![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
আজ ছাপ্পান্ন হাজার বর্গমাইল প্রতিবাদে মুখর হয়েছে।
নদীর কলকল ধ্বনি আজ প্রতিবাদের সুর হয়ে গেছে।
মিছিলে আর শ্লোগানে শ্লোগানে রাজপথ কথা বলে,
মুষ্টিবদ্ধ হাতের শিরা ফুলে উঠে তীব্র ক্ষোভ আর প্রতিবাদে।
ভালবাসার তীব্র প্রকাশে আজ জীবন ভুলেছে প্রেমিকেরা।
ছোট্ট শিশুটি দাড়িয়ে আছে একটি লাল সবুজ পতাকা হাতে।
গৃহিণী ভুলে গেছে তার ঘর, চাকুরীজীবী ভুলে গেছে অফিস,
চারদেয়ালে আবদ্ধ মেয়েটিও আজ নেমে পড়েছে রাজপথে।
কেউ প্ল্যাকার্ড ধরে আছে, কেউ প্রতিবাদ লিখছে গায়ে,
ফেরার পথে পোশাক শ্রমিক মেয়েটি দাড়িয়ে পড়ছে মিছিলে।
কৃষক,ছাত্র, ব্যাবসায়ি আজ সবাই একটি জ্বলে উঠা নক্ষত্র,
এক একটি শ্লোগান, বাতাসে মিশে যায় তীব্র দেশপ্রেমে।
আজ শ্লোগান হবে, মিছিল হবে, আজ প্রতিবাদ হবে।
আজ বিচার হবে, দেশদ্রোহীর ফাঁসি হবে, ফাঁসি হবে।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৬
স্মিথ হাসান বলেছেন: Click This Link