীগের ছেলেরাই দাঁড়াচ্ছে। একটা জায়গার ছাত্রলীগের কর্মকাণ্ড দিয়ে আমরা পুরোটা বিচার করতে পারিনা।
আপনারা যারা আমার এই কথার সাথে দ্বিমত, আপনারা দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্রলীগের কার্যক্রম দেখে যেতে পারেন। সুস্থ রাজনীতির চর্চা আসলে কি এখানে আসলেই বুঝতে পারবেন।
আমরা যারা সুস্থ চিন্তা করি, তারা যদি রাজনীতিতে আসি তাহলেই রাজনীতি সুন্দর হবে। নন্দলালের মত শুধু কথায় যদি কাজ সেরে নিতে চাই তাহলে কিছুই হবেনা।
©somewhere in net ltd.