নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

দিগন্ত চ্যানেলের নিউজ দেখে অনেক মজা পেলুম

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

অনেকখন ধরেই বসে ছিলাম দিগন্ত চ্যানেলের নিউজ দেখার জন্য। নিউজ শুরু হল পেট্রোল পাম্প ধর্মঘটের খবর দিয়ে, তারপর গাইবান্ধায় হরতালের খবর , এরপর জামাত নেতা শাহজালালের মুক্তির খবর।

অবশেষে তারা বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের কথা বলল। নিউজে বলল যে শুধু মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ এই রায়ে আনন্দ প্রকাশ করেছে। শুধু এতটুকুই। তারা কোন জায়গায় শিশু পার্ক হল সে নিয়ে বিশাল এক প্রতিবেদন করেছে।।

বেচারা দিগন্ত। আপনারা পরের নিউজটা দেখতে পারেন।

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

এম এম মাহবুব হাসান বলেছেন: দিগন্ত কাদের কিছু বলেননি?

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

ইমতিয়াজ ইমন বলেছেন: আমরা সাধারন জনগণের উল্লাসের কথা নিউজে আসেনি, তাই অত্যাধিক দুঃখ পেয়েছি।

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

অনিমেষ রহমান বলেছেন: দিগন্তে মাতম শূরু কইরলোনা কেনু?
;) ;)

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

ইমতিয়াজ ইমন বলেছেন: দিগন্তের ব্যাকগ্রাউন্ড মিউজিক বদলিয়ে কান্নার শব্দ ব্যাবহার করা যেতে পারে।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

সত্য নয় মিথ্যা বলেছেন: মজা পেলাম +++

৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

মুহাই বলেছেন: বেচারা দিগুন্তু!

৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

নিয়েল ( হিমু ) বলেছেন: দিগন্ত ? /:)
আমার বাসায় এইটা স্কিপ করা আছে । চোখেই পরে না । ভুইলাই গেছি কত নাম্বার চেনেল এটা ।

৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

পুদিনা পাত০০৭ বলেছেন: বাচ্চু রাজাকার তুমি যেখানেই থাকো না কেন ফিরে আসো, তোমার জন্য আমাদের মন কাঁদে, কষ্টে ঢিবঢিব করে, পিটপিট করে,কোথায় যেন শীট শীট করে। বাচ্চু তুমি ফিরে এসো, কথা দিচ্ছি ধর্ষন করার অপরাধে তোমাকে কেউ ধর্ষন করবে না, পরিমল কিংবা রসু খাঁও না। ওদের সেলে তোমাকে রাখাই হবে না। প্লিজ বাচ্চু ফিরে আয় তোর জন্য একটা শক্ত দড়ি নিয়ে ১৬ কোটি মানুষ অপেক্ষা করতেছে। ফিরে আয় প্লিজ, কুকুর আমার ভালো কুকুর তুই ফিরে আয়।
Kasafaddauza Noman ফেবু থেকে।

৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

পথহারা সৈকত বলেছেন: দিগন্ত চ্যানেলের নিউজ দেখে অনেক মজা পেলুম ???? কলকাতার দাদা না কী আপনি? =p~ =p~ =p~ =p~ =p~

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

ইমতিয়াজ ইমন বলেছেন:
ইদানীং দেখলাম কলকাতার মুভিগুলোতে বাংলাদেশের ভাষা নিয়ে বিটলামি করে। তাই আমার ক্ষুদ্র প্রয়াস।

৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

জাহিদ হাসান বলেছেন: নয়া দিগন্তের ইলেকট্রিক মিডিয়া হল দিগন্ত । নয়া দিগন্ত পত্রিকা যেমন কট্রর জামায়েত সমর্থক তেমনি দিগন্তই সেটা হবে এটা আর নতুন কি । :(

৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

শহুরে কাউয়া বলেছেন: একটা গানই মনে পড়তাসে
ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায় .। । । ;)

১০| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০

চলতি নিয়ম বলেছেন: ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায় .। । । ;)

১১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

প্রগতিশীল ইকবাল বলেছেন: This is political verdict............nothing else...............

১২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

কান্না হাসি বলেছেন: Every Day is not Sunday.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.