![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
যেসব বাঙালী ১৯৭১ সালে পাকিস্তান সরকারের মুখপাত্র হয়ে বহির্বিশ্বে বাংলাদেশবিরোধী কার্যক্রমে অংশগ্রহন করে তাদের নামের তালিকা নিচে দেয়া হল। এইসব দেশদ্রোহীদের ঘৃণা করুন, ঘৃণা করুন তাদের প্রশয়দাতাদের। যারা স্বাধীনতার পর গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন তাদের অবস্থানগুলো দেয়া হল।
১ হামিদুল হক চৌধুরী
২ মাহমুদ আলী
৩ শাহ আজিজুর রহমান - প্রধানমন্ত্রী বি,এন,পি সরকার ১৯৭৮।
৪ জুলমত আলী খান - প্রাক্তন মন্ত্রী, সহ সভাপতি, বি এন পি।
৫ রাজিয়া ফয়েজ -প্রাক্তন মন্ত্রী, জাতীয় পার্টি সরকার।
৬ ডঃ ফাতিমা সাদিক - অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৭ মৌলভি ফরিদ আহমেদ
৮ তবারক হোসেন -পররাষ্ট্র সচিব ১৯৮৬
৯ বিচারপতি নুরুল ইসলাম - ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ সরকার ১৯৮৬
১০ ডঃ সাজ্জাদ হুসাইন
১১ মুজিবুর রহমান
১২ এ টি সাদী
২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১
াহো বলেছেন: +++
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৩
মোঃ সানাউল্যাহ্ বলেছেন: ভালো লাগলো........
তয় বতর্মান পা’চাটা (পাকি+ভারত) দের নিয়াও কিছু বইলেন....
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৫
ইমতিয়াজ ইমন বলেছেন: লেখার ইচ্ছে আছে। পরবর্তীতে চেষ্টা করব।
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১১
ডাব্বা বলেছেন: রাজিয়া ফয়েয করতেন মুসলিম লীগ। দল বদলের গুজব উঠে তার নামে এরশাদের সময়। আসে দিন যায় সাপ্তাহিক এ এক সাক্ষাতকারে দল বদল প্রশ্নের উত্তরে খুব তেজ নিয়ে বলেছিলেন-প্রশ্নই আসে না।
ঠিক সাত দিনের মধ্যে যোগ দিলেন জাতীয় পার্টিতে!
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৩
ইমতিয়াজ ইমন বলেছেন: দেশদ্রোহীর আবার কথা রক্ষা। এইসব নির্লজ্জরা সব সময়ই লজ্জাহীন।
৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৪
ওওওওওওও বলেছেন: রেফারেনস কই ?
২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
ইমতিয়াজ ইমন বলেছেন: সর্বজনস্বীকৃত দেশদ্রোহী। তাই রেফারেন্স দিলাম না।
৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩
রাজদ্রোহী বলেছেন: তবে গোলাম আযম সম্ভবত সবাইকে ছাড়িয়ে গেছে।দেশ স্বাধীন হবার পাঁচ সাত বছর পরও সে প্রকাশ্যে বাংলাদেশ বিরোধী প্রচারনা চালিয়ে গেছে।
৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০
বিডি আইডল বলেছেন: কোথায়-কোথায়, কি কি ধরণের প্রচারণা করেছে তার রেফারেন্স গুলো দেন
২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
ইমতিয়াজ ইমন বলেছেন: প্রত্যেকের কাজগুলো পরে দেয়া হবে।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২০
খেয়া ঘাট বলেছেন: ওরা ঘৃণিত।